কেন দর্শন সম্পর্কে আমাদের জানা ও বুঝা জরুরি

প্রকাশিত
জোসস করেছেন

আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশাকরি মহান আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছো। সবাইকে পড়ার অনুরোধ রইলো প্রিয় বন্ধুরা আমার।

আজকের টপিক হচ্ছে দর্শন,

কেন দর্শন বুঝা আমাদের জরুরি।

জ্ঞান রাজ্যে দর্শনকে বলে রাজা। আর এই দর্শন থেকেই জ্ঞানের দুটি মূল শাখা। একটি হলো দর্শন, আরেকটি বিজ্ঞান।

মানুষ কিভাবে চিন্তা করবে, এটি গাইড দেয় দর্শন। সে চিন্তা কিভাবে কাজে লাগবে, সেটার পথ যোগায় বিজ্ঞান।

দর্শনের গাইডে প্রকৃতিকে জানার বিশেষ জ্ঞান প্রক্রিয়া হয়ে ওঠে বিজ্ঞান।

প্রাচীনকালে, গ্রীক দর্শনের দুটো শাখা ছিল। ফিজিক্স এবং মেটাফিজিক্স।

আজকে যাকে পদার্থ বিদ্যা বা ফিজিক্স বলা হয়, সেটা দর্শনের হাত ধরেই আসে। তখন যা ফিজিক্স বা পদার্থ বা বস্তু, তার সম্পর্কিত জ্ঞানই ছিল দর্শন।
দর্শনের আরেকটি শাখা হলো মেটা ফিজিক্স বা যা ফিজিক্সের বাহিরে। অর্থাৎ যা বস্তু নয়, বস্তুর বাহিরে এমন জ্ঞান। যেমন : ধর্ম, স্রষ্টা, অনুভূতি, যুক্তি, আইন, রাজনীতি।

পনেরো শতকের দিকে দর্শনের ফিজিক্স হয়ে উঠলো ধীরে ধীরে বিজ্ঞান, আর মেটা ফিজিক্স থেকে বিকশিত হতে লাগলো রাজনীতি, অর্থনীতি, মনস্তত্ত্ব, ভাষা, সমাজনীতি। মূল দর্শনে পড়ে রইলো যুক্তি, ধর্মতত্ত্ব, আইন, এবং মানুষ কি করে বুঝবে যা সে জানে-বুঝে, সেটি একটি জ্ঞান। এমন করে জ্ঞানের রাজা দর্শন জ্ঞানের প্রতিটি শাখাকে গাইড দিয়ে দিয়ে নিয়ে গেলো অনেক দূরে।

তাই দর্শন না বুঝলে আপনি কি বুঝলেন, সেটাই বুঝবেন না। আর দর্শন বুঝলে যা'ই জানবেন, সেটাই বুঝের আলো হয়ে ধরা দেবে।

সময় ব্যয় করে পড়ার জন্য ধন্যবাদ সবাইকে। এভাবে ছোট ছোট টিউন নিয়ে আলোচনা করে এসো আমরা আমাদের জ্ঞানের মশালকে করি সমুদ্রের মতো বিশাল। দেখা হবে আবার আরেকটি টিউন এ। খোদা হাফেজ। ভালো থাকবেন সবাই, এ দোয়া কামনা করি।

Level 1

আমি সাইফ উদ্দীন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুন বলেছেন।আপনি অনেক জটিল একটা বিষয় নিয়ে আলোচনা করেছেন।তবে বিষয়টি অনেক শর্ট হয়ে গিয়েছে।

বেশি লম্বা লিখলে মানুষের বিরক্ত উঠে যায়।