কাল থেকেই শুনে আসছিলাম যে সূর্যগ্রহন দেখা যাবে বাংলাদেশ থেকে। সকাল ৭টা বেজে ৫৬ মিনিটে শুরু হওয়ার কথা ছিল শতাব্দীর এই শেষ গ্রহন। তবে মনে মনে আক্ষেপ ছিল যে আমি দেখতে পারব না। কারণ ৮টা বাজে ক্লাস। যখন সূর্যগ্রহন শুরু হয় তখন আমি মহাখালিতে বাসে। হঠাৎ যেন পরিবেশ আঁধার হয়ে গেল আর শান্ত একটা ভাব চলে আসল। বুঝতে পারলাম গ্রহন লেগেছে। মনের মধ্যে খচ খচ চলতে থাকল, দেখা হল না আর। কিন্তু কিসের কি? ক্যাম্পাসের সামনে আসা মাত্রই দেখি আমার দোস্ত বিড়ির দোকানের সামনে ক্যামেরা আর ফিল্ম নিয়া রেডী। বলে চল দোস্ত ছাদে, ১০ মিনিটের ব্যাপার। তবে আমি বললাম সে ত দেখা যাবে পঞ্চগড়ে এইখানে বোঝা যাবে না। ও আমাকে বলল যতটুকু দেখা যায় দেখব। ব্যাস দুই দোস্ত গেলাম, দেখলাম এই স্বর্গীয় ঘটনা।
আমার পাগলা দোস্ত ডিজিটাল ক্যামেরা দিয়ে ধুমাধুম কয়েকটা স্ন্যাপ নিয়ে নিল। যেগুলো কিছুক্ষন আগে ফেসবুকে আপ হয়েছে। ভাবলাম আমার টিউনার বন্ধুদের সাথে শেয়ার করি।
আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...
ভালো ভালো!