আজকে আমি কথা বলব বর্গ নিয়ে.......................... আমি জানি অনেকেই ব্যাপারগুলো আগে থেকেই জানেন তবে বর্গ-২ তে আমার ভালোলাগা কিছু share করব। আজকে আমরা দেখব কিভাবে ১০০ এর কাছাকাছি এবং ৫০ এর কাছাকাছি সংখ্যার বর্গ করতে হয় । (১০৪)^২=১০৮১৬
(১০৬)^২=১১২৩৬
কি করতে হয় এবার বলি.................. যে ঘটনাটা ঘটে তা আবার ঘটাব যেমন ১০৪ হল ১০০ থেকে ৪ বেশি তাহলে আরও ৪ বাড়াব তাহলে লিখে ফেলি ১০৮ তারপর যত বেশি তত এর বর্গ মানে ৪ এর বর্গ ১৬ তাহলে ১০৪ এর বর্গ দাড়ায় ১০৮১৬ ১০৬ এর বর্গটা আশা করি আপনারা নিজেই বুঝতে পেরেছেন । আচ্ছা যদি ১১২ হয় তাহলে? একই নিয়ম- প্রথমে ১১২ এর সাথে ১২ যোগ করি হল ১২৪ তারপর ১২ এর বর্গ ১৪৪ এর ১ ১২৪ এর সাথে যোগ করলে হয় ১২৫ সাথে ৪৪ বসিয়ে দেই কেল্লা ফতে (১১২)^২=১২৫৪৪
১০০ এর থেকে কমের ক্ষেত্রে একই ব্যাপার ............... (৯৬)^২=৯২১৬ ৯৬ হল ১০০ থেকে ৪ কম তাহলে আরও ৪ কমাব তাহলে লিখে ফেলি ৯২ তারপর যত কম তত এর বর্গ মানে ৪ এর বর্গ ১৬ তাহলে ১০৪ এর বর্গ দাড়ায় ৯২১৬ আমার মনে হয় ব্যাপারটা আমি বুঝাতে পারি নাই... তাও যদি কেউ বুঝে থাকেন পুরো কৃতিত্ব তার এখন আমরা দেখব কিভাবে ৫০ এর কাছাকাছি সংখ্যার বর্গ করতে হয় । (৪৬)^২=২১১৬ পুরো ব্যাপারটা ১০০ এর মতই এক্ষেত্রে ২৫থেকে কমাব বা বাড়াব ..... বাকিটা আপনারা বুঝে নেন । কেউ যদি না বুঝে থাকেন তাহলে জানাবেন । আচ্ছা কেন এটা কাজ করে সময় থকলে চিন্তা করবেন ।
আমি তরিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 143 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুব ভাল লিখেছেন ।