যারা নেট ব্যবহার করেন, আইটি দক্ষ এবং সকলের জন্য এমন একটি সফটওয়্যার পরিচয় করিয়ে দিব যার সাহায্যে ঘরে বসে পৃথিবীর যে কোন কম্পিউটারে কাজ করতে পারবেন।

প্রকাশিত
জোসস করেছেন

সুপ্রিয় টেকটিউনস এর বন্ধুগণ
‘আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ’

আশাকরি মহান আল্লাহর অশেষ কৃপায় সুস্থ থেকে বিভিন্ন কাজে ব্যস্ত আছেন। অবশ্যই কামনাও তাই। আধুনিক সভ্যতার এ যুগে নিজেকে যোগ্য ও গতিশীল ব্যক্তি হিসেবে গড়ে তুলা এক অপরিহার্য দাবী। এ ক্ষেত্রে টেকটিউনস এর ভূমিকা অপরিসীম। আমি একটা TeamViewer নিয়ে টিউন করতে যাচ্ছি। নিশ্চই এটা আমার প্রথম টিউন। যার সাহায্যে আমরা ঘরে বসেই আইটি দক্ষদের কাছ থেকে অনেক সমস্যা সমাধান করে নিচ্ছি। টেকটিউনস এর বন্ধুরা কম বেশি সবাই দক্ষ। চাইলে আপনারাও ঘরে বসে যে কোন কম্পিউটারে কাজ করতে পারবেন। এই রকম টিউন আগে হয়েছে কিনা জানিনা যদি হয়ে থাকে ক্ষমা করবেন।

যাক আসল কাজটা শুরু করি।

প্রথমে আপনাকে TeamViewer সফ্টওয়্যারটা ইনস্টল করতে হবে। যাদের বেকআপ নেই তারা সরাসরি এই এই লিংক থেকে ডাউনলোড় করে নিতে পারেন। অথবা Google এ  TeamViewer লিখে সার্চ করে প্রথমটাই ডাউনলোড় করে নেন।

যে ভাবে ইনস্টল করবেন।

প্রথমে TeamViewer আইকন এর উপর ডাবল ক্লিক অথবা এর উপর ডান বাটন ক্লিক করে Open ক্লিক করুন নিচের ডায়লগ বক্সটি আসবে।

Install Select করে Next এ ক্লিক করুন।

উক্ত ডায়ালগ বক্সে আপনি যেভাবে ব্যবহার করতে চান তা সিলেক্ট করে দিয়ে Next বাটনে ক্লিক করুন। সাধারনত আমরা Personal টা ব্যবহার করে থাকি চাইলে আপনিও তা করতে পারেন।

উক্ত ডায়ালগ বক্সে নিচের অপশন দুইটিতে টিকমার্ক দিয়ে আবার Next বাটনে ক্লিক করুন।

এভাবে ইনস্টল প্রক্রিয়া শেষ করুন।

অতপর: TeamViewer এর Screen দেখা যাবে। যদি দেখা না যায় ডেক্সটপ থেকে TeamViewer এর আইকনের উপর ডাবল ক্লিক করুন।

উল্লেখ্য: এখইভাবে আপনার পার্টনারকেও সেইম কাজটা করে নিতে হবে।

বস কাজ শেষ।

এখন আপনি যে কম্পিউটারে কাজ করবেন তার ID টা আপনার Partner ID এর ঘরে স্পিস না দিয়ে লিখে নিন। তারপর Connect to partner এ ক্লিক করুন অথবা Keyboard থেকে এন্টার চাপুন।

যেমন:

একটি ডায়ালগ বক্স আসবে এবং পাসওয়ার্ড চাইবে।

আপনার partner এর পাসওয়ার্ড টা দিয়ে Log On করুন। দেখুনতো কি ঘটল, আপনার partner এর ডেক্সটপ আপনার সামনে।

আপনি একসাথে দুইটা ডেক্সটপ এ কাজ করতে পারছেন কি মজার তাইনা!!! এখন আপনি ওনার কম্পিউটারে যে কোন কাজ করে দিতে পারবেন। শুধু তাই নয় যদি কোন ফাইলের দরকার হয় উপরের File transfer এর মাধ্যমে করে নিতে পারেন।

আমি পরবর্তী টিউন করতে চাই FF (Format Factory) নিয়ে যার মাধ্যমে Audio, Video and Image All to All Format and Convert করা যায়। যদি এই ধরনের টিউন আগে হয়ে থাকে দয়া করে লিংকটা দিয়ে দিয়েন যাতে না করতে পারি।

সবার মঙ্গল কামনা করে এখানেই সমাপ্ত করলাম। আল্লাহ হাফেজ।

Level 3

আমি মো নুরুদ্দোজা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 139 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।

পৃথিবীর বিভিন্ন দেশে ৭০টির ও বেশি ‘মাইক্রোসফ্ট’ এর Community Technology Access (CTA) প্রজেক্ট আছে। বাংলাদেশের কক্সবাজারে ২০০৯ সাল এ দুইটি প্রজেক্ট চালো হয় । আমি এই প্রজেক্ট দুইটির কো-অর্ডিনেটর ছিলাম। বর্তমানে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানে সিনিয়র পদে কর্মরত আছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Excellent tune.it is working.

    টিপুইমন ভাই সর্ব প্রথম মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Level 0

khub e kajer jinis..thnx..keep it up.

    ধন্যবাদ আরাফাত ভাই।

Level New

ধন্যবাদ Md. Nourodduza ভাই, শেয়ার করার জন্য, কারন আমি TeamViewer নিয়ে আমি এখন লিখিতেছিলাম। পাবলিশ করার আগে দেখি আপনি দেয়ে দিছেন। ভাল করেছেন ভাই। এ সফটওয়্যার টা খুবই কাজের । এটা দ্বারা ভিডিও কল, Chating, File transter, Prensentation, Computer Trubalshoting, করা যায়।

চালিয়ে যান, সুন্দর হয়েছে।

    ঠিক… আরো বর্ণনা দরকার ছিল। তবুও ভালো টিউন।

    ধন্যবাদ।

    আল মামুন ভাই ভূল হয়েছে ক্ষমা করবেন। আপনি যা শুরু করছেন চালিয়ে যান এবং আরো বিস্তারিত লিখে টিউনটি করেন। আপনার থেকে অনেক কিছু শিখব। ধন্যবাদ।

ধন্যবাদ Md. Nourodduza ভাই, এটা কি ফুল ভার্সন লিংক দিয়েছেন ? নাকি ট্রায়াল?

    ফুল ভার্সন সব সময় কাজ করবে। পাগল রাজপুত্র ভাই আড়াই বছর যাবৎ কাজ করে আসছেন।

আড়াই বছর যাবৎ ব্যবহার করতেছি বন্ধুদের, গালফ্রেন্ড এর পিসি তে প্রব্লেম হলে সল্ভ করে দেই ঘরে বসেই…জটিল একটা সফটওয়ার । ধন্যবাদ Md. Nourodduza ভাই শেয়ার করার জন্য its really Awsome !

    ভাই এটা তো জানতামনা। এখন থেকে কোন প্রব্লেম হলেই আপনার সাথে যোগাযোগ করব। আপনাকে মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ টিটিতে আপনাকে স্বাগতম

    খাঁন সাহেব আপনার স্বাগতম পেয়ে আমি অত্যন্ত খুশি হয়েছি। তবে এই গরমের দিনে আপনাকে হিমেল শুভেচ্ছা ছাড়া আর কিছু দিতে পারলাম না। ধন্যবাদ।

এই সফটওয়ারটা আমি অনেক দিন ধরে ব্যবহার করছি ভাল-ই লাগে। বন্ধুদের কম্পিউটারে কোনও সমস্যা হলে তা ঠিক করে দেয়। এই সফটওয়ারটা প্রথম http://www.biggani.com এই সাইটে পেয়েছিলাম আর এটা নিয়া লিখেছিল মেহেদী ভাই সে অনেক আগের কথা। আপনাকে অনেক ধন্যবাদ সবার সাথে শেয়ার করার জন্য।

    হুসাইন ভাই, আপনাকেও অনেক ধন্যবাদ। আপনি যে লিংকটা দিয়েছেন এখানে অনেক কিছু জানার আছে।

Level New

পুরান জিনিস। তারপরও ভাল লাগলো উপস্থাপন

Level 0

ভাইয়া, এটা use করার জন্য কি bluetooth বা অন্য কোনো কিছুর দরকার হবে? নাকি software টা থাকলেই চলবে??

    না ভাইয়া, কোন Bluetooth লাগবেনা। শুধু নেট কানেকশন থাকলেই হবে।

Level 0

ভাই, Partner কম্পিউটার যদি বন্ধ থাকে তবুও কি আমি Partner এর ডেক্সটপ দেখতে পাব?

না আপনর Partner এর কম্পিউটার অবশ্যই অন থাকতে হবে এবং নেট কানেকশন থাকতে হবে।

    Level 0

    ভাই, অনেক ধন্যবাদ। এটা আমার আনেক কাজে আসবে।

Onek sundor post.

আমার partner কি আমার pc এর সব ড্রাইভ দেখতে পারবে?

    শিহাব ভাই শুধু দেখা নয়। আপনার সব ড্রাইভ খুলে খুলে কাজ করতে পারবে। আপনি দেখবেন আপনার আপনার মাউস পয়েন্টার নড়তেছে ড্রাইভ খুলতেছে আসলে এসব ওনিই করতেছেন।

Level 0

এখানে আপনি একটা জিনিশ শেয়ার করেন নি।পিসি টু পিসি ফাইল ট্রান্সফার এর জন্য রিমোট কন্ট্রল এ লগিন না করে File Transfer অপশন এ লগিন করুন।তাহলে যার পিসি তে লগিন করেছেন তার সব ড্রাইভ দেখা যাবে এবং যেকোনো কিছু আপনার পিসি তে নিতে পারবেন।

আর Remote control এ লগিন করলে যার পিসি তে লগিন করেছেন তার প্রব্লেম হবে এবং সে কোনো কাজ করতে পারবেনা কারন তার পিসি তখন আপনি নিয়ন্ত্রন করবেন।

আর একটা তথ্য হলো্‌,……অপারেটিং সিস্টেম একই হতে হবে,নাহলে সমস্যা হবে।যেমন আমার Windows XP আর আমার চাচাতো ভাইয়ের Windows 7।টিম ভিউ অন করলে সে আমার থেকে নিতে পারে কিন্তু আমি পারিনা।

শেষ তথ্য হলো……যারা টিম ভিউ ব্যবহার করছেন এবং ফাইল ট্রান্সফার করছেন তাদের নেটঅয়ার্ক অবশ্যই একই আইএসপি এর মধ্যে হতে হবে,নাহলে ফুল স্পীড কখনই পাবেন না।আমি আমাদের নেটওয়ার্ক এ সবোর্চ্চ স্পীড পাই ১মেগা।আর বাইরের নেটঅয়ার্ক এ পাই ৩২কেবি।কারন আমি ২৫৬ ব্যবহার করি।

শেয়ার করার জন্য ধন্যবাদ।

    Mukut ভাই, তথ্য বহুল অনেক সুন্দর একটা মন্তব্য লিখেছেন। সবাই এ রকম মন্তব্য লিখলে আরো অনেক কিছু বেরিয়ে আসত।
    সত্যিই আপনার থেকে অনেক কিছু শিখলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

    Level 0

    thanks Mukut ভাই,আমি ঠিক এটাই জানতে চাচ্ছিলাম

    ami jante chaschchhilam usb data cable die file trnsfr kora jay kina.

    Level 0

    আশাহীন ভাই কে বলছি……আপনি মডেম দিয়ে টিম ভিউ ব্যবহার করতে পারবেন কিন্তু ফুল স্পীড পাবেন না।আপনি যে স্পীড ব্যবহার করেন তাই পাবেন।

    Team View সবচেয়ে ভালো কাজ করবে Broadband Internet এ।

Level 0

আমি কি ঢাকা থেকে চিটাগাং এর pc দেখতে পারব?

    অবশ্যই দেখতে পাবেন। তবে মুকুট ভাইয়ের মন্তব্যটা পড়ে নিয়েন। ধন্যবাদ।

Level 0

ধন্যবাদ ভাইয়া।comment না করলে মহা অন্যায় হয়ে যেত….:P

    না ভাইয়া যদি আপনি একটু উপকৃত হন এটাই আমার সার্থকতা। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

অনেক আগে থেকেই ব্যবহার করি, জটিল একটা সপ্টওয়ার। এটার গুনাগুন বলে শেষ করার মত না। শেয়ার করার জন্য ধন্যবাদ।

Level 0

অনেক দিন থেকেই ব্যবহার করছি…..অনেক স্মৃতি জরানো এই Software এর সাথে… ধন্যবাদ টিউন টির জন্য

    ভাইয়া, মনেহয় একান্ত আপন জনেরই কাজ করে দিয়েছিলেন। ধন্যবাদ

    Level 0

    হা আপনজন ও ছিলো তার মধ্যে… তাই তো স্মৃতি…. 😛

আমিও অনেক আগে থেকে জানি,কে যেন কোন পত্রিকায় লিখেছিল, আপনাকে অনেক ধন্যবাদ

    বাস্তবে ব্যবহার করে দেখেন অনেক মজা পাবেন। এম শাহেদ ভাই আপনাকেও অনেক ধন্যবাদ

অনেক ধন্যবাদ পোস্টের জন্য। আরো ভাল হয় যদি পোস্টটা আপডেট করেন বিস্তারিত তথ্য দিয়ে।

    Raju ভাই আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। সামনে আরো বিস্তারিত লিখে আপডেট করতে চেষ্টা করব। ইনশাঅল্লাহ।

Good…

Very nice and Very useful thing for life and to work easily. thanks……..

খুবইএকটা কাজের জিনিস শেয়ার করলেন ধন্যবাদ।

Great

চরম তো … আমার কাছে সফটওয়্যার টা ছিল কিন্তু ব্যবহার জান্তাম্না …দন্নবাদ

    আপনাকেও অনেক অনেক ধন্যবাদ

@mukut vai আমি আমাদের নেটওয়ার্ক এ সবোর্চ্চ স্পীড পাই ১মেগা।আর বাইরের নেটঅয়ার্ক এ পাই ৩২কেবি।কারন আমি ২৫৬ ব্যবহার করি।

এখানে আমাদের নেটওয়ার্ক মানে আপনি এবং আপনার কাজিনের?

আর একটা প্রশ্ন
আমার আই এস পি থেকে daruchini তে প্রবেশ করা যায় না কিন্তু আমার ফ্রেন্ড এর আই এস পি থেকে করা যায় , আমি কি তাহলে এটা ইউজ করলে daruchini তে প্রবেশ করত পারব তার পিসির মাধ্যমে আমার পিসি থেকে?

আপনার মন্তব্য না থাকলে টিউন অসম্পূর্ণ লাগত

ধন্যবাদ

    শাহেদ খান ভাই, আপনার ফ্রেন্ড এর পি.সি থেকে আপনার পিসির সকল ড্রাইভ গুলো ভিজিট করতে পারবেন। তবে আপনার পিসিও অন থাকতে হবে, নেট কানেকশন থাকতে হবে। স্পীড টা নির্ভর করবে আপনার কেবিপিএস ও এমবিপিএস এর উপর।
    ধন্যবাদ

1. ইন্সটল এর সময় Access Control Mode এ দুইটা অপশন এর দ্বিতীয়টা (Confirm All) দিয়ে কি পার্টনার এর access control করা সম্ভব?
2. Use TeamViewer Virtual Private Network অপশনটা যদি আমি এবং আমার পার্টনার ব্যবহার করি তাহলে ভিন্ন ISP হলেও নেটওয়ার্ক স্পীড কি কম হবে?

Level New

ভালো লাগলো

Level 0

খুব ভাল লাগল !!!!!!

Level 0

Md. Nourodduza vai jinis amar kase akdom natun ……share kore sen bole onek valo laglo…..

    অনেকে বুঝেনাই হয়ত: আমি শেষ ছবিতে দেখিয়ে দিয়েছি ”ফাইল শেয়ারিং এবং কনভারজেশন” প্রক্রিয়া।

    ধন্যবাদ