আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই। আল্লাহর অশেষ রহমতে আশাকরি সবাই ভালো আছো। বন্ধুরা বিজ্ঞানীদের পাঠানো যান সূর্যের কতটুকু নিকট পর্যন্ত পৌঁছাতে পেরেছিল তা নিয়ে এখানে সংক্ষিপ্ত আলোচনা করব। পাশাপশি কাল্পনিক মহাকাশযানে করে সূর্যের কেন্দ্রে পৌঁছানোর কথা এখানে আমি তোমাদের বলব যা শুনলে তোমরা নিশ্চয় চমকে উঠবে। তো চলো বন্ধুরা এই ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।
বিজ্ঞানীরা সূর্যে মহাকাশযান পাঠানো নিয়ে অনেক পরিকল্পনা করেছিল। নাসা সূর্যে পৌঁছানো নিয়ে অনেক কৌতুহলী ছিল। ২০১৮ সালে তারা সূর্যে Parker Solar Probe পাঠিয়েছিলো। সেটাই ছিল সূর্যের সবথেকে কাছাকাছি পাঠানো যান। যখন যানটি সূর্যের সবথেকে কাছাকাছি ছিল তখন যান ও সূর্যের মধ্যবর্তী দূরত্ব ছিল প্রায় ১৮.৭ মিলিয়ন কিলোমিটার। কিন্তু সূর্যের আরো কাছাকাছি পৌঁছানোর জন্য আর কি কি করতে হবে?
সূর্যের আরো কাছাকাছি পৌঁছানোর জন্য একটি নির্দিষ্ট যাত্রাপথ বেঁচে নিতে হবে। তো চলুন বন্ধুরা আমরা আমাদের কল্পনার মহাকাশযানে নির্দিষ্ট যাত্রাপথে সূর্যের নিকট এগিয়ে যাই।
কয়েক বছর ধরে যাত্রা করার পর আমরা এখন সূর্য থেকে প্রায় ১ কোটি কিলোমিটার দূরে আছি। এখন আমরা সূর্যের Solar Corona তে অবস্থান করছি। এটি সূর্যের বায়ুমণ্ডলের বাইরের স্তর। এই জায়গার তাপমাত্রা প্রায় দশ লক্ষ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ আগ্নেয়গিরি থেকে প্রায় ৯০০ গুন বেশি উষ্ণ। কিন্তু আমাদের এই মহাকাশযানে লাগানো আছে Heat Shield যা তাপমাত্রা নিরোদক হিসেবে কাজ করে। এটি সূর্যের ৯৯.৯৯ শতাংশ তাপমাত্রাকে প্রতিফলিত করে। তাই আমাদের এই মহাকাশযান বাইরের তুলনায় ঠান্ডা।
তাপমাত্রা প্রতিফলিত করার পরেও মহাকাশযানটির বাইরের উষ্ণতা দাড়িয়েছে ১০০০ ডিগ্রি সেলসিয়াস। যার ফলে মহাকাশযানটির বেশ কিছু জিনিস গলে যেতে পারে। কিন্তু বিজ্ঞানীরা সমস্ত কিছুর সমাধান সূত্র বের করে রেখেছেন। আমরা মহাকাশযানটির উপর এমন একটি আবরণ দিয়ে রেখেছি যার ফলে মহাকাশযানটির অবস্থা অতি সাধারণ। আমাদের এই মহাকাশযানটি খুব দ্রুত সূর্যের দিকে এগিয়ে যাচ্ছে।
এখন আমরা সূর্য থেকে ৩০০০ কিলোমিটার দূরে আছি। এটি সূর্যের দ্বিতীয় স্তর। একে ক্রমস্ফিয়ার বলা হয়। এখানে সূর্য তার গ্যাসীয় নির্গমন ঘটায় এবং এটি ১০০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়। এখনকার তাপমাত্রা প্রায় ২০০০০ ডিগ্রি সেলসিয়াস। এই স্তরের তাপমাত্রা Solar Corona থেকে অনেক কম। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো কেন Solar Corona এতো উষ্ণ তা বিজ্ঞানীরা এখনো জানতে পারেনি।
এখন আমরা সূর্যের পরবর্তী স্তর ফটোস্ফিয়ারে এসে পৌঁছেছি। এটি হলো সূর্যের সেই স্তর যা আমরা পৃথিবী থেকে দেখতে পাই। এখানে মহাকর্ষ বলের মুখ্য প্রভাব অনেক বেশি। অর্থাৎ পৃথিবীতে আমাদের ওজন যদি হয় ৭০ কেজি তাহলে এখানে আমাদের ওজন হবে ১৭০০ কেজি যা প্রায় ২৫ গুন।
ফটোস্ফিয়ারে ল্যান্ড করতে গেলে আমরা সূর্যের ভিতরে ঢুকে যাব। আমরা এখানে অনেক কালো রঙের গর্ত দেখতে পাবো যাকে Sun Spot বলা হয়। এই Sun Spot গুলোর একেকটির আকৃতি প্রায় পৃথিবীর সমান। এই Sun Spot গুলো সূর্যের অভ্যন্তর থেকে নির্গত প্রচন্ড শক্তিশালী তড়িৎ চুম্বকীয় তরঙ্গের মাধ্যমে সৃষ্টি হচ্ছে। এই Sun Spot গুলো যখন সৃষ্টি হয় তখন সূর্যের ওই স্থান দিয়ে Solar Flare বা আগুনের ফুলকি নির্গত হয়। Solar Flare একেবারে প্রায় ১০০০ কোটি হাইড্রোজেন বোমার শক্তি উৎপন্ন করতে পারে।
সূর্যের মধ্যে প্রবেশ করার পর আমরা সূর্যের Convection Zone এ পৌঁছে যাব। এটি সূর্যের অভ্যন্তরের সবথেকে বাইরের স্তর। এখনকার তাপমাত্রা প্রায় বিশ লক্ষ ডিগ্রি সেলসিয়াস। এখানে আমাদের Heat Shield ও কাজ করবে না। কারণ বেশিরভাগ তাপমাত্রা প্রতিফলিত করার পরেও Heat Shield এর তাপমাত্রা হবে ৪০০০ ডিগ্রি সেলসিয়াস এরও বেশি। তোমাদের জানিয়ে রাখি যে Heat Shield এর জন্য আমরা Tantalum Carbide এর সাহায্য নিয়েছি। এটি সর্বোচ্চ ৪০০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করতে পারে।
সূর্যের পৃষ্ঠের প্রায় দুই লক্ষ কিলোমিটার ভিতরে সূর্যের Radioactive Layer আছে। এটি সূর্যের সবথেকে ঘন স্তর। এখনকার চাপ পৃথিবীর বায়ুমণ্ডলীয় চাপ অপেক্ষা দশ কোটি গুন বেশি। এটি এত ঘন যে আলো একে ভেদ করতে পারে না। সূর্যের পৃষ্ঠের ভিতর পাঁচ লক্ষ কিলোমিটার যাওয়ার পর আমরা এখন সূর্যের কেন্দ্র হতে ৬, ৯৫, ০০০ কিলোমিটার দূরে আছি। এখনকার চাপ পৃথিবীর বায়ুমণ্ডলীয় চাপ অপেক্ষা ২০০ বিলিয়ন বেশি। এখানে অণুগুলো এত কাছাকাছি অবস্থান করে যে এর ঘনত্ব লোহার তুলনায় দশ গুণ বেশি। এখানে তাপমাত্রা ১.৫ কোটি ডিগ্রি সেলসিয়াস। এখন আমরা পৌঁছব সূর্যের কেন্দ্রে যেখানে সমস্ত বস্তুর ভর শূন্য হয়ে যাবে।
তো বন্ধুরা এতক্ষণ আমরা ছিলাম কাল্পনিক মহাকাশযানে। এখন আমরা বাস্তবে ফিরে আসি। কাল্পনিক মহাকাশযানে করে সূর্যের নিকটে পৌঁছানোটা আশাকরি তোমাদের ভালো লাগবে। পাশাপাশি এই টিউনের মাধ্যমে তোমরা নিশ্চয় সূর্য সম্পর্কে অনেক কিছুই জানতে পেরেছ। তো বন্ধুরা দেখা হবে পরবর্তী অন্য কোনো টিউনে। সেই পর্যন্ত সকলের কল্যাণ কামনা করে আজকের টিউন এখানেই শেষ করছি। সকলে সুস্থ থেকো।
আমি মো সাকিবুল হোসেন মজুমদার। SSC Candidate, Moulvibazar Govt. High School, Moulvibazar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রতিটি কাজ যদি কঠোর শ্রম ও অধ্যাবসায় এর সাথে করা হয় তবে সফলতা ধরা দিতে বাধ্য।