গুগল L.Lc হচ্ছে একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান। এটি বিশেষ করে বিভিন্ন ইন্টারনেট ভিত্তিক সেবা প্রদান করে থাকে।
গুগল বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন। এর সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী সার্চ ইঞ্জিন গুলো এর জনপ্রিয়তার ধারের কাছেও নেই। কিন্তু এমন চারটি দেশ রয়েছে যেখানে গুগলের কোন আধিপত্য নেই। অর্থাৎ এই চারটি দেশ প্রমাণ করে দিয়েছে যে গুগলের বিকল্প সম্ভব। তাহলে চলুন এই তথ্য নির্ভর ব্লগ টির মাধ্যমে এই চারটি দেশ সম্পর্কে জেনে নেই।
1. চীনঃ চীন সবসময় নিজেস্বতায় বিশ্বাসী। অনেক আগে থেকেই গুগল, বিং, ইয়াহু ও অন্যান্য সার্চ ইঞ্জিনে চীনা নাগরিকদের জন্য প্রবেশযোগ্য নয়। এমনকি ফেসবুক টুইটার ও ইউটুবের মতো সামাজিক মাধ্যমগুলোও নিষিদ্ধ। তাহলে চিনা নাগরিকরা ইন্টারনেট সার্ফ করার জন্য কি ব্যবহার করে?
মূলত চিনা ইন্টারনেট ইউজাররা সার্চ ইঞ্জিন হিসাবে baidu এবং sagou ব্যবহার করে। চীনের সার্চ ইঞ্জিন মার্কেটে 69.55% দখল করে রেখেছে baidu এবং sagou এর দখলে রয়েছে 16.81%। গুগল চীনে সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ নয়। চীনের ২টি বিশেষ রাজ্য হংকং এবং ম্যাকাওয়ে গুগল স্বাভাবিক ভাবে পাওয়া যায়।
2. উত্তর কোরিয়াঃ উত্তর কোরিয়া সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন। তাই এখানে গুগল নিষিদ্ধ হওয়াটা স্বাভাবিক। উত্তর কোরিয়া চীনের মতো উন্নত না হওয়ায় তাদের নিজেস্ব কোন সার্চ ইঞ্জিন নেই। তবে তারা চীনের বাইদু ব্যবহার করে থাকে। মূলত রাজনৈতিক কারণে উত্তর কোরিয়ায় সব রকমের সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ।
3. দক্ষীণ কোরিয়াঃ উত্তর কোরিয়া ও চীনের ব্যাপারটা প্রায় সবাই কমবেশি জানে। কিন্তু দক্ষিণ কোরিয়ায় বিশ্বের সবচেয়ে দ্রুত গতির ইন্টারনেট ব্যবস্থা থাকা সত্ত্বেও তাদের নাগরিকরা গুগল ব্যবহার করে না। তারা বরং নাভার ব্যবহার করে থাকে এটিকে কোরিয়ান মিডিয়া কোরিয়ান গুগল বলে উল্লেখ্য করে থাকে। ১৯৯৯ সালে চালু হওয়ার পর থেকে নাভার দক্ষিণ কোরিয়ার মার্কেটে আধিপত্য করে আসছে। চীন ও উত্তর কোরিয়ায় বিভিন্ন রাজনৈতিক কারনে গুগল নিষিদ্ধ কিন্তু দক্ষিণ কোরিয়ার নাম শুনে অনেকেই হয়ত বা অবাক হয়েছেন। কিন্তু এটা সত্যিই যে দক্ষিণ কোরিয়া নিজেস্ব সার্চ ইঞ্জিন ব্যবহার করে এবং গুগল এখানে সম্পূর্ণ ভাবে ব্যর্থ।
4. রাশিয়াঃ গুগলের আরেকটি ব্যর্থতার না রাশিয়া। কারণ গুগল রাশিয়ায় উপলব্ধ হওয়া সত্ত্বেও এটি রাশিয়ার সার্চ ইঞ্জিনের সাথে প্রতিযোগিতায় পেরে উঠছে না। রাশিয়ার ইয়ানডেক্স সার্চ ইঞ্জিন বাজারের %৫৫ দখল করে রেখেছে। পাশাপাশি বেলারুস, কাজাখস্থান ও ইউক্রেনেও এর উপস্থিতি রয়েছে ইয়ানডেক্স গুগলের সাথে শক্তভাবে প্রতিযোগিতা করার জন্য তার ব্যবসায় বৈচিত্র এনেছে। যেমনঃ রাইড হোলিং, ফুড ডেলিবারি এবং ভিডিও স্ট্রিমিং সেবা চালু সেবা করেছে। ২০২০ সালে মাহামারিকে কাজে লাগিয়ে এটি রাশিয়ার বাজারে এর অবস্থান আরো পরিপক্ক করেছে।
আমি মোঃশামীম হোসাইন। , dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।