ইন্টারনেটের কল্যানে ই বুক গুলো সহজলভ্য হয়ে উঠছে। প্রয়জনে পাওয়া যায় যেকোন বই। শুধু মাত্র বইয়ের নাম লিখে গুগলিং করলেই পাওয়া যায় কাঙ্খিত বইটি। বইটি ফ্রীতে পাওয়া গেলো তো ভালোই। কিন্তু একটু যে সব বই ফ্রিতে পাওয়া যায় না একটু বুদ্ধি খাটিয়ে গুগলকেই কাজে লাগিয়ে প্রিমিয়াম বইটি ইন্টারনেটের কোনা কানি থেকে বের করা যায় সহজেই। কিন্তু বাদ সাধে বইটি পড়া নিয়ে। পিসির সামনে তো বসে বসে পুরো বই আর পড়া যায় না। বোরিং লাগে। তাই কিছুক্ষন পড়ার পর যদি পেইজটাকে বইয়ের মত ভাঝ করে রেখে পরে আবার পড়া যেত, অনেক ভালো লাগত তাই না? আমাদের পিডিএফ রিডারে এ এসব সুবিদা পাওয়া যায় না।
মানুষের সুবিদার কথা চিন্তা করে Amazon তৈরি করল Kindle. যার মধ্যে বইয়ের হার্ড কপি পড়ার মতই মজা পাওয়া যায়। কিন্তু এখানে আরেক সমস্যা। Kindle এর আকাশচুম্বি দাম। তাই বলে কি আমরা Kindle এর স্বাদ নিব না? হ্যা Amazon নিজেই তৈরি করল "Kindle for PC" এ সম্পর্কে আরিফ নিজামি ভাইয়ের একটি সুন্দর টিউন রয়েছে। নিচের লিঙ্ক থেকে একটু অতিতে ফিরে গিয়ে দেখে আসুন তিনি কি লিখছেঃ
আশা করি বই পাগলাদের একটু হলে ও উপকারে আসবে আমার এ ক্ষুদ্র টিউন। ধন্যবাদ সবাইকে।
আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!
এখনই ডু_মেরে আসি, কেমন লাগে। ধন্যবাদ জাকির ভাই আপনার বরাবরের মত সুন্দর তিউনের জন্য।