রসায়ন নিয়ে আমার ভালোলাগা …(ছন্দের মাধ্যমে পর্যায় সারণী…সাথে অনেক কিছুই )

আজকে আমরা ছন্দের মাধ্যমে পর্যায় সারণী শিখবো । আমি জানি আপনারা সবাই জানেন..... তারপরও কিছু জিনিস কারো কাছে নতুন হতে পারে বিশেষ করে জারন - বিজারনের ব্যাপারটা আশা করি সবার ভালো লাগবে ।

গ্রুপ 1A-     H   Li   Na    K   Rb   Cs    Fr
হে    লি    না      কে    রুবি  সাজাবে  ফ্রান্সে
গ্রুপ 2A-    Be    Mg    Ca      Sr      Ba    Ra
বিধবা মায়ের  ক্যাডার   সন্তান  বাদশাহ  রহিম
অথবা        বিরিয়ানি  মোগলাই কাবাব সরিয়ে   বাটিতে   রাখ
অথবা          বিধবা   মহিলা      কা    সার      বাসনে রাধে
গ্রুপ 3A-    B     Al           Ga     In    Ti
বরুন   অল্পতেই      গেল   ইন্ডিয়া  তে
অথবা        বাংলাদেশ আওয়ামীলীগ  গেল   ইন্ডিয়া   ট্যুরে
গ্রুপ 4A -  C       Si       Ge      Sn    Pb
কলিকাতা সিটিতে   গেলে     সোনা  পাবে
অথবা         কাদঁলে   শার্ট       গেন্জি  স্যান্ডেল  পাবে
গ্রুপ 5A -   N    P    As     Sb     Bi
নাই    প্রিয়া    আজ   সবই   বিরহের
অথবা      না    ফিজ    আছে  আন্টির  বাসায়  (Sb-অ্যান্টিমনি)
অথবা     নাই    পারুল   আছে  সাবিনা  বিয়ান
গ্রুপ 6A -   O   S    Se    Te      Po
অফিস শেষে সেলিনা টেলিফোন পেল
অথবা       ও    এস   এস-ই  তে      পড়ে
নিষ্ক্রিয় ধাতু -    He    Ne    Ar   Kr    Xe    Rn
হে      না     আর   করিম  যাবে   রমনায়  (Xe-জেনন)

আচ্ছা এবার  একটু জারন-বিজারন নিয়ে সামান্য কিছু কথা বলি।
বলেন তো দেখি  জারক e- গ্রহন করে নাকি ত্যাগ করে? কি confused?
মনে রাখার জন্য -      জাগ্রত     বিদ্বান
জা-জারক  গ্র-গ্রহন   বি-বিজারক  দ্বান-দান
আশা করি এখন থেকে R ভুলবেন না ।
এবার  বলেন তো দেখি  কখন জারন বিক্রিয়া হয়? ইলেকট্রন ত্যাগ হলে নাকি গ্রহন হলে? আবার confused? মনে রাখবেন -জারন মানে ছাড়ন  অর্থাৎ  ইলেকট্রন ত্যাগ , বিজারন তার বিপরীত । আজ এ পর্যন্তই ।
রসায়ন নিয়ে আরো 2টি tune করার ইচ্ছে আছে ।

Level 0

আমি তরিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 143 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো 🙂 ধন্যবাদ।

    Level 0

    welcome……..জাকির ভাই

ভালো হয়েছে…

    Level 0

    ধন্যবাদ…….সাথে থাকবেন

Level 0

ধন্যবাদ ভাই আমার কাজে লাগবে।

    Level 0

    আপনার কাজে লাগবে শুনে খুব ভাল লাগছে………..

Level 0

I like it very much.carry on.share some thing like that on organic chemistry.

    Level 0

    আতিক ভাই আমার basic ততটা strong না,chemistry সর্ম্পকে খুব কম জানি, তবে চেষ্টা করব লিখার জন্য

Level 0

ভাই দয়া করে ০১৭১৩ ০৭৭৮৬৫ এই নাম্বারে একটি মিস please

    Level 0

    কেন ভাই…… হুমকি দিবেন নাকি :D;)

i was waiting for this

Level 0

ধন্যবাদ tarik_59 ভাই আশা করি এ ধরনের পোস্ট আরও করবেন।

Level 0

উপকারি জিনিস

    Level 0

    শুনে ভালো লাগলো

Level 0

দেখি চেষ্টা করব …… R সাইট টা শিক্ষার্থীদের অনেক উপকারে আসবে বলে মনে হয়

Level 0

ভাই খুব ভালো জিনিস দিয়েছেন .অাপনাকে ধন্যবাদ

    Level 0

    আপনাকেও ধন্যবাদ

এটা নিয়ে টিউন করার ইচ্ছে ছিল কিন্তু কেন যেন করা হয় নাই । ধন্যবাদ আপনি করাতে । নীচের কয়েকটা যোগ করা যায় কি ?
গ্রুপ ১ এ – হ্যাঁ লিনাকে রুবি ছুঁয়ে ফেলেছে ।
গ্রুপ ২এ – বিরানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখা ।
গ্রুপ ৩এ – বাড়ি ওয়ালি গেছে ইন্ডিয়াতে ।
গ্রুপ ৫এ – না পার আস সবাই বিকেলে ।
গ্রপ ৬এ – ফূলের কলিতে ভ্রমর আইল আহারে ।
গ্রুপ ৭বি – মনিটাকে রেখো ভাই ।
C,Si,Ge,Sn,Pb – কাল সিলেট গেলে সিরনি পাবে ।
Happy Henry Likes Beer But Could Not Obtain Food = H,He,Li,Be,B,C,N,O,F

https://www.techtunes.io/sci-tech/tune-id/51568/

    Level 0

    স্যার এই topic নিয়ে লেখার যোগ্য আপনি…..কেননা আপনি chemistry এর teacher…. অবশ্যই add করা যায়, 2A টা অবশ্য লিখেছি, স্যার মনে হয় খেয়াল করেন নি R স্যার রসায়ন নিয়ে আরো 2টা tune করার ইচ্ছে আছে……

সরাসরি প্রিয়তে নিলাম বস । জটিল হইছে ।

    Level 0

    আপনাকে অনেক ধন্যবাদ

অনেকের উপকারে আসবে বিশেষ করে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে তাদের। অনেক আগে পড়েছিলাম এইসব আবার ঝালাই করে নিলাম। জারন-বিজারন নিয়ে একটু বলতে চাই

ক) ১. জারণ (ইলেকট্রন ছাড়ন) ২. বিজারন (ইলেকট্রন গ্রহণ)

খ) ৪. বিজারক (যে ইলেকট্রন দেয়) ৩. জারক (যে ইলেকট্রন গ্রহণ করে)

গ) ৫. জারিত ( ইলেকট্রন দিয়ে যা হয়) ৬. বিজারিত ( ইলেকট্রন নিয়ে যা হয়)

তিনটা স্টেপ ক,খ,গ যখনই উপার থেকে নিচে নামবেন জ দিয়ে শুরু হবে ( নম্বর অনুসরণ করুন )

ধন্যবাদ

বিঃদ্রঃ ভুল ত্রুটি হলে ধরিয়ে দিয়েন। বহুদিন এসবের সাথে যোগাযোগ নাই। তারপর ও পুরানো সৃতি মনে পরে গেলো বলে লিখলাম….

    Level 0

    না ঠিক আছে ….. আপনার কাছ থেকেও লেখা এরকম লেখা আশা করছি

ধন্যবাদ… আমার কাজে লেগেছে, আশা করি রসায়ন বিষয়ক পরবর্তী টিউনগুলো শীঘ্রই করবেন…

    Level 0

    ইন্‌শাআল্লাহ শীঘ্রই করব

WOW!ajke amar porjjay saroni pora chilo.Jak valoy holo ata peye.boier ta deke mone korchi ata jibone parbo na kintu akhon mone hoy parbo.asa kori future a apnar help pabo chemistry kono problem hole.class 9-10.hiihhihi.

    Level 0

    kono prob hole janabe ……… somossa nai

আমার কাজে লাগবে…. 🙂

    Level 0

    শুনে ভালো লাগলো ……….thanx

boss oxidation somporke aro exaple dile valo hoto………

Level 0

Very nice! Thank you for this.

Level 2

ভাই অনেক সুন্দর