আমরা সবাই সাতটি রং এর কথা জানি। এর মধ্যে একটি রং নীল। সবার হয়তো জানা আছে আকাশ বলতে মহাবিশ্বের খালি জায়গার নাম। আমাদের আশেপাশে ফাকা জায়গাগুলোর কোন রং অনুভব করিনা। তবে দূরের পানে তাকালে দৃষ্টিসীমার শেষ এমন জায়গাকে নীল মনে হয়। কিন্তু কেন?
আসলে আকাশের কোন কালার বা রং নেয়। আমাদের দৃষ্টি যত দূরে যেতে থাকে চোখের ভেতরের জায়গা তত দখল করতে থাকে। আর আমাদের দৃষ্টির একটি সীমা আছে। যখন আমাদের চোখ কিছু ধারন করেনা তখন দূরের ফাকা জায়গা নীল হিসেবে বিবেচনা করে। তার মানে আর কিছু চোখে ধারণ করতে পারেনা।
আর এই জন্য পয়েন্ট টেবিলে কিছু না থাকলে আমরা সেটাকে নীল বলে থাকি।
হ্যা! বন্ধুরা নীল মানেই ফাকা। এজন্য আমাদের বন্ধুদের বলে থাকি তোকে নীলে গমে দিব।
আশা করি সকলেই বুঝে গেছ। আবার নতুন কিছু নিয়ে সবার মাঝে উপস্থিত হব।
আমি কাওসার আলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।