আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই। ধরে নিলাম ভালোই আছো। আজকে আমি তোমাদের জন্য একটি দারুন এবং গুরুত্বপূর্ণ ওয়েবসাইট নিয়ে কথা বলব। এই ওয়েবসাইট এর নাম আমি টিউন এর শেষে দিয়ে দিব। চাইলে তোমরা সেখান থেকে ঘুরে আসতে পারো। এখানে আমি তোমাদের এই ওয়েবসাইট এর বিস্তারিত আলোচনা করব।
তোমাদের প্রথমেই বলে রাখি এই ওয়েবসাইটটিতে তোমরা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করে ঢুকতে পারবে না। এই ওয়েবসাইটে প্রবেশ করার জন্য ডেস্কটপ বা আইফোন লাগবে। তবে তোমাদের কাছে যদি ডেস্কটপ বা আইফোন না থাকে তবে তোমরা অ্যান্ড্রয়েডের Chromo ব্রাউজারের ডেস্কটপ mode করে কাজ চালিয়ে নিতে পারো।
ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর তোমাদের কাছে ভাষা জানতে চাইবে। তোমরা পছন্দের ভাষা সিলেক্ট করবে। এরপর স্টার্ট এ ক্লিক করবে। একটা স্ক্রিন পাবে। এখানে মানুষের ছবি দেখতে পাবে। অর্থাৎ এখানে মানুষের সাইজ এর বস্তুগুলো দেখতে পাবে। স্ক্রিনের নিচে একটি স্ক্রল বার দেখতে পাবে। এটিকে ধরে বাম দিকে ড্রাগ করলে তোমরা মানুষের সাইজের ছোট বস্তু এবং ডান দিকে ড্রাগ করলে মানুষের সাইজ এর বড় বস্তু দেখতে পাবে।
প্রথমে তোমরা মানুষের সাইজের ছোট বস্তু দেখার জন্য বাম দিকে ড্রাগ কর। তাহলে zoom হবে। তোমরা ড্রাগ করতে থাকলে ক্রমান্বয়ে দেখতে পাবে ফুটবল, পাখি, মুরগির ডিম, ম্যাচের কাঠি, চালের দানা, পিপঁড়া, লবণের দানা। এই পর্যন্ত আমরা বস্তুগুলো খালি চোখে দেখতে পাই। পরবর্তী বস্তুগুলো দেখার জন্য আমরা মাইক্রোস্কোপ ব্যবহার করি।
ড্রাগ করতে থাকলে তুমি আরো দেখতে পাবে চুলের পুরুত্ব, ত্বকের কোষ, লোহিত রক্ত কণিকা, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, ক্রোমোজোম, কাদা কণা, বেগুনি রশ্মি। এই পর্যন্ত আমরা সাধারণ মাইক্রোস্কোপ দ্বারাই জিনিস গুলো দেখে থাকি।
এর পরবর্তী জিনিস গুলো দেখতে হলে ইলেক্টন মাইক্রোস্কোপ প্রয়োজন। তবে তোমরা এখন তোমাদের ডিভাইসে এসব বস্তু মাইক্রোস্কোপ ছাড়াই দেখতে পারো। ড্রাগ করা চালিয়ে গেলে দেখতে পাবে HIV ভাইরাস, অতিবেগুনি রশ্মির পুরুত্ব, DNA, X-ray রশ্মি, পরমাণু, পরমাণুর নিউক্লিয়াস।
এই পর্যন্ত বিজ্ঞানীরা বস্তুগুলো দেখার উপায় বের করতে পেরেছিল। এর চেয়ে ছোট বস্তুগুলো দেখা সম্ভব হয়নি। তবে বিজ্ঞানীরা এসব বস্তুগুলোর অস্তিত্ব অনুমান করেছিল। এগুলো হলো গামা রশ্মি, প্রোটন কণা, নিউট্রন কণা, Up কোয়ার্ক, Down কোয়ার্ক, Charm কোয়ার্ক, Top কোয়ার্ক ও সবশেষে Planek Length এবং এটিই পুরো মহাবিশ্বের সবথেকে ছোট বস্তু।
এই জায়গায় Quantam Fome অবস্থান করে। এই জায়গার পড়াশোনাকে আমরা কোয়ান্টাম ফিজিক্স বলে থাকি। এর থেকে ছোট বস্তু মহাকাশে আর নেই। যদি থাকেও তাহলে সেটি আমাদের হিসেবের বাইরে।
এতক্ষণ আমরা মানুষের চেয়ে ছোট বস্তুগুলো নিয়ে আলোচনা করছিলাম। এখন আসা যাক বড় বস্তর বিষয়গুলো নিয়ে। এজন্য স্ক্রিনের নিচের স্ক্রল বার কে ডান দিকে ড্রাগ করতে হবে। ড্রাগ করলে দেখা যাবে হাতি, জিরাফ, নিলতিমি, বিমান, টাইটানিক জাহাজ, বুর্জ খলিফা, মাউন্ট এভারেস্ট, ইউরোপ মহাদেশ, প্লুটো গ্রহ, আমাদের পৃথিবী, বৃহস্পতি গ্রহ, সূর্য।
এই গেলো নক্ষত্র পর্যন্ত হিসাব। এইসব গ্রহ, নক্ষত্র আমরা টেলিস্কোপ ব্যবহার করে দেখতে পারি। এর চেয়ে বড় বস্তুগুলো আর টেলিস্কোপ ব্যবহার করে দেখা যাবে না।
স্ক্রল বারকে ডান দিকে ড্রাগ করা চালিয়ে গেলে দেখতে পাবে ধ্রুব তারা, নেবুলা, গ্যালাক্সি, গ্যালাক্সি ক্লাস্টার ও সবশেষে Observable Universe এবং এটির ভিতরেই রয়েছে আমাদের পুরো বিশ্বজগৎ। এর থেকে বড় স্কেলে আর কি থাকতে পারে তা এখনো কেউ জানে না।
তো এতক্ষণ আমি যা বললাম তাতে তোমরা সহজেই বুঝতে পারবে পৃথিবীর সবথেকে ছোট এবং সবথেকে বড় বস্তু কোনগুলো। ওয়েবসাইট থেকে এটিও বুঝতে পারবে একটা বস্তু অপেক্ষা অপর বস্তু কত ছোট বা বড়। সত্যি কথা বলতে আমাদের এই মহাবিশ্ব বিস্ময়কর, অদ্ভুত এবং চমৎকার। ওয়েবসাইটটি হলো
htwins.net/scale2/
তোমরা চাইলে এই ওয়েবসাইট থেকে বিনা পয়সায় ঘুরে আসতে পারো।
সকলের সুস্ততা কামনা করে আজকের টিউন এখানেই শেষ করছি। সকলে সুস্থ থেকো।
আমি মো সাকিবুল হোসেন মজুমদার। SSC Candidate, Moulvibazar Govt. High School, Moulvibazar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রতিটি কাজ যদি কঠোর শ্রম ও অধ্যাবসায় এর সাথে করা হয় তবে সফলতা ধরা দিতে বাধ্য।