রসায়ন নিয়ে আমার আগের দুটি পোষ্ট
রসায়ন নিয়ে আমার ভালোলাগা …(ছন্দের মাধ্যমে পর্যায় সারণী…সাথে অনেক কিছুই )
আমি জানি আজকের topic টা হয়তো কারো কাছেই ভালো লাগবে না তারপরও share করলাম
ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায় সম্পন্ন উপাদানগুলোর নাম-
কনে নিবে আগে
কর্পুর ন্যাপথালিন নিশাদল বেনজালডিহাইড আয়োডিন গন্ধক
বর্ণালীতে বিভিন্ন শক্তিস্তরে যে রেখাগুলো পাওয়া যায়-
লাইম্যানের বাম পাশের জ্যাকেট ফুটো
লাইম্যান বামার প্যাশেন ব্র্যাকেট ফান্ড
ইলেকট্রন,প্রোটন,নিউট্রনের আবিষ্কারকের নাম মনে রাখার জন্য-
ইট পরে নীচে
ইলেকট্রন থমসন প্রোটন রাদারফোর্ড নিউট্রন চ্যাডউইক
পলির বর্জন নীতি: একটি পরমাণুতে দুইটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান একই হতে পারে না।
১২৪মনে রাখলেই পলির বর্জন নীতি মনে রাখা যায়
১টি পরমাণুতে ২টি ইলেকট্রনের ৪টি কোয়ান্টাম সংখ্যার মান একই হতে পারে না।
ডোবরিনার ত্রয়ী
1)
Li Na K
2)
Cl Br I
3)
Fe Co Ni
লিনাকে কেবলি বলি আমি ফেল করি নাই
Li Na K Cl Br I Fe Co Ni
আপাতত বিদায়। সবাই ভালো থাকবেন।
আমি তরিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 143 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
chemical reactions hoy kivabe?ata niye akta tune koren.