আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে, সাদা ও কালো কি? তাহলে আপনারা হয়তো এক কথায় উত্তর দিবেন সাদা ও কালো হলো এক একটি রঙ। এটা ব্যবহারিক অর্থে সঠিক। যেমন- একটি সাদা খরগোশ এবং একটি কালো বিড়াল। কিন্তু পদার্থ বিজ্ঞানের ভাষায় সাদা কে অন্য কিছু বলে। কালো এর ব্যতিক্রম নয়।
সাদা হচ্ছে সমস্ত রং এর সমাহার অর্থাৎ এখানে সব রং এর উপস্থিতি আছে বলেই একে সাদা দেখায়। তিনটি মৌলিক রং এর আলো প্রায় সম পরিমানে চোখে পারিপার্শ্বিকের সাপেক্ষে উজ্জ্বল ভাবে আপাতিত হলে আমাদের মস্তিষ্ক এটাকে সাদা হিসেবে দেখে। সাদার ভিতরে সব রং থাকায় এটি নতুন করে আর কোন রশ্নি শোষন করে না বা প্রতিফলন করে ফলে সাদা পোশাক আরাম দেয় গ্রীষ্ম কালে।
আর কালো হলো এমন একটি অবস্থা যেখানে কোন রং এর উপস্থিতি নেই। যা দৃশ্যমান বর্ণালীর মধ্যে কোন আলো বিকিরণ বা প্রতিফলন করে না, কালো হচ্ছে সেইসব বস্তুর অবস্থা। কালো দেখতে বস্তু দৃশ্যমান বর্ণালীর সকল কম্পাঙ্ক বিশিষ্ট আলো শোষণ করতে পারে। সুতরাং বর্ণহীন বলতে কালো বলা হয়। কালো সব বর্ণ শোষন করে বলেই কালো রং এর পোশাক গ্রীষ্মকালে পরলে বেশি গরম লাগে।
এই মজার বিষয়টি যদি আপনার আগে থেকে জানা না থাকে তাহলে অবশ্যই একটি জোসস দিবেন। আর টিউন সম্পর্কে কোন মন্তব্য থাকলে টিউমেন্ট এ আমাকে জানাবেন। এ পর্যন্ত আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।
আমি মো তানজিন প্রধান। ২য় বর্ষ, বগুড়া আজিজুল হক কলেজ, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 91 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।
কখনো কখনো হারিয়ে যাই চিন্তার আসরে, কখনোবা ভালোবাসি শিখতে, কখনোবা ভালোবাসি শিখাতে, হয়তো চিন্তাগুলো একদিন হারিয়ে যাবে ব্যাস্ততার ভীরে। তারপর ব্যাস্ততার ঘোর নিয়েই একদিন চলে যাব কবরে।
প্রিয় ট্রাসটেড টিউনার,
আপনার টিউনটিতে ভুল হয়েছে।
কারণ:
টিউন থাম্বনেইল এ বানান ভুল করা হয়েছে।
রুহস্য => রহস্য
করণীয়:
টিউন থাম্বনেইল এ ভুল বানান ঠিক করুন।
উপরের নির্দেশিত সংশোধন করে এই টিউমেন্টের রিপ্লাই দিন।