আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। এটা বিজয়ের মাস। স্বাধীনতা অর্জনে আমাদের কোন ভুমিকা না থাকলেও আমরা স্বাধীনতা রক্ষায় আমরা ভুমিকা রাখতে পারি। সবার দিন ভালোভাবে কাটুক এই আশা কামনা করে আজকের টিউন শুরু করছি।
ভাইরাস একটি অতি ক্ষুদ্র স্বত্তা যা রোগ সৃষ্টি করে। আজ এই অতি ক্ষুদ্র ভাইরাস কোটি কোটি মানুষকে নাজেহাল করেছে। আজ লাখ লাখ মানুষের মৃত্যুর কারণ এই ভাইরাস। ভাইরাসের কারণে কত পরিবারের সদস্যের পেটে পরিপুর্ণ আহার যায় না। লাখ লাখ মানুষ হয়ে পরেছে দিশেহারা। সেই ভাইরাস সম্পর্কে কিছু জানা গুরুত্বপূর্ণ না হয়ে পারে। তাই আজকের টিউনে এ বিষয়ে সামান্য জ্ঞান আপনাদের সাথে বাটতে এসেছি।
ল্যাটিন শব্দ ভাইরাস এর পারিভাষিক অর্থ হলো বিষ। এটি এত ছোট যে একে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হয়।
ভাইরাস হলো অতি অণুবীক্ষণিক সত্তা যা রোগ সৃষ্টিকারী।
এটির গাঠনিক উপাদান নিউক্লিক এসিড ও প্রোটিন। জীব দেহ কোষ দিয়ে গঠিত এটা আমরা সকলেই জানি, কিন্তু ভাইরাস অকোষীয়। ভাইরাস জীব দেহের বাইরে সবসময় নিষ্ক্রিয় অবস্থায় থাকে।
বিজ্ঞানী বেইজেরিংক প্রথম ভাইরাস নামটি প্রবর্তন করেন।
তামাক গাছের মোজাইক রোগের কারণ হিসেবে ভাইরাসের উপস্থিতি প্রমাণ করেন বিজ্ঞানী আইভানোভসকি তিনি ভাইরাসের আবিষ্কারক।
ভাইরাসের দেহ প্রোটিন ও নিউক্লিক এসিড দিয়ে গঠিত। এটি প্রমাণ করেন ভাইরোলজির জনক স্ট্যানলি।
ভাইরাস সাধারণত ১২ nm থেকে ৩০০ nm হয়ে থাকে। সবচেয়ে ক্ষুদ্র ভাইরাস হচ্ছে গবাদি পশুর ফুট এন্ড মাউথ রোগ সৃষ্টিকারী ভাইরাস (৮-১২ nm)।
ভাইরাসের বৈশিষ্ট্য সমূহকে দুই ভাগে ভাগ করা যায়। যথা-
নিউক্লিক এসিডের ধরন অনুযায়ী ভাইরাস দুই প্রকারঃ
ভাইরাসে নিউক্লিক এসিড হিসেবে যদি DNA পাওয়া যায় তাহলে সেইসব ভাইরাস কে DNA ভাইরাস বলে। যেমন- ভ্যাকসিনিয়া, ভ্যারিওলা, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস ইত্যাদি।
ভাইরাসে নিউক্লিক এসিড হিসেবে যদি RNA পাওয়া যায় তাহলে সেইসব ভাইরাস কে RNA ভাইরাস বলে। যেমন-TMV, HIV, Rabbis, Corona ইত্যাদি ভাইরাস।
১.মানুষের শরীরে রোগ সৃষ্টি করে। যেমন:
২.উদ্ভিদে রোগ সৃষ্টি করে। যেমন:
ভাইরাসটির নাম SARS CORONA VIRUS(COV) -2।
আক্রমণের ফলে মানুষের COVID 19 রোগ হয়।
COVID এর পূর্ণরূপ Corona Viarus Disease।
এটি একটি RNA ভাইরাস।
প্রধানত শ্বসনতন্ত্রে সক্রমন ঘটায়।
জুন আলমেইডা হলেন একজন স্কটিশ ভাইরোলজিস্ট। তিনি ১৯৬৪ সালে প্রথম Corona ভাইরাস আবিস্কার করেন। এই ভাইরাসটি তিনি লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে শনাক্তকরণ করেণ।
পরিশেষে বলতে চাই যে, আপনারা সবাই সতর্ক থাকবেন ভাইরাস থেকে। সুস্থ স্বাভাবিক জীবন যাপন করুন।
আমার টিউন ভালো লাগলে জোসস দিয়ে আমাকে উৎসাহীত করুন যাতে ভবিষ্যতে আমি আপনাদেরকে আরো ভালো টিউন উপহার দিতে পারি। আর খারাপ লাগলে বা ভুল লিখলে আমাকে টিউমেন্ট এ জানান যাতে আমি তা শুধরে নিতে পারি।
আমি মো তানজিন প্রধান। ২য় বর্ষ, বগুড়া আজিজুল হক কলেজ, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 91 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।
কখনো কখনো হারিয়ে যাই চিন্তার আসরে, কখনোবা ভালোবাসি শিখতে, কখনোবা ভালোবাসি শিখাতে, হয়তো চিন্তাগুলো একদিন হারিয়ে যাবে ব্যাস্ততার ভীরে। তারপর ব্যাস্ততার ঘোর নিয়েই একদিন চলে যাব কবরে।