প্রযুক্তি কিভাবে একটি দেশের রক্ষাকবচ হতে পারে তা শুনে অনেকে অবাক হয়েছেন। কিন্তু অবাক হওয়ার কিছুই নেই। প্রযুক্তির অভাবনীয় উন্নয়নের ফলে কিছুই এখন আর অসম্ভব নয়।
ইসরাইল ফিলিস্তিন সংঘাত সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। কিন্তু আমি আজকে এই সংঘাতের ইতিহাস কিংবা কে সঠিক কে ভুল তা নিয়ে তর্ক বিতর্ক করব না। আমরা আলোচনা করব প্রযুক্তির এক উৎকর্ষ উদাহরন আয়রন ডোম আকাশপ্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে যা ইসরাইলকে এককভাবে এই সংঘাতে এগিয়ে রেখেছে।
আয়রন ডোম কী?
আয়রন ডোম হচ্ছে যেকোন আবহাওয়ায় স্বল্প সময়ে মোতায়নযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এটি স্বল্প দূরত্বে বিমান, হেলিকপ্টার, রকেট, আর্টিলারি, ড্রোন ও ভিবিন্ন প্রকারের গাইডেড অ্যামুনেশন প্রতিরোধ করতে সক্ষম।
এটি কিভাবে কাজ করে?
আমেরিকার সাহায্যে Rafael advance defense এবং israel aerospace industries যৌথ ভাবে তৈরি এই সিস্টেমটি তিন ভাগে বিভক্ত।
১.সনাক্তকরন এবং ট্র্যাকিং রাডারঃ এর নাম থেকেই বুঝতে পারছেন এর কাজ কি। এর মুল কাজ হচ্ছে আকাশে নির্দিষ্ট দুরুত্বে ক্ষেপনাস্ত্রকে সনাক্ত করা। এছাড়াও মিসাইল কত দুরুত্বে, কত উচ্চতায়, কত গতিতে এবং কোথায় থেকে আসছে তা নিরূপণ করাও এর প্রধান কাজ।
২.যুদ্ধ পরিচালনা এবং অস্ত্র নিয়ন্ত্রন প্রক্রিয়াঃ এই প্রক্রিয়ায় এটি মূলত রাডার থেকে প্রাপ্ত তথ্য ও উপাত্ত হিসাব নিকাস করে তা মিসাইল লঞ্চারের কাছে পাঠিয়ে দেয়। তাছাড়া নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ইসরাইলের জনগণের জন্য হুমকি কিনা সেটা যাচাই করা হয় এই প্রক্রিয়ায়। যার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটা কমে যায়।
৩.মিসাইল নিক্ষেপণ ইউনিট: প্রতিটি আয়রন ডোম ব্যাটারিতে ৩ থেকে ৪টি লঞ্চার থাকে। প্রত্যেকটি লঞ্চার ২০টি ইন্টারসেপ্টর মিসাইল বহন করে। লঞ্চারগুলো তামীর নামক ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। বৈদ্যুতিক অপটিক সেন্সর সম্পন্ন এই ক্ষেপণাস্ত্রটির উচ্চ ম্যানুভার করার সক্ষমতা রয়েছে। ইন্টারসেপ্টর মিসাইল নিক্ষেপের জন্য কোন ম্যানুয়াল অপারেটরের প্রয়োজন হয় না এটি স্মপুর্ন স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। তাই ভুলের কোন সম্ভাবনা নেই। প্রতিটি ব্যাটারি ১৫০ কিলোমিটার এলাকার নিরাপত্তা দিতে সক্ষম।
এর কার্যকারিতা কতটুকু?
এর নির্মাতাদের দাবি অনুযায়ী এটি ৯০ শতাংশের বেশি কার্যকর। তবে বিশ্লেষকদের মতে এর কার্যকারিতা ৮০ থেকে ৮৫ শতাংশ পর্যন্ত। ইসরাইল সরকারের তথ্য অনুযায়ী এটি গত ১০ বছরে ২৪০০ এর বেশি রকেট, আর্টিলারি ও অন্যান্য অ্যামুনেশনকে ইন্টারসেপ্ট করেছে।
আমি মোঃশামীম হোসাইন। , dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।