আপনার কল্পনাকে বাস্তবে রুপ দিন Midjourney Ai এর মাধ্যমে

প্রকাশিত
জোসস করেছেন

আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আমার প্রথম টিউনে আপনাকে স্বাগতম। আশাকরি পুরো টিউন জুড়ে আপনাকে পাশে পাবো আই মিন পুরো টিউনটি আপনি পড়বেন!

আপনি কি কখনো ভেবেছেন আপনার কল্পনা বাস্তবে রুপ পেয়েছে! আপনি মনে মনে যা কল্পনা করছেন তা বাস্তবে চোখের সামনে দেখতে পাচ্ছেন। আপনি কোনো চিত্রশিল্পীকে আপনার সামনে বসিয়ে মনের যতো কল্পনা সব বলছেন আর চিত্রশিল্পী আপনার কল্পনার রঙ কে তুলির আঁচড়ে বাস্তবে রুপ দিচ্ছেন। হয়তো আপনার সে সুযোগ হয়নি, আপনার আশেপাশে কোনো চিত্রশিল্পী নেই। তাই ভাবেন নি কখনো আপনার কল্পনার চিত্রায়ন সম্ভব! কিন্তু আপনি জানেন কি Mid journey Ai আমাদের কল্পনা কে বাস্তবে রুপ দেয়ার কাজ ই করে যাচ্ছে! Midjourney Ai আপনার দেয়া বর্ণনা অনুযায়ী চিত্র এঁকে দিতে সক্ষম।

Midjourney Ai কী?


মিড জার্নি Ai হলো একটি 'আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স' প্লাটফর্ম। যেটি আপনার দেয়া বর্ণনা অনুযায়ী আপনাকে চিত্র এঁকে দিবে।
Midjourney একটি গবেষণা ল্যাব এবং একটি ল্যাবএর কৃত্রিম বুদ্ধিমত্তা প্রোগ্রামের নাম যা পাঠ করা যায় এমন বিবরণ থেকে চিত্র তৈরি করে। যেটি OpenAI এর DALL-E এর অনুরূপ। টুলটি এখনো বেটা ভার্সনে রয়েছে। মিডজার্নি দলের নেতৃত্বে রয়েছেন ডেভিড হোলজ, যিনি লিপ মোশনের সহ-প্রতিষ্ঠাতা। Midjourney বেটা ভার্সনের হলেও এটি পাব্লিকলি অ্যাভেলআবেল। মানে আপনি চাইলেই Midjourney ব্যবহার করে চিত্রাঙ্কন করতে পারবেন।

 

Midjourney Ai ব্যবহার করতে যা লাগবে

  •  একটি ইমেইল বা ফোন নাম্বার (ডিসকর্ড অ্যাকাউন্ট আগে থেকে থাকলে ফোন বা মেইল লাগবে না)
  • একটি ডিসকর্ড অ্যাকাউন্ট।
  •  আর একটু ধৈর্য্য।

কিভাবে কি করবেন!

আমাদের প্রথম স্টেপ হবে ডিসকর্ডে অ্যাকাউন্ট খোলা, (যাদের আগে থেকে অ্যাকাউন্ট খোলা আছে তারা এই স্টেপ টা বাদ দিতে পারেন)
আপনি যদি পিসি ইউজার হন তাহলে চাইলে ডিসকর্ড এর উইন্ডোজ অ্যাপ টা ডাউনলোড করতে পারেন। না চাইলে ব্রাউজার এ কন্টিনিউ করতে পারেন।

আর যদি মোবাইল ইউজার হন তাহলে প্লে স্টোর থেকে Discord অ্যাপ টা ডাউনলোড করে নিন।
ডিসকর্ডে অ্যাকাউন্ট খোলার জন্য এই লিঙ্কে ক্লিক করুন অথবা Discord এর অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে নাম, মেইল, পাসওয়ার্ড এসব দিয়ে অ্যাকাউন্ট খুলে নিন। না পারলে স্ক্রীনশর্ট ফলো করেন।

Midjourney

Midjourney

midjourney

midjourney

আপনার দেয়া মেইল এ একটি আক্টিভেশন মেইল পাঠাবে সেটিতে ক্লিক করে অ্যাকাউন্ট আক্টিভেট করে নিন।

midjourney
নিচের দিকে Join a Server এ ক্লিক করেন।


অ্যাকাউন্ট এক্টিভ করার পর Midjourney সার্ভারে জয়েন হয়ে নিন। জয়েন হওয়ার পর বাম পাশে উপরে Midjourney সার্ভারটি দেখতে পারবেন। সেখানে ক্লিক করেন।

midjourney

 

এরপর বাম পাশে একটি ট্যাব দেখতে পারবেন, সেখানে নিচের দিকে Newbies-22 বা এই টাইপের কমান্ড দেখতে পারবেন। সেগুলোর কোনো একটি তে ক্লিক করেন।

midjourney
এবার আপনার সামনে একটা Conversation ওপেন হবে।

সেটিতে /imagine এটা লিখলে দেখবেন ঊপরে imagine [prompt] এরকম একটা বার আসবে সেটিতে ক্লিক করতে পারেন অথবা আপনি চাইলে সরাসরি /imagine :prompt এটা লিখে আপনার বর্ণনা শুরু করতে পারেন।

midjourney

স্ক্রিন শর্ট এ দেখেন আমি একটি কমান্ড দিয়ে আঁকতে চেষ্টা করেছি।

midjourney
আপনার বর্ণনা দেয়া শেষ হলে এন্টার প্রেস করেন। এরপর Misjourney Bot আপনার কাঙ্খিত চিত্র টি প্রসেসিং করা শুরু করে দিবে। 100% হওয়ার পর আপনি আপনার দেওয়া কমান্ডের জন্য ৪ টি ইমেজ দেখতে পাবেন। আপনি যে ইমেজ টি বড় করে দেখতে চান সিরিয়াল অনুযায়ী U1, U2, U3, U4 এগুলো তে ক্লিক করবেন। আর ৪টির কোনো টি আপনার ভালো না লাগলে একটা রিলোড বাটন আছে সেটিতে ক্লিক করলে হবে।

midjourney

আপনার প্রয়োজনীয় ইমেজটি Upscale বা বড় করার পর চাইলে তা Download ও করতে পারেন। Download করতে চাইলে ইমেজ টির উপর ক্লিক করে Open Originale ক্লিক করলে আলাদা ট্যাব এ ইমেজ টি Open হবে। সেখান থেকে আপনি খুব সহজেই ডাওনলোড করতে পারেন।

এটাই টেকটিউনসে আমার প্রথম টিউন! পুরো টিউন টি কেমন লাগলো টিউমেন্ট করে জানাতে ভুলবেন না। ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

 

আল্লাহ হাফেজ!

Level 1

আমি আরিফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস