আজকে আপনাদের দারুন একটি প্রোডাক্ট এর সাথে পরিচয় করিয়ে দিবো। প্রোডাক্ট টি হলো 4g lte wifi modem. এটিকে আপনি ২ ইন ওয়ান বলতে পারেন কারণ এই মডেম টি আপনি wifi হটস্পট হিসাবে মোবাইল এ এবং মডেম হিসাবে কম্পিউটার অথবা ল্যাপটপ এ ব্যবহার করতে পারবেন।
যাদের বাসা বাড়িতে নেট একটু স্লো আছে অথবা গ্রামে বসবাস করেন তারা এই মডেম টি ব্যবহার করে একটু ভালো মানের নেট স্পিড পেতে পারেন।
যদিও নেট স্পিড নির্ভর করে আপনার সিম এবং এরিয়া এর ওপরে, এই মডেম টির ডাউনলোড স্পিড ১৫০ mbps এবং আপলোড স্পিড ৫০ mbps.
বাংলাদেশে এতো স্পিড পাওয়া যায়না তবে আপনি গ্রামীণ সিম ব্যবহার করলে ১০-১৫mbps পেতে পারেন এবং রবি সহ অন্য সিম এ ২-৫mbps পেতে পারেন।
4g lte usb মডেম টি আপনারা wifi হিসাবে ১০ জন এক সাথে চালাতে পারবেন এবং pc অথবা laptop এ ব্যবহার করার জন্য মডেম টি আপনার ডিভাইস এ ইনস্টল করে ব্যবহার করতে হবে। তবে এই মডেম টির অসুবিধা হলো এটি একটু গরম হয় তবে এটার কোনো সল্যুশন নেই। মডেম টির বাজার মূল্য ১৮০০-২০০০ টাকা।
মডেম টি সম্পর্কে আরো বিস্তারিত জানতে ভিডিও টি দেখুন
আমি প্রবীর মন্ডল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।