গণিত -৩ (বিরক্তিকর তবে ধৈর্য নিয়ে পড়লে আশা করি খারাপ লাগবে না ।)

আজকে কথা বলব একেবারে ছোটদের বিষয় নিয়ে............
আজকে আমি হর,লব,ভগ্নাংশ নিয়ে কথা বলব।
অধিকাংশ মানুষের হর ও লব সম্পর্কে সঠিক basic জানা নাই।
হর ও লব সম্পর্কে আমাদের ধারণা কেবল উপর নীচের ব্যাপারে, এর সম্পর্কে সঠিকভাবে জানলে ভগ্নাংশ বুঝা সহজ হবে।
প্রথমেই একগাদা নীরস(!)সংজ্গা................
হর(Denominator):কোন বস্তুকে যতগুলো অংশে বিভক্ত করা হয়,সেই বিভক্তকারী অংশগুলির সমষ্টিকে ঐ বস্তুর হর বলে।
লব(Numerator):হর হতে সংগৃহীত অংশকে লব বলে।
ভগ্নাংশ(Fraction): হর ও লবের দ্বারা সৃষ্ট সংখ্যাকে সরল আকারে প্রকাশ করলে যদি দশমিক পাওয়া যায় তবে হর ও লব দ্বারা সৃষ্ট সংখ্যাকে ভগ্নাংশ বলে।
ভগ্নাংশ দুই প্রকার। যথা-
ক)প্রকৃত ভগ্নাংশ
খ)অপ্রকৃত ভগ্নাংশ

ক)প্রকৃত ভগ্নাংশ(Proper Fraction): যে ভগ্নাংশের হর বড় এবং লব ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে।
খ)অপ্রকৃত ভগ্নাংশ(Improper Fraction): যে ভগ্নাংশের হর ছোট এবং লব বড় তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে।
বাবারে অনেক হয়েছে এখন ব্যাপারটা একটু বোধগম্য করার চেষ্টা করি.........
আমি যদি কোন রুটিকে ৮টি অংশে বিভক্ত করি তাহলে এই বস্তুর হর হবে ৮
এরপর এ থেকে যদি আমি ৩টি রুটির টুকরো নেই তাহলে এই বস্তুর লব হবে ৩
একে প্রকাশ করা হয় ৩/৮
বুঝা গেল ব্যাপারটা :)B-)
আচ্ছা ৮টি থেকে ৯টি নেয়া কি সম্ভব?অবশ্যই না।
এজন্য হর ছোট এবং লব বড় হলে তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে।অন্যথায় প্রকৃত ভগ্নাংশ..............
আশা করি এখন থেকে আর প্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশ নিয়ে confused হবা না।

ভগ্নাংশের ক্ষেত্রে হর ও লবের দ্বারা সৃষ্ট সংখ্যাকে সরল আকারে প্রকাশ করলে যদি দশমিক পাওয়া না যায়, সেক্ষেত্রে তাকে ভগ্নাংশ বলা যাবে না। যেমন-
৮/২,২০/৪, ৭/৭ ইত্যাদি
এখন প্রশ্ন হলো দশমিক কি? থাক সে প্রশ্নের উত্তর অন্য একদিন দিব।

Level 0

আমি তরিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 143 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

শুভ সকাল। 🙂

Level 0

কিসের শুভ সকাল।
এটা টেকটিউনস।গনিতের স্কুল নয়

    Level 0

    কিসের শুভ সকাল। এটা টেকটিউনস। গনিতের স্কুল নয় ? @A Hasan, আজকের এই কমপিউটার কিনতু গনিত থেকেই এসেছে ।যা হল Logical Mathematics । আপনি হয়তো জানেন না তাই এমন কথা বললেন? Tarik_59 ভাই , যে যাই বলুক আপনি এগিয়ে যাবেন এটাই আমাদের আশা। ধন্যবাদ ।

    Level 0

    insaallah apnar asa puron korar chesta korbo @ momo

    আমাদের শিক্ষক ভাই শুধু হাসিই দিলেন। কিছু বললেন না ? মনে হয় শিক্ষার্থীদের জন্য বেশ কাজে দিবে। ধন্যবাদ ।

we want more, i want a website of this calculation….provide me if there any available website….

ভাই।জানানোর জন্য আপনাকে অনেক thnx 🙂 ভাই আপনি আমাদের আর পরে আরো বড় বড় জিনিস শিখাবেন আশা করি।আমি কমার্স এর student.কমার্স এর একঘেয়েমি পড়া লেখা থেকে এই গনিত আমাকে বাচিয়েছিল।গনিত কে ভালোবাসি।আরো জানতে চাই।

    Level 0

    try korbo…….. sathe thakben

Level 0

I SAID, THIS IS N'T MATH SCHOOK.
THIS IS A TECHNOLOGY SITE.

    ভাই, ম্যাথ যে টেকনলজির বাইরের জিনিস, সেইটা আপনার কমেন্ট না দেখলে আমাদের অজানাই থেকে যেত । 😀 মজা পাইলাম 😀

    Level 0

    আরে ভাই আমিও জানতাম না… টিউমেন্টারকে অনেক অনেক ধন্যবাদ বিষয়টি সবার সামনে তুলে ধরার জন্য…! আরে ভাই এতদিন কোথায় ছিলেন। আমিতো আপনার কমেন্টর আশায়ই বসে ছিলাম…!!! 😆

তারেক ভাই, আপনি মনে হয় সাইট টা দেখেছেন। সফটওয়ার মেলায় (2011) selected project গুলার মধ্যে এই সাইট টা ছিল একটা। http://www.gonitpathshala.org/ আপনার কাজে লাগবে। সুন্দর হছেছ। চালিয়ে যান।

    Level 0

    thanx shawon bhai……… website ta asolei onek josh…………

তারেক ভাই, আপনি মনে হয় সাইট টা দেখেছেন। সফটওয়ার মেলায় (2011) সিলেক্টেড প্রজেক্ট গুলার মধ্যে এইটা ছিল একটা । http://www.gonitpathshala.org/ সুন্দর হছেছ। চালিয়ে যান।

Level 0

খুব ভাল লেগেছে।নিয়মিত করুন।

    Level 0

    thanx……. insaallah try korbo

Level 0

দয়া করে নিয়মিত করবেন না

Level 0

দশমিকের ব্যবহার কি ভারতে প্রথম শুরু হয়? জানার অপেক্ষায় রইলাম… ধন্যবাদ টিউনের জন্য…

    Level 0

    hmm….. first india te suru hoe…….. china ra jeta suru korecilo oita thik decimal chilo na……..

Level 0

kamon jani laglo ……….

ভাল লাগল পোষ্ট টি