মঙ্গলের বুকে ফাটল

mars

বিঙ্গানের উন্নতির ফলে বিঙ্গানীরা পৃথিবীর বাইরে বিভিন্ন গ্রহ উপগ্রহ ও নক্ষত্র আবিস্কার করতে সক্ষম হয়েছে । বিঙ্গানীদের আবিস্কৃত গ্রহের অন্যতম গ্রহ হচ্ছে মঙ্গল গ্রহ । মঙ্গলে গ্রহের বুকে ফাটল দেখা দিয়েছে এমন তথ্য প্রকাশ করেছে ইউরোপীয় মহাকাশ সংস্থা ও ইউএসএ'র মহাকাশ যান ।ইসিডিস ও ইমপ্যাক্ট বেসিনের কাছে নিলি ফোসা এলাকায় ফাটল পাওয়া গিয়েছে । বিষয়টি আগে থেকে জানা ছিলবিঙ্গানের উন্নতির ফলে বিঙ্গানীরা পৃথিবীর বাইরে বিভিন্ন গ্রহ উপগ্রহ ও নক্ষত্র আবিস্কার করতে সক্ষম হয়েছে । বিঙ্গানীদের আবিস্কৃত গ্রহের অন্যতম গ্রহ হচ্ছে মঙ্গল গ্রহ । মঙ্গলে গ্রহের বুকে ফাটল দেখা দিয়েছে এমন তথ্য প্রকাশ করেছে ইউরোপীয় মহাকাশ সংস্থা ও  ইউএসএ'র মহাকাশ যান ।ইসিডিস ও ইমপ্যাক্ট বেসিনের কাছে নিলি ফোসা এলাকায় ফাটল পাওয়া গিয়েছে । বিষয়টি আগে থেকে জানা ছিল জ্যোতির্বিদদের । অনেকেই মনে করে মঙ্গল গ্রহে এক সময় পানি ছিল,তাদের পক্ষেই কাজ করবে এই ফাটল ।  মঙ্গল গ্রহকে কেন্দ্র করে অনেক আগে থেকে চলে আসছে তর্ক বিতর্ক । এই গ্রহে প্রানের অস্তিত্ব ছিল কিনা  কিংবা এখনও প্রানের অস্তিত্ব আছে কিনা তা নিয়ে চলছে বিঙ্গানীদের তর্ক বিতর্ক ।জীবনের সবচেয়ে প্রয়োজনীয় উপাদান মঙ্গলগ্রহে আছে কিনা তা নিয়ে অনেক দিন ধরেই গবেষনা চালিয়ে আসছে গ্রহ বিঙ্গানীরা । পানির অস্তিত্বের সন্ধান না পেলেও বিঙ্গানীরা এমন কিছু ছবি তুলতে সক্ষম হয়েছেন যাতে কিছুটা ইঙ্গিত পাওয়া যায় হয়ত কোন এক সময় এই গ্রহে পানির অস্তিত্ব ছিল । মহাকাশ যান মার্স এস্কপ্রেসের তুলা কিছু ছবিতে ধরা পড়ে ফাটলের বিষয়টি । ডান দিকের ফাটলের ব্যস ১২ কিলোমিটার ।  বাম দিকের দিকের ব্যসটির আয়তন সাড়ে তিন কিলোমিটার । নিলি ফোসায় পানিপ্রবাহ ও ভুমিক্ষয়ের কারনে ফাটল দেখা দিয়েছে বলে ধারনা করছে বিঙ্গানীগন । নিলি ফোসা এলাকায় মিথের রয়েছে এমন কথাও বলছে বিঙ্গানীরা । বিঙ্গানীরা মনে করছেন হয়ত সেখানে এখনও মিথেন গ্যস উত্‍পাদন হচ্ছে । এটি আমার প্রথম টিউন তাই ভুল হলে ক্ষমা করে দিবেন । টিউনটি কষ্ট করে পড়ার জন্য সবাইকে ধন্যবাদ । জ্যোতির্বিদদের । অনেকেই মনে করে মঙ্গল গ্রহে এক সময় পানি ছিল,তাদের পক্ষেই কাজ করবে এই ফাটল । মঙ্গল গ্রহকে কেন্দ্র করে অনেক আগে থেকে চলে আসছে তর্ক বিতর্ক । এই গ্রহে প্রানের অস্তিত্ব ছিল কিনা কিংবা এখনও প্রানের অস্তিত্ব আছে কিনা তা নিয়ে চলছে বিঙ্গানীদের তর্ক বিতর্ক ।জীবনের সবচেয়ে প্রয়োজনীয় উপাদান মঙ্গলগ্রহে আছে কিনা তা নিয়ে অনেক দিন ধরেই গবেষনা চালিয়ে আসছে গ্রহ বিঙ্গানীরা । পানির অস্তিত্বের সন্ধান না পেলেও বিঙ্গানীরা এমন কিছু ছবি তুলতে সক্ষম হয়েছেন যাতে কিছুটা ইঙ্গিত পাওয়া যায় হয়ত কোন এক সময় এই গ্রহে পানির অস্তিত্ব ছিল । মহাকাশ যান মার্স এস্কপ্রেসের তুলা কিছু ছবিতে ধরা পড়ে ফাটলের বিষয়টি । ডান দিকের ফাটলের ব্যস ১২ কিলোমিটার । বাম দিকের দিকের ব্যসটির আয়তন সাড়ে তিন কিলোমিটার । নিলি ফোসায় পানিপ্রবাহ ও ভুমিক্ষয়ের কারনে ফাটল দেখা দিয়েছে বলে ধারনা করছে বিঙ্গানীগন । নিলি ফোসা এলাকায় মিথের রয়েছে এমন কথাও বলছে বিঙ্গানীরা । বিঙ্গানীরা মনে করছেন হয়ত সেখানে এখনও মিথেন গ্যস উত্‍পাদন হচ্ছে । এটি আমার প্রথম টিউন তাই ভুল হলে ক্ষমা করে দিবেন । টিউনটি কষ্ট করে পড়ার জন্য সবাইকে ধন্যবাদ ।

Level 0

আমি champ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 203 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টিউনটি কষ্ট করে পড়িনি জানার আগ্রহ নিয়ে পড়েছি
ধন্যবাদ

    Level 0

    আপনাকেই ধন্যবাদ

ছবিসহ হলে ভাল হত। তবুও ধন্যবাদ শেয়ার করার জন্য।

    Level 0

    আগামিতে চেষ্টা করব ছবি সহ পোষ্ট দিতে ।

আপনাকে অনেক ধন্যবাদ

    Level 0

    আপনাকেও অনেক ধন্যবাদ