রসায়ন নিয়ে আমার ভালোলাগার ২য় কিস্তি

রসায়ন নিয়ে আমার ১ম লেখায় অনেক সাড়া(!) পেয়ে ২য় কিস্তি লেখায় হাত দিলাম । জানি না আপনাদের সন্তুষ্ট করতে পারব নাকি তবে চেষ্টা করছি............
(1)আচ্ছা আপনারা কি আইসোটোপ, আইসোবার, আইসোটন এর নিয়ে কখনো প্যাচঁ লাগিয়েছেন? এবার আমরা এগুলো সহজে মনে রাখার উপায় দেখব আশা করি এটা দেখার পর জোর করেও ভুলতে পারবেন না...
দেখুন , আইসোটোপ এর শেষে "প" আছে, আইসোবার এর শেষে "বার" আছে R আইসোটন এর শেষে "ন" আছে অর্থাৎ আইসোটোপ এর ক্ষেত্রে প্রোটন সংখ্যা সমান, আইসোবার এর ক্ষেত্রে ভর সংখ্যা এবং আইসোটন এর ক্ষেত্রে নিউট্রন সংখ্যা সমান.... আশা করি বুঝতে পেরেছেন ।

(2)পর্যায় সারণীর প্রথম 22টি মৌল মনে রাখার উপায় -

H HeLi  Be B C  N      O      F  Ne  Na    Mg     Al Si   P
হায়  হেলি      বেবিকে    নিয়ে  ওখানকার  ফুল  নিয়ে  নাও  ম্যাকাইভার   আলসি  ফেলে
S   Cl    Ar K      Ca      Sc      Ti
সেই কালো  আর কমলা ক্যামেলিয়ায়  সাজাবো তোমায়
(অবশ্য এটি মনে রাখার চেয়ে মূল বিষয়টা মনে রাখা উচিত এবং সহজ)

(3) ধাতুর  সক্রিয়তা সিরিজ -
K Na Ca   Mg     Al  Zn Fe      Sn    Pb   H  Sb  Bi   As
কে   না   কে  ম্যাকাইভার  এল  যেন  ফিরে  সুস্মিতাকে  পাবে  হায়  সবই বিফলে আজ
Cu    Hg   Ag   Pt     Au
কাপুরুষ  হাবলু  আজি পেটাবে  আমায়

(4) উজ্জল ধাতু -
Ca Na  Mg     Ag   Al
কানা  ম্যাকাইভার  আগে   এল
(5)  নরম  ধাতু -
Pb Na  Ca  K
পাব   না   কেয়া  কে

(6) D ব্লকের মৌল -
Cu    Mn    Cr Co Fe Ni  Zn
কাজল  মার্সিটিজ কারে করে    ফেনী    যাবে
এরকম আরো কিছু জানতে পড়তে পারেন-

চলুন এবার সহজে প্রস্তুত করি সাবান (বোনাস হিসেব রসায়নের কিছু সহজ টিপস)

ইনশাআল্লাহ অতি শীঘ্রই ৩য় কিস্তি লিখব

রসায়ন নিয়ে আমার ভালোলাগার ১ম কিস্তি

রসায়ন নিয়ে আমার ভালোলাগা …(ছন্দের মাধ্যমে পর্যায় সারণী…সাথে অনেক কিছুই )

Level 0

আমি তরিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 143 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

চালিয়ে যান জটিল হয়েছে। ভাই জারণ বিজারণ নিয়ে পূর্ণাঙ্গ একটি পোস্ট চাই। বিক্রিয়া সহ ( বিশেষ করে ৯ম, ১০ম শ্রেণির জন্য প্রযোজ্য)

    Level 0

    ইন্‌শাআল্লাহ লিখবো ।

    yes.ata chay.kivabe H2+O2=H20 te porinito hoy shetao bolben.

Level 0

অারো সুন্দর জিনিস পোষ্ট করুন [জারন বিজারন নিয়ে লিখুন] অাজকেও ভালো হয়েছে,

    Level 0

    ট্রাই করবো লিখার জন্য……..

দারুণ ! 🙂
চালিয়ে যান ।

    Level 0

    স্যার আপনার অনুমতি না নিয়ে আপনার ১টা লেখার link দিয়েছি…কিছু মনে করেননিতো?
    R স্যার plz রসায়ন নিয়ে আপনি নিয়মিত লিখবেন , আমি গণিত নিয়েই থাকি

    কোন সমস্যা নাই চালিয়ে যান ।
    সাথেই আছি ।

জটিল হয়েছে। আমার কাছে রসায়ন টা একটু কঠিন লাগত, এক মাত্র পর্যায় সারণির জন্য। ধন্যবাদ। পরের টিউনের আশায় রইলাম।

    Level 0

    ধন্যবাদ …. ইনশাআল্লাহ অতি শীঘ্রই লিখবো

Level 0

এ ধরনের টিউন আগে পেলে ভাল হত।

    Level 0

    তাই নাকি !আগে পেলে কি করতেন?

ক্লাস IX-এ প্রথমদিকে ভাবতাম রসায়নকে যদি Optional Subject হিসেবে নেওয়া যেত…

এখন রসায়নকে নিয়েই ভাবতে হয়…

এই Tune-টিকে Series বানিয়ে ফেলুন…