চীনের নকল সূর্য East

যেখানে আমরা এখন ও করোনার সাথেই লড়ছি। সেখানে করোনা সৃষ্টি কারী দেশ চীন এবার তৈরী করে ফেলল তাদের নিজেদের আর্টিফিশিয়াল সূর্য EAST (EXPERIMENTAL ADVANCED SUPERCONDUCTING TOKAMAK)।

যেটার সাহায্যে ১০১ সেকেন্ড পর্যন্ত ১২০ মিলিয়ন ডিগ্রী সেলসিয়াস তাপ উৎপন্ন করতে সক্ষন হয়েছে।

এর আগে আর্টিফিশিয়াল সূর্যের এই রেকর্ডটি সাউট কোরিয়ার নামে ছিল, সাল ২০২০ এ KSTAR এর মাধ্যমে সাউট কোরিয়া ২০ সেকেন্ডের জন্য ১০০ মিলিয়ন ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত তাপ উৎপন্ন করতে সক্ষম হয়েছিল।

সেখানে চাইনার এই এক্সপেরিমেন্টাল আর্টিফিশিয়াল সূর্যটি ২০ সেকেন্ডে ১৬০ মিলিয়ন ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা চুয়ে পেলেছিল, যেটা সূর্যের কোর টেম্পেরেচারের থেকে প্রায় ১০ গুন।

এই আর্টিফিশিয়াল সূর্যটি NUCLEAR FUSION এর মাধ্যমে কাজ করে, আর এটি চাইনার HEFEI এ অবস্থিত। এই আর্টিফিশিয়াল সূর্যটি CLEAN ENERGY জন্য ব্যবহার করা হবে।

আপনার কি মনে হয়- চাইনার এই আর্টিফিশিয়াল সূর্যটিকে কি টেক্কা দিতে পারবে অন্য কোন দেশ?

অবশ্যই টিউমেন্টে জানান

Level 0

আমি দ্বীপ দাশ সৌরভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস