VPN কী? VPN কিভাবে কাজ করে?

প্রকাশিত
জোসস করেছেন

VPN এর পূর্ণ নাম হলো Vartual Private Network। VPN একটি প্রযুক্তি, যেটি একটি নেটওয়ার্ক তৈরি করে। যা ফিজিকাল পাবলিক কিন্তু ভার্চুয়ালি প্রাইভেট।

আপনি এখন যে ইন্টারনেট ব্যবহার করছেন, তা কোন না কোন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে নিয়েছেন। যদি মোবাইল ফোনে ব্যবহার করে থাকেন তাহলে হতে পারে Grameenphone, Banglalink, Robi বা Teletalk এর কাছ থেকে নিয়েছেন। আর যদি কম্পিউটার ব্যবহার করে থাকেন তাহলে আপনি ব্যবহার করছেন ওয়াইফাই। যার মাধ্যমে আপনি ইন্টারনেটে এক্সেস করছেন। আপনি মোবাইল বা কম্পিউটার যাই ব্যবহার করেন, আপনার ডিভাইসের একটি ইউনিক IP address থাকে। এবং সেই ইউনিক IP address এর একটি নির্দিষ্ট Location অর্থাৎ ঠিকানা থাকে। VPN ব্যবহার না করলে আমাদের IP Location অর্থাৎ ঠিকানা থাকে আমরা যেই জায়গায় অবস্থান করি। এবং VPN ব্যবহার করলে আমাদের IP Location পরিবর্তন হয় অর্থাৎ আমরা যে সার্ভার ঠিকানা ব্যবহার করি তা থাকবে।

VPN কিভাবে কাজ করে?

ব্লক করা ওয়েবসাইট কিভাবে আমরা VPN ব্যবহার করে ভিজিট করতে পারি? তা বুঝলেই বুঝতে পারবেন, VPN কিভাবে কাজ করে।

মনে করুন ফেসবুক এক্সেস বাংলাদেশ থেকে বন্ধ করে দিল, তাহলে কি হবে। আপনি যখন ফেসবুকে এক্সেস করার চেষ্টা করবেন। তখন আপনার ডিভাইস থেকে মানে আপনার IP Address থেকে প্রথমে অনুরোধ যাবে আপনার Local ISP তে, তারপর Local ISP থেকে অনুরোধ যাবে জাতীয় পর্যায়ের ISP তে। সুতরাং, জাতীয় পর্যায়ের যে ISP আছে সেখানে ফেসবুক ব্লক করে দেওয়া আছে। যার কারণে আপনাকে ফেসবুকে এক্সেস করার অনুমতি দিবে না।

মনে করুন এখনও ফেসবুক বাংলাদেশে বন্ধ আছে, কিন্তু এখন আপনি ব্যবহার করছেন VPN। আপনি প্রথমে আপনার ডিভাইসটি কানেক্ট করছেন VPS server এর সাথে। মানে আপনি যে VPN সার্ভিস ব্যবহার করছেন, তারা আপনাকে একটি Vartual Private Server অর্থাৎ VPS ব্যবহার করার অনুমতি দেয়। এখন আপনি ফেসবুকে এক্সেস করতে চাইলে, তখন সেই ডেটা Encrypted হয়ে একটি ট্রানেলের মাধ্যমে আপনার ISP এর কাছে যায় এবং অনুরোধ করে আপনার VPS server এর সাথে যুক্ত করার জন্য। তখন আপনার ISP দেখে আপনি একটি VPS server এর সাথে যুক্ত হতে চাইছেন, যা মনে করুন আমেরিকা বা কানাডাতে রয়েছে। তখন VPS server সাথে ISP যুক্ত হয় এবং আপনাকে ফেসবুকে এক্সেস করার অনুমতি দেয়। কারণ আপনি যুক্ত রয়েছেন VPS server এর সাথে এবং মনে করুন VPS server রয়েছে আমেরিকাতে। সেই দেশেতো আর ফেসবুক বন্ধ নেই, যার কারণে আপনি সহজেই ফেসবুকে এক্সেস করতে পারেন। এখানে আপনার ISP দেখতে পাচ্ছে আপনি আমেরিকার একটি server এর সাথে যুক্ত রয়েছেন এবং সেই server থেকে আর কোথায় কোথায় যুক্ত রয়েছেন না দেখতে পারবেনা। তাহলে, আপনারা বুঝতে পেরেছেন VPN কিভাবে কাজ করে।

VPN কেন ব্যবহার করবেন?

VPN ব্যবহার করলে আপনি আপনার IP Address পরিবর্তন করতে পারবেন, যার ফলে আপনার location সহজে কেউ বুঝতে পারবে না। ব্লক করা ওয়েবসাইট বা অ্যাপ সহজেই অক্সেস করতে পারবেন। কিছু ওয়েবসাইট রয়েছে যেগুলো নির্দিষ্ট কোনো দেশ থেকে ভিজিট করা যায়, আপনি সেই দেশে অবস্থান না করে সেই ওয়েবসাইট ভিজিট করতে পারবেন। নিরাপদে ফাইল ট্রান্সফার করতে পারবেন।

Level 1

আমি শাহারিয়ার কবির জয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।

আমি একজন প্রযুক্তি, স্বাস্থ্য বিষয়ক লেখক।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস