(সাম্প্রতিক বিজ্ঞান, পর্ব-২) “জীবন্ত মোনালিসা”

প্রযুক্তির ক্রমবিকাশের সাথে সাথে বিশ্বর নানা পরিবর্তন হচ্ছে।ঠিক তেমনি অবাস্তব কাল্পনিক নানা চরিত্র বাস্তবে ভেসে উঠছে।এমনকি কথাও বলছে।কি অবাক হচ্ছেন।হ্যা,এমনটাই ঘটেছে মোনালিসার বেলায়।

চীনের তাদের প্রযুক্তির তালে তৈরি করেছে এনিমেটেড মোনালিসা।যা আগত ভিজিটরদের সাথে কথা বলবে এমনকি তাদেরকে সাড়া দেবে।বেইজিং এর প্লানিং এক্সিবিশন হলে এই মোনালিসাকে দেখা যাবে।শুধু মোনালিসা নয় লিউনার্দোর আরো নানা ছবিকে 3D টেকনলজির মাধমে জীবন্ত করা হয়েছে। এমনকি জিসু ও তাঁর ১২ জন সাহাবিকেও এখানে কথা বলতে ও খেতে দেখা যাবে।প্রতিদিন হাজার হাজার শিশু ও ভিজিটর আসে এই ছবি গুলো দেখার জন্য।হয়তো দেখার ইচ্ছে হচ্ছে আপনার।হ্যা আপনিও চাইলেই দেখতে পারেন।তবে তার জন্য আপনাকে আমি চীনে যেতে বলবো না।এখানে ক্লিক করে আপনি ভিডিওটি দেখতে পারেন।

টিউন পরার জন্য ধন্যবাদ।ভালো মনে করলে মন্তব্য করবেন।

Level 0

আমি rahat। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 48 টি টিউন ও 126 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভালো কিছু দিতে চাই সব সময়।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks for your information……………….

ভাই ভাল লাগলো

……………ভাল…………………..

Level 0

ভাই থাইমেন না সাম্প্রতিক বিজ্ঞান সিরিজটা চালিয়ে যান।