আশাকরি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজও নিয়ে এসেছি শিক্ষামূলক সুন্দর একটা টিউন। চলুন শুরু করা যাক।
Solu bag নামটি কি কেউ শুনেছেন?
আমার মনে হয় অধিকাংশ লোকই শোনেন নাই। কারণ আমিও এর আগে জানতাম না। এটা বিজ্ঞানীদের অল্প কয়দিন আগের আবিষ্কার। আমি জানার পরেই, ভালো লাগার কারনেই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। চলুন জেনে নিই সলু ব্যাগ কি।
সলু ব্যাগ হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড এবং সাধারণ রাবারে তৈরি এক বিশেষ ব্যাগ যা পলিব্যাগ এর মতোই হুবুহু ব্যবহার যোগ্য এবং একে গরম পানিতে নষ্ট করা যায়।
এটি চিনা প্রযুক্তির সহয়তায় তৈরি একটি ব্যাগ।
পলিথিনের একমাত্র উপকারিতা হচ্ছে পণ্য বহন এবং প্যাকেটজাত করা। কিন্তু পলিথিন এর অসংখ্য ক্ষতিকর দিক রয়েছে। পলিথিন একমাত্র বস্তু, যা দ্বারা ধ্বংস হয়ে যেতে পারে অসংখ্য দেশ। বাংলাদেশে ভয়াবহ ভাবে ব্যবহার হচ্ছে ক্ষতিকর এই পলিথিন ও প্লাস্টিক। দেশে ফেলা দেওয়া পলিথিন এর রিসাইক্লিংয়ের কোনো রকম ব্যবস্থা নেই। আমরা জানি যে শুধু এই পলিথিনের কারণেই ধ্বংস হতে পারে পুরো বাংলাদেশ।
পলিথিন ও প্লাস্টিক যে আমাদের দেশে ভয়াবহ বর্জে পরিনত হয়েছে এ ব্যাপারে আমরা সকলেই জানি। তাই আমাদের পলিথিন এর বিকল্পের দিকে গুরুত্ব দিতে হবে। হতে পারে সলু ব্যাগ সেই বিকল্প। এছাড়াও আমরা কিছু ক্ষেত্রে পাটের ব্যাগ ব্যবহার করতে পারি। কারণ পাট দেশি পন্য এবং পচনশীল।
আজকের টিউন এ পর্যন্তই। আপনাদের এ বিষয়ে কোন মন্তব্য বা প্রশ্ন থাকলে টিউমেন্ট এ আমাকে জানাবেন। টিউনটি ভালো লাগলে জোসস দিতে ভুলবেন না। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক।
আমি মো তানজিন প্রধান। ২য় বর্ষ, বগুড়া আজিজুল হক কলেজ, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 91 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।
কখনো কখনো হারিয়ে যাই চিন্তার আসরে, কখনোবা ভালোবাসি শিখতে, কখনোবা ভালোবাসি শিখাতে, হয়তো চিন্তাগুলো একদিন হারিয়ে যাবে ব্যাস্ততার ভীরে। তারপর ব্যাস্ততার ঘোর নিয়েই একদিন চলে যাব কবরে।