সুপ্রিয় টেকটিউনস এর বন্ধুগণ
‘আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ’
আশাকরি মহান আল্লাহর অশেষ কৃপায় সুস্থ থেকে বিভিন্ন কাজে ব্যস্ত আছেন। অবশ্যই কামনাও তাই। আধুনিক সভ্যতার এ যুগে নিজেকে যোগ্য ও গতিশীল ব্যক্তি হিসেবে গড়ে তুলা এক অপরিহার্য দাবী। এ ক্ষেত্রে টেকটিউনস এর ভূমিকা অপরিসীম। আমি একটা TeamViewer নিয়ে টিউন করতে যাচ্ছি। নিশ্চই এটা আমার প্রথম টিউন। যার সাহায্যে আমরা ঘরে বসেই আইটি দক্ষদের কাছ থেকে অনেক সমস্যা সমাধান করে নিচ্ছি। টেকটিউনস এর বন্ধুরা কম বেশি সবাই দক্ষ। চাইলে আপনারাও ঘরে বসে যে কোন কম্পিউটারে কাজ করতে পারবেন। এই রকম টিউন আগে হয়েছে কিনা জানিনা যদি হয়ে থাকে ক্ষমা করবেন।
যাক আসল কাজটা শুরু করি।
প্রথমে আপনাকে TeamViewer সফ্টওয়্যারটা ইনস্টল করতে হবে। যাদের বেকআপ নেই তারা সরাসরি এই এই লিংক থেকে ডাউনলোড় করে নিতে পারেন। অথবা Google এ TeamViewer লিখে সার্চ করে প্রথমটাই ডাউনলোড় করে নেন।
যে ভাবে ইনস্টল করবেন।
প্রথমে TeamViewer আইকন এর উপর ডাবল ক্লিক অথবা এর উপর ডান বাটন ক্লিক করে Open ক্লিক করুন নিচের ডায়লগ বক্সটি আসবে।
Install Select করে Next এ ক্লিক করুন।
উক্ত ডায়ালগ বক্সে আপনি যেভাবে ব্যবহার করতে চান তা সিলেক্ট করে দিয়ে Next বাটনে ক্লিক করুন। সাধারনত আমরা Personal টা ব্যবহার করে থাকি চাইলে আপনিও তা করতে পারেন।
উক্ত ডায়ালগ বক্সে নিচের অপশন দুইটিতে টিকমার্ক দিয়ে আবার Next বাটনে ক্লিক করুন।
এভাবে ইনস্টল প্রক্রিয়া শেষ করুন।
অতপর: TeamViewer এর Screen দেখা যাবে। যদি দেখা না যায় ডেক্সটপ থেকে TeamViewer এর আইকনের উপর ডাবল ক্লিক করুন।
বস কাজ শেষ।
এখন আপনি যে কম্পিউটারে কাজ করবেন তার ID টা আপনার Partner ID এর ঘরে স্পিস না দিয়ে লিখে নিন। তারপর Connect to partner এ ক্লিক করুন অথবা Keyboard থেকে এন্টার চাপুন।
যেমন:
একটি ডায়ালগ বক্স আসবে এবং পাসওয়ার্ড চাইবে।
আপনার partner এর পাসওয়ার্ড টা দিয়ে Log On করুন। দেখুনতো কি ঘটল, আপনার partner এর ডেক্সটপ আপনার সামনে।
আপনি একসাথে দুইটা ডেক্সটপ এ কাজ করতে পারছেন কি মজার তাইনা!!! এখন আপনি ওনার কম্পিউটারে যে কোন কাজ করে দিতে পারবেন। শুধু তাই নয় যদি কোন ফাইলের দরকার হয় উপরের File transfer এর মাধ্যমে করে নিতে পারেন।
আমি পরবর্তী টিউন করতে চাই FF (Format Factory) নিয়ে যার মাধ্যমে Audio, Video and Image All to All Format and Convert করা যায়। যদি এই ধরনের টিউন আগে হয়ে থাকে দয়া করে লিংকটা দিয়ে দিয়েন যাতে না করতে পারি।
সবার মঙ্গল কামনা করে এখানেই সমাপ্ত করলাম। আল্লাহ হাফেজ।
আমি মো নুরুদ্দোজা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 139 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।
পৃথিবীর বিভিন্ন দেশে ৭০টির ও বেশি ‘মাইক্রোসফ্ট’ এর Community Technology Access (CTA) প্রজেক্ট আছে। বাংলাদেশের কক্সবাজারে ২০০৯ সাল এ দুইটি প্রজেক্ট চালো হয় । আমি এই প্রজেক্ট দুইটির কো-অর্ডিনেটর ছিলাম। বর্তমানে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানে সিনিয়র পদে কর্মরত আছি।
Excellent tune.it is working.