5 মিনিটে উইন্ডোজে কালি লিনাক্স ভার্চুয়ালবক্স ছাড়াই/WSL 2 GUI

প্রকাশিত
জোসস করেছেন

উইন্ডোজে কালি-লিনাক্স, ৫ মিনিটে। তাও আবার আপ্লিকেশন্ এর মত!

তো প্রথমত আমাদের উইন্ডোজ-10 এর নতুন বা আপডেটেড ভার্সন লাগবে আর না থাকলে সেটিংস এ গিয়ে আপডেট করে নিন।

  • এখন উইন্ডোজ  সার্চবারে গিয়ে windows powerShell লিখে সার্চ দিয়ে Windows powerShell Administration দিয়ে রান করুন, ঠিক নীচের ফটো এর মতো-
5 মিনিটে উইন্ডোজে কালি-লিনাক্স (ভার্চুয়ালবক্স ছাড়াই/WSL 2 GUI)
Windows PowerShell Administrator
  • এই কমান্ড টা লেখুন  Enable-WindowsOptionalFeature -Online -FeatureName Microsoft-Windows-Subsystem-Linux এবং PC restart করুন।

⚙️ Enable-WindowsOptionalFeature -Online -FeatureName Microsoft-Windows-Subsystem-Linux

 

  • PC  on হবার পর আবার আগেরমতো Windows powerShell রান করে এই দুইটি কমান্ড রান করুন এবং PC  রিস্টার্ট  করুন।
  1. dism.exe /online /enable-feature /featurename:VirtualMachinePlatform /all /norestart
  2. dism.exe /online /enable-feature /featurename:Microsoft-Windows-Subsystem-Linux /all /norestart

  • এই সফটওয়্যার টি ডাওনলোড করে ইনস্ট্যাল করুন: https://aka.ms/wsl2kernel

  • powerShell এ WSL set করুন :  wsl -set-default-version 2

  • এপ্লিকেশন  ওপেন করে এই দুইটি কমান্ড দিয়ে GUI ইন্সটল করুন এবং পাসওয়ার্ড  সেট করুন:
  1. sudo apt update && sudo apt upgrade -y
  2. sudo apt install kali-desktop-xfce -y
  3. passwd ( আপনার পাসওয়ার্ড) 
  • এবং এই কমান্ড দিয়ে XRDP ইন্সটল করুন:
  1. sudo apt install xrdp -y
  2. sudo service xrdp start
  3. hostname -I
  • এবার উইন্ডোজ সার্চবার এ গিয়ে Remote Desktop connection ওপেন করুন
  • এখন hostname এর ip দিয়ে কানেক্ট করুন!

 

  • ইউজার নেম এবং পাসওয়ার্ড লিখুন :
  • স্বাগতম

Level 1

আমি ১৩৩৭ টিউনস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

গেম প্রেমিক


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস