কোনো দুর্ঘটনাগ্রস্ত মানুষের ফোন আনলক না করেই কিভাবে তাঁর বাড়ির লোককে খবর দেবেন

কোনো দুর্ঘটনাগ্রস্ত মানুষের ফোন আনলক না করেই কিভাবে তাঁর বাড়ির লোককে খবর দেবেন?

 

একটা সময় ছিল যখন জীবনযাপনের জন্য সবচেয়ে জরুরি তিনটি জিনিস ছিল অন্ন, বস্ত্র, বাসস্থান। আজকের দিনে দাঁড়িয়ে এই লিস্টে একটি চতুর্থ জিনিস জুড়ে গেছে। হ‍্যাঁ, ঠিকই বুঝেছেন, মোবাইল ফোন। আমরা সারাদিন স্মার্টফোন বা মোবাইল আমাদের সাথেই রাখি। ফেসবুক, হোয়াটস‌অ্যাপ, ইউটিউব, চ‍্যাটিং, ভিডিও কলের মধ্যে আমরা নিজেদের সব সময় ডুবিয়ে রাখি। আমাদের জীবনের অন‍্যতম প্রধান এবং অপরিহার্য অংশে পরিণত হ‌ওয়া মোবাইল ফোন আমরা সাধারণত কল, ম‍্যাসেজ ও বিনোদনের জন্য ব‍্যবহার করলেও এই মোবাইল ফোনের মধ্যেই এমন কিছু ফিচার আছে যা কোনো বিপজ্জনক মুহূর্তে একজন মানুষের জন্য খুবই প্রয়োজনীয়। সবার ফোনেই “Emergency Call” এর অপশন থাকে, কিন্তু খুব কম সংখ্যক মানুষ আছেন যারা এই ফিচার ব‍্যবহার করতে জানেন এবং বোঝেন কতটা গুরুত্বপূর্ণ এই ফিচার।

 

আজকের দিনে দাঁড়িয়ে প্রায় প্রতিটি স্মার্টফোন ইউজার‌ই তাঁর ফোন লক করে রাখেন। পাস‌ওয়ার্ড, পিন, প‍্যাটার্ন, ফিঙ্গারপ্রিন্ট ও ফেস লকের দরুন আমাদের সাহায্য ছাড়া কোনো ব‍্যাক্তিই আমাদের ফোন আনলক করতে পারবেন না। এইসব সিকিউরিটি ফিচারের দৌলতে আমাদের ফোন সুরক্ষিত থাকে ঠিকই, কিন্তু ভেবে দেখুন যদি হঠাৎ কোনো মানুষ কোনো দুর্ঘটনার শিকার হন তবে তাঁর বাড়ির লোকজনকে খবর কিভাবে দেওয়া হবে? অথচ এমন পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ তাঁর বাড়িতে খবর দেওয়া। তখন ফোনের লক একটি বড়সড় সমস‍্যার সৃষ্টি করে। Emergency Call ফিচার এই ধরনের পরিস্থিতির কথা মাথায় রেখেই বানানো হয়েছে। যাতে ফোন আনলক না করেই দুর্ঘটনাগ্রস্ত মানুষের বাড়িতে দ্রুত জানানো যায়।

 

#_কিভাবে_আপনার_ফোনে_Emergency_Call_অ্যাক্টিভ_করবেন?

 

1. সবার আগে ফোন লক করুন এবং হোম পেজে আসুন।

 

2. যেখান থেকে ফোন আনলক করবেন সেখানে Emergency Call এর অপশন পাবেন, এতে ক্লিক করুন।

 

3. Emergency Call টাচ করলে আপনার ফোনে কীপ‍্যাড খুলে যাবে এবং “+” Emergency Contact অর্থাৎ এমার্জেন্সি কলে নাম্বার যোগ করার অপশন পাওয়া যাবে। এখানে টাচ করুন।

 

4. এমার্জেন্সি ক্যাক্ট্যাক্টে নাম্বার যোগ করার আগে ফোন আনলক করার কম‍্যান্ড আসবে। আপনার আনলক প‍্যাটার্ন বা ফিঙ্গারপ্রিন্ট বা যে ফিচার ব‍্যবহার করে ফোন লক করেছেন সেটি ব‍্যবহার করে ফোন আনলক করুন।

 

5. ফোন আনলক করার পর কন্ট‍্যাক্ট লিস্ট ওপেন হয়ে যাবে, এখান থেকে আপনার পরিবারের সদস্যদের এবং বন্ধুদের নাম্বার সিলেক্ট করুন।

 

6. নাম্বার সিলেক্ট করার পর ফোনের ব‍্যাক বাটন টিপুন। এবার আপনার Emergency Contact অপশন দেখাবে এবং আপনার সিলেক্ট করা কন্ট‍্যাক্ট এই লিস্টে শো করবে।

 

7. অর্থাৎ আপনার বেছে নেওয়া ফোন নাম্বার এমার্জেন্সি কন্ট‍্যাক্ট লিস্টে যুক্ত হয়ে গেছে। কিছু কিছু ফোনে এখানে আপনার মেডিকেল ইনফরমেশন‌ও চাওয়া হয়। আপনি চাইলে এখানে আপনার রক্তের গ্রুপ ও কোনো রোগ থাকলে সেইসব তথ্য দিতে পারেন, এইসব তথ্য এমার্জেন্সির সময়ে অত‍্যন্ত সহায়ক হয়ে ওঠে।

 

একবার Emergency Contact লিস্টে নাম্বার যোগ করা হয়ে গেলে আপনার ফোন আনলক না করেই যে কোনো ব‍্যাক্তি আপনার ফোন থেকে আপনার সিলেক্ট করে রাখা নাম্বারে কল করতে পারবেন।

কিভাবে_ব্যবহার_করবেন?

 

একবার আপনার বন্ধু ও পরিজনদের নাম্বার এমার্জেন্সি কন্ট‍্যাক্ট লিস্টে যুক্ত হয়ে গেলে সেইসব নাম্বার ওই লিস্টে সেভ হয়ে থাকবে।

 

1. আপনি অন্য কোনো ব‍্যাক্তির ফোন থেকে এমার্জেন্সি কল করতে চাইলে হোম বাটন টিপুন বা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর টাচ করুন।

 

2. ভুল পাসওয়ার্ড হ‌ওয়ার ফলে ফোনের প‍্যাটার্ন কীপ‍্যাড খুলে যাবে।

 

3. এই কীপ‍্যাডের নিচে এমার্জেন্সি কলের অপশন পাবেন, এতে ক্লিক করুন।

 

4. এখানে টাচ করলেই এমার্জেন্সি কন্ট‍্যাক্টের লিস্ট খুলে যাবে।

 

যে কোনো নাম্বার ট‍্যাপ করা মাত্র সেই নাম্বারে এমার্জেন্সি কল চলে যাবে এবং আপনি সেই মানুষটির নিকট ব‍্যাক্তিকে পরিস্থিতি সম্পর্কে জানাতে পারবেন।

 

ফোন_বুক_থেকেও_সিলেক্ট_করতে_পারবেন :

 

Emergency Call অপশন ছাড়াও আপনি সরাসরি ফোন বুক বা কন্ট‍্যাক্ট লিস্টে গিয়েও এমার্জেন্সি কন্ট‍্যাক্ট লিস্টে নাম্বার সিলেক্ট করতে পারবেন। এর জন্য :

 

1. কন্ট‍্যাক্ট লিস্ট বা ফোন বুক ওপেন করে সেই কন্ট‍্যাক্টে যান সেটি আপনি Emergency Call এর জন্য বেছে রাখতে চান।

 

2. কন্ট‍্যাক্ট ওপেন করার পর নেম, নাম্বার, অর্গানাইজেশন ও ইমেইলের সঙ্গেই Add to Emergency Contacts এর অপশন পাওয়া যাবে। এতে টাচ করুন।

 

3. এই অপশনে টাচ করলেই সেই নাম্বারটি আপনার Emergency Contact লিস্টে জুড়ে যাবে।

 

4. আপনি ফোন বুক থেকে যতগুলি ইচ্ছা নাম্বার সিলেক্ট করতে পারেন। এর জন্য প্রতি বার আপনাকে এক‌ই পদ্ধতি অবলম্বন করতে হবে।

 

এই ফিচারটি কতটা গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় আশা করছি আপনি বুঝতে পেরেছেন। তাই আমাদের প্রত‍্যেকের উচিত আমাদের নিজেদের এবং নিকটস্থ সমস্ত ব‍্যাক্তির ফোনে এই ফিচার অ্যাক্টিভ করা।

Level 2

আমি অপুর্ব আহমেদ। , Matlab, chandpur। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস