(১)২ এর সকল অঋনাত্নক ঘাতের যোগফল
মনে করি ২ এর সকল অঋনাত্নক ঘাতের যোগফল x
x = 2^0+2^1+2^2+2^3+……………….
= 1+2+4+8+…………….. (1)
2x = 2+4+8+16+…………… (2)
(2) নং থেকে(1) নং বিয়োগ করে পাই
2x-x= (2+4+8+16………..)-(1+2+4+8+……..)
x = -1
1+2+4+8+16+…………. = -1
হায় হায় ইহা আমি কি দেখিলাম !!!!!!!!!!!!!!
(২) ধনাত্নক পূর্ণ সংখ্যার যোগফল ঋনাত্নক
মনে করি S= 1+2+3+4+...................
A=1-2+3-4+................
তাহলে S+A=(1+1)+(2-2)+(3+3)+(4-4)+...........
=2+6+10+14+.......
=2+(2+4)+(2+8)+(2+12)+..........
=(2+2+2+2+.......)+(4+8+12+.........)
=(2+2+2+2+.......)+4(1+2+3+.......)
=(2+2+2+2+.......)+4S (1)
এবং S-A =(1-1)+(2+2)+(3-3)+(4+4)
=4+8+12+16+..........
=4(1+2+3+4+..........)
=4S (2)
(1) ও (2) নং যোগ করে পাই
2S = 8S+ (2+2+2+2+.......)
বা, 6S = - (2+2+2+2+.......)
S = - (1/6) (2+2+2+2+.......)
ডানদিকের রাশি নিঃসন্দেহে ঋনাত্নক .....
অর্থাৎ সকল ধনাত্নক পূর্ণ সংখ্যার যোগফল ঋনাত্নক !!!!!!!!!!!!!!!!!!
কেন এমন হলো তা না হয় R একদিন বলব
আচ্ছা এবার একটি সহজ প্রশ্ন
A= R-{2,3,4}
B= R-{4,5}
AUB=? (U=union)
AnB=? (n=intersection)
A-B=?
সবাই অন্তত সহজ প্রশ্নের উত্তর দিলে খুশি হব
আমি তরিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 143 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ব্যাপক মজা পেলাম!!!