সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন।মূলত এটা আমি একটা ধারাবাহিক টিউন হিসেবে প্রকাশ করতে চাই।সাম্প্রতিক বিজ্ঞানের নানা রকম আবিস্কার নিয়ে ধারাবাহিক টিউনের প্রথম পর্ব আজ প্রকাশ করছি।আসা করি নিয়মিত টিউন করে আপনাদের বিজ্ঞানের নানা মুখি কর্মকান্ডের সাথে আপডেট রাখতে পারবো।তাহলে কথা না বাড়িয়ে শুরু করছি আজকের বিজ্ঞান বিষয়ক টিউন।
প্রথমেই কম্পিউটার জগত দিয়ে শুরু করছি।সাম্প্রতিক বিজ্ঞানের আবিস্কারের মধ্য কম্পিউটার জগতে একটি সাড়া ফেলানো আবিস্কার Lip Reading Computer।যা মানুষের মুখের ঠোটের ভাষা পড়বে।শুধু তাই নয়,এটা আপনার কথা বলার ভাষা সনাক্ত করতে পারবে।মানে আপনি কোন ভাষায় কথা বলছেন তা এই কম্পিউটার আপনার ঠোটের চলন দেখে বলে দিতে সক্ষম।এটা যারা কথা বলতে পারে না এবং যাদের কথা শোনার মানে শ্রবন ক্ষমতা নেই তাদের বিশেষ উপকারে আসবে বলে ধারনা করা হচ্ছে।University of East Anglia(UEA) এর বিঞ্জানিগন এই কম্পিউটার আবিস্কার করেছেন।বর্তমানে এটি UEA এর কম্পিউটার সায়েন্স বিভাগের স্টিফেন কক্স এবং জ্যাক নিউম্যন এর তত্বাবধানে আছে।
এবার ইলেট্রনিক্স।সাম্প্রতিক বিজ্ঞানে ইলেক্ট্রনিক্স এর ক্ষেত্রে আবিস্কারের কোন শেষ নেই।বিশেষ করে চায়না বা জাপানের মত দেশ পৃথিবিতে থাকলে ইলেক্ট্রনিক্স এর বন্যা সবসময় থাকবেই।তারপরও আজ একটা আবিস্কারের কথা বলবো।যার নাম USB রিচার্জেবল ব্যটারি।
রিচার্জেবল ব্যটারির কথা আপনার মনে আছে?ছোটবেলায় গেমস খেলার জন্য রাতভর সার্কিটে ব্যটারি ভরে চার্জ দিতাম।তারপর সকালে উঠে খুলে নিয়ে গেমসে ঢুকিয়ে আবার খেলতাম।আজকের কম্পিউটার যুগে অনেকেই হয়তো ভিডিও গেমস চিনবেন না।যা হোক,এ সব ছাড়াও আপনার পেন্সিল ব্যাটারি কিনতে কিনতে হয়তো নাজেহাল অবস্থা।আর এই সব সমাধানের জন্য এল ইউএসবি রিচার্জেবল ব্যাটারি।শুধু আপনার কম্পিউটারে USB পোর্ট ব্যবহার করে আপনি এতে চার্জ দিতে পারেন।এর মাথার ক্যাপ এর মত অংশটি খুললে পাবেন USB চার্জ দেয়ার অংশ।আর একটি সবুজ রঙের বাতি থাকবে যা আপনার ব্যাটারির চার্জ সম্পুর্ন হওয়া নির্দেশ করবে।
আজ এ পর্যন্তই।আপনাদের সাড়া পেলে নিশ্চই আরো ভালো কিছু দিবো।সকলের মন্তব্য আশা করছি।টিউনটি পড়ার জন্য ধন্যবাদ।
এর প্রথম প্রকাশ BdNews2Day.Blogspot.Com
আমি rahat। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 48 টি টিউন ও 126 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালো কিছু দিতে চাই সব সময়।
Rahat ভাই, USB রিচার্জেবল ব্যটারি কোথায় পাওয়া যাবে এবং দাম কত হবে ।