আমদের মানুষের কেবল একটি মাত্র ব্রেইন,
আর এই একটি মাত্র ব্রেইনকেই আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বিভিন্ন কাজে ব্যবহার করি।
এর পর ও বিজ্ঞান এর মতে আমরা আমাদের ব্রেইন এর মাত্র ১০ ভাগ ই ব্যবহার করি।
আর হাতি হলো পৃথিবীতে অবস্থিত সকল প্রানীর মধ্যে সবথেকে বড় মাপের ব্রেইনের অধিকারী,
এদের ব্রেইনের অজন প্রায় ৫ কেজি।
কিন্তু পৃথীবিতে এমন ও এক প্রানী আছে যার ৩২ টা ব্রেইন আছে, হে বরাবর ৩২ খানা।
হে এই প্রানীটির নাম Leech, মানে জোক।
কিন্তু মজার কথা হলো এই যে ৩২ টা ব্রেইন তাকার পর ও
ওদের একমাত্র প্রধান কাজ হলো রক্ত চুসা।
আর জোক একবার কারো রক্ত চুসার পর ১ বছর পর্যন্ত আর কারো রক্ত না খেয়ে জীবিত তাখতে পারে।
কেমন লাগল আজকের খুদে অথ্যটি? জানাতে ভুলবেন না।
আমি দ্বীপ দাশ সৌরভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।