বন্ধুরা আমাদের অনেকের কাছে হাই ওয়াটের চার্জার রয়েছে। এসব চার্জার দিয়ে আমাদের ফোন চার্জ দিলে তা খুব দ্রুত চার্জ হয়ে যায়। এই ব্যাপারটা অনেকে ভালো চোখে দেখেনি। আসলে কি ফাস্ট চার্জিং ব্যাটারির জন্য ক্ষতিকর কিনা তা আজকের টিউনে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশাকরি নিচের টিউনটি পড়ার পর তোমাদের মনে যত সন্দেহ রয়েছে সব দূর হয়ে যাবে।
সম্প্রতি শাওমি তাদের 120 ওয়াটের ওয়্যারলেস ফাস্ট চার্জার রিলিজ করেছে। এই চার্জার দিয়ে 4000 পাওয়ারের ব্যাটারি মাত্র 15 মিনিটে ফুল চার্জ হয়ে যায়। এমনকি তারা 200 ওয়াটের কেবলযুক্ত সুপার ফাস্ট চার্জার রিলিজ করেছে যা দিয়ে একই পাওয়ারের ব্যাটারি চার্জ দিলে 8 মিনিটে ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে।
এছাড়াও বর্তমানে অনেক স্মার্টফোন কোম্পানি বিভিন্ন ফাস্ট চার্জার তৈরি করে চলেছে। এই কারণে আমাদের মনে একটা নেগেটিভ ধারণা সৃষ্টি হয়েছে। অনেকে মনে করে ফাস্ট চার্জিং ব্যাটারির জন্য ক্ষতিকর। তারা মনে করে এটি দিয়ে ব্যাটারি চার্জ দিলে ব্যাটারি ফুলে যাবে, ব্লাস্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে ইত্যাদি। আসলে ফাস্ট চার্জিং মোটেও ব্যাটারির তেমন ক্ষতি করে না।
এখানে একটি কথা মনে রাখতে হবে যে স্মার্টফোন কোম্পানি ফাস্ট চার্জার বাজারে রিলিজ করার আগে এটিকে Quality maintain করে তৈরি করে। এরপর একাধিকবার পরীক্ষা করে তারপর বাজারে রিলিজ করে। তবে কোনো কোম্পানি যদি এই চার্জারগুলো সঠিকভাবে তৈরি করতে না পারে এবং এক্ষেত্রে যদি ফোনের কোনো ক্ষতি হয় তাহলে এই দোষটা আসলে ফাস্ট চার্জার এর নয়। দোষটা হলো ওই কোম্পানির।
এই ফাস্ট চার্জারগুলো একটি প্রক্রিয়া অবলম্বন করে ফোনকে চার্জ দিয়ে থাকে যাকে 2 face charging বলে। অর্থাৎ তোমরা খেয়াল করবে যে আমরা যখন ফোন চার্জ দেই তখন ফোন 70 থেকে 80 পর্যন্ত খুব দ্রুত চার্জ হয়। শেষ 10 থেকে 20 পর্যন্ত চার্জ হতে একটু বেশিই সময় লাগে। এটি একটি পজিটিভ দিক। আমরা এটাকে একটা বাস্তব জীবনের সাথে তুলনা করতে পারি।
যেমন তোমাদের পেট যখন পুরোপুরি খালি হয়ে যাবে তখন সামনে যদি খাবার রাখা হয় তখন তোমরা খুব দ্রুত খাবার খেতে থাকবে। কিন্তু খাবার খেতে খেতে একসময় তোমাদের সেই স্প্রিডটা আগের মত থাকবে না। আগের তুলনায় কিছুটা কমে যাবে। চার্জারের এই ধর্মকে বলে 2 face চার্জিং।
এইভাবে যদি কোনো ফাস্ট চার্জার কাজ করে তাহলে মোবাইলে কোনো সমস্যা দেখা দিবে না। কিন্তু চার্জার যদি 1 থেকে 100 পর্যন্ত একই গতিতে কাজ করে তাহলে ফোনে সমস্যা দেখা দিবে। তবে ফাস্ট চার্জিং এর যে একেবারেই ক্ষতি নেই তা নয়। কোনো মোবাইলে যখন ফাস্ট চার্জ দেওয়া হয় তখন ফোন নরমাল এর তুলনায় একটু বেশি গরম হয়। আর গরম যেকোনো ইলেকট্রনিক পার্টস এর জন্য ক্ষতিকর।
ফোন গরম হলে ফোনের অন্যান্য পার্টসের উপর খারাপ ইফেক্ট পড়তে পারে। ফাস্ট চার্জিং ব্যাটারির health এর জন্য ক্ষতিকর না। তবে ফাস্ট চার্জিং এর জন্য যদি ব্যাটারি গরম হয় তবে তা ফোন এর অন্যান্য পার্টস এর জন্য ক্ষতিকর। এই হচ্ছে আসল ব্যাপার। আশাকরি ব্যাপারটি তোমাদের নিকট পরিষ্কার হয়ে গেছে। ব্যাটারি প্রসঙ্গে আর একটা কথা বলে নেই।
অনেকে মনে করে ফোনে overcharge দিলে তা ফোনের ক্ষতি করে। অর্থাৎ ফোন ফুল চার্জ হয়ে যাওয়ার পরেও তা চার্জিং পোর্টে লাগানো থাকলে তা ফোনে খারাপ ইফেক্ট ফেলে। আসলে ব্যাটারি overcharge হয় না। এটি যতটুকু চার্জ গ্রহণ করতে পারে ততটুকুই হয়। তাই কেউ ঘুমোতে যাওয়ার সময় ফোন চার্জ দিয়ে ঘুমালে কোনো টেনশন নিবেন না।
তো বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো টিউনে। সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আজকের টিউন এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো।
আমি মো সাকিবুল হোসেন মজুমদার। SSC Candidate, Moulvibazar Govt. High School, Moulvibazar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রতিটি কাজ যদি কঠোর শ্রম ও অধ্যাবসায় এর সাথে করা হয় তবে সফলতা ধরা দিতে বাধ্য।