অনেক সময় দেখা যায় আমাদের আশেপাশের অনেকেই আমাদের ওয়াইফাই ব্যবহার করে কিন্তু এত ব্যবহার করে যে আমরা নিজেরাই ঠিক মত স্প্রিড পাইনা। তখন যদি আমরা রাউটার থেকে ইন্টারনেট স্পিড লিমিট করতে যাই তখন অনেক ঝামেলা হয়। রাউটার reboot দিতে হয়। আবার যদি চেঞ্জ করতে চাই আবার reboot দিতে হয়। অনেক ঝামেলা। অনেকে তাই software ব্যবহার করে। কিন্তু সেইখানে ও ঝামেলা। দেখা যায় অধিকাংশ software e কাজ করে না। আবার অনেক ভাইরাস থাকে। অনেকে আবার খুঁজে বের করতে পারলেও দেখা যায় তার পিসি তে চলছে না। তো অনেকে এটা বের করতে পারে না যে কেনো তার পিসি তে চলছে না। তাই আমি ছোট্ট একটা ভিডিও তে যত সহজে করা সম্ভব দেখিয়েছি। চাইলে দেখতে পারেন। আমি স্পিড লিমিট এর জন্য ব্যবহার করেছি netcut
আমি শাহেদ আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।