আজকে আমরা ছন্দের মাধ্যমে পর্যায় সারণী শিখবো । আমি জানি আপনারা সবাই জানেন..... তারপরও কিছু জিনিস কারো কাছে নতুন হতে পারে বিশেষ করে জারন - বিজারনের ব্যাপারটা আশা করি সবার ভালো লাগবে ।
গ্রুপ 1A- H Li Na K Rb Cs Fr
হে লি না কে রুবি সাজাবে ফ্রান্সে
গ্রুপ 2A- Be Mg Ca Sr Ba Ra
বিধবা মায়ের ক্যাডার সন্তান বাদশাহ রহিম
অথবা বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখ
অথবা বিধবা মহিলা কা সার বাসনে রাধে
গ্রুপ 3A- B Al Ga In Ti
বরুন অল্পতেই গেল ইন্ডিয়া তে
অথবা বাংলাদেশ আওয়ামীলীগ গেল ইন্ডিয়া ট্যুরে
গ্রুপ 4A - C Si Ge Sn Pb
কলিকাতা সিটিতে গেলে সোনা পাবে
অথবা কাদঁলে শার্ট গেন্জি স্যান্ডেল পাবে
গ্রুপ 5A - N P As Sb Bi
নাই প্রিয়া আজ সবই বিরহের
অথবা না ফিজ আছে আন্টির বাসায় (Sb-অ্যান্টিমনি)
অথবা নাই পারুল আছে সাবিনা বিয়ান
গ্রুপ 6A - O S Se Te Po
অফিস শেষে সেলিনা টেলিফোন পেল
অথবা ও এস এস-ই তে পড়ে
নিষ্ক্রিয় ধাতু - He Ne Ar Kr Xe Rn
হে না আর করিম যাবে রমনায় (Xe-জেনন)
আচ্ছা এবার একটু জারন-বিজারন নিয়ে সামান্য কিছু কথা বলি।
বলেন তো দেখি জারক e- গ্রহন করে নাকি ত্যাগ করে? কি confused?
মনে রাখার জন্য - জাগ্রত বিদ্বান
জা-জারক গ্র-গ্রহন বি-বিজারক দ্বান-দান
আশা করি এখন থেকে R ভুলবেন না ।
এবার বলেন তো দেখি কখন জারন বিক্রিয়া হয়? ইলেকট্রন ত্যাগ হলে নাকি গ্রহন হলে? আবার confused? মনে রাখবেন -জারন মানে ছাড়ন অর্থাৎ ইলেকট্রন ত্যাগ , বিজারন তার বিপরীত । আজ এ পর্যন্তই ।
রসায়ন নিয়ে আরো 2টি tune করার ইচ্ছে আছে ।
আমি তরিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 143 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালো 🙂 ধন্যবাদ।