ভিডিও কনফারেন্সিং কী? জনপ্রিয় ৫ টি ভিডিও কনফারেন্সিং অ্যাপস

বর্তমান আধুনিক তথ্য ও প্রযুক্তির যুগে ভিডিও কনফারেন্সিং সিস্টেম আমাদের জীবনকে আরও আনন্দ ও গতিময় করে তুলেছে। এর মাধ্যমে সহজেই পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে প্রয়োজনীয় মানুষের সাথে ভিডিওর মাধ্যমে কথা বলা যায়৷

ভিডিও কনফারেন্স বলতে কি বুঝায়

ভিডিও কনফারেন্স হচ্ছে, যেটি ব্যবহার করে স্ক্রিনের সামনে সকলে একত্রিত হয়ে একে অপরের সাথে কথা বলা হয় এবং একে অপরের মুখ বা চেহারা দেখতে পারে। ভিডিও কনফারেন্সিং মুলত একটি গ্রুপ মিটিং। দেশে বা বিদেশে একসাথে অনেক মানুষ এই কনফারেন্সের মাধ্যমে একত্রিত হয়ে কথা বলে। বর্তমানে এই প্রযুক্তিটি ব্যাপকভাবে ব্যাবহৃত হচ্ছে। বিজনেসম্যান থেকে শুরু করে শ্রেণি কক্ষের ক্লাস নিতেও ভিডিও কনফারেন্স সিস্টেম ব্যবহার করা হচ্ছে।

ভিডিও কনফারেন্স সিস্টেমের সুবিধাগুলো

মুহুর্তের মধ্যেই পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে চাইলে অনেকে একসাথে যুক্ত হতে পারেন। তুলনামূলকভাবে খরচ অনেক কম এবং কোথাও যাতায়াতের প্রয়োজন হয় না। সময়ের অপচয় রোধ করা যায়। ঘরে বসেই চিকিৎসা সেবাও গ্রহণ করা যায়।

ভিডিও কনফারেন্সিং এর জন্য জনপ্রিয় অ্যাপসগুলো কি কি

ভিডিও কনফারেন্স এর জন্য বর্তমানে অনেক জনপ্রিয় অ্যাপস রয়েছে। যেগুলো ব্যবহার করে সহজেই ভিডিও কনফারেন্সিং করা যায়। নিচে এমন শীর্ষ ১০ টি অ্যাপ নিয়ে আলোচনা করা হলো।

১. জুম মিটিং

এটি ভিডিও কনফারেন্স এর জন্য একটি অন্যতম জনপ্রিয় অ্যাপস। একসাথে অনেক মানুষ জুম মিটিংয়ে অংশগ্রহণ করতে পারে। বিনামুল্যে এটিতে অ্যাকাউন্ট খুলে চালানো যায়। বাংলাদেশে ভিডিও কনফারেন্সিংয়ের মধ্যে জুম অ্যাপটি অত্যন্ত জনপ্রিয়। ফ্রি অপশনে জুম মিটিংয়ে থাকলে ৪০ মিনিট ব্যাপ্তি করা যায়। আর প্রিমিয়াম ব্যবহার করলে টাইম লিমিট থাকেনা।

২.স্কাইপ অ্যাপ

স্কাইপ হচ্ছে একটি বহুল পরিচিত অ্যাপস। এই অ্যাপটি সম্পর্কে প্রায় সবাই আমরা অবগত। বর্তমান সময়ে স্কাইপ অ্যাপটি ভিডিও কনফারেন্স কলের জন্য বেশ জনপ্রিয়। শুরুতে মাত্র ২৫ জন নিয়ে ভিডিও কনফারেন্স করা যেতো। কিন্তু ২০১৯ সালের পর ৫০ জন মানুষ এই অ্যাপটি ব্যবহার করে ভিডিও কনফারেন্স কল করতে পারেন।

৩. মাইক্রোসফট টিমস অ্যাপ

এটি এমন একটি অ্যাপস, যা ব্যবহার করে আপনি আপনার বন্ধুদের সাথে ভিডিও, অডিও এবং চ্যাটিং করতে পারবেন। ওয়েব যোগাযোগ করার জন্য এটি একটি শক্তিশালী অ্যাপস৷ এই অ্যাপস ব্যবহার করে মিটিং গুলো চাইলে রেকর্ড করে রাখতে পারবেন এবং বিন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন। মাইক্রোসফট টিমস এর সকল সুযোগ সুবিধা উপভোগ করতে আপনাকে ৩৫৬ দিনের প্রিমিয়াম প্যাক ব্যবহার করতে হবে।

৪. জিতসি মিট অ্যাপ

বর্তমানে জিতসি মিট হচ্ছে ভিডিও কনফারেন্স করার জন্য সেরা একটি অ্যাপস। এর ফিচার গুলো ১০০% ফ্রি এবং ওপেন সোর্স সম্বলিত। ভিডিও কনফারেন্সিংয়ের জন্য এই অ্যাপস প্রদত্ত সার্ভার রয়েছে৷ কিন্তু ইউজাররা যদি চান তাহলে নিজেদের সার্ভারে ভিডিও কনফারেন্স হোস্ট করতে পারবেন।

পূর্বে এটিতে একসাথে ১০০ জন কনফারেন্স করতে পারলেও এখন ৭৫ জন একসাথে যুক্ত হতে পারবেন। এছাড়া এই অ্যাপটিতে রয়েছে নিজের স্ক্রিন শেয়ার করার সুবিধা। ভিডিও কনফারেন্স করার পরে সেভ করা যায়। এছাড়া চাইলে ইউটিউবে স্টিমিং অথবা ডাউনলোড করার সুবিধা তো থাকছেই।

৫. সিস্কো ওয়েবেক্স অ্যাপস

জুম অ্যাপ এবং মাইক্রোসফট টমস এর মতোই কাজ করে সিস্কো ওয়েবেক্স অ্যাপটি। এটিও সুযোগ সুবিধা সম্বলিত একটি ভিডিও কনফারেন্সিং অ্যাপ। মুল্যবান এন্টারপ্রাইজ পণ্যগুলোর সাথে সিস্কো ওয়েবেক্স কম্পানিটি যুক্ত৷

বহুল ফিচার যুক্ত এই অ্যাপসটি মূলত বড় আকারের সংস্থাগুলোর জন্য সেবা প্রদান করে থাকে। কিন্তু আপনি যদি ছোট প্রতিষ্ঠানের কাজে এটি ব্যবহার করতে চান তাহলে বিনামূল্যে অ্যাপসটি ব্যবহার করতে পারবেন।

ফ্রি অ্যাকাউন্ট করে ১ জিবি পর্যন্ত ক্লাউড স্টোরেজ ব্যবহার করতে পারবেন। এছাড়া একসাথে ১০০ জন যুক্ত হয়ে ভিডিও কনফারেন্সিং করতে পারবেন। নির্দিষ্ট কোনো সময়সীমা এতে দেয়া নেই। এছাড়া স্ক্রিন রেকর্ড করা, শেয়ার করার সুবিধাও এতে রয়েছে৷

পরিশেষে

উপরে উল্লিখিত ভিডিও কনফারেন্স অ্যাপসগুলো ছাড়াও আরও বেশ কিছু অ্যাপস রয়েছে। যেগুলো ব্যবহার করে কনফারেন্স কল করা যায়। আজকে আলোচনা এই পর্যন্তই। আশাকরি আজকের লেখা আপনাদের ভালো লেগেছে।

Level 0

আমি মেহেদী হাসান শাওন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস