How To Transfer Money From PayPal To Bank

How To Transfer money From Paypal to Bank

আজকে আমি আপনাদের কে শিখাব কিভাবে আপনি খুব সহজে পেপাল থেকে টাকা বা ডলার ব্যাংক একাউন্ট এ নিয়ে যাবেন। সেই প্রসঙ্গ নিয়ে আজকের সকল প্রসেস দেখিয়ে দিব। চলুন আজকের প্রসঙ্গ কিভাবে আমরা পেপাল থেকে টাকা বা ডলার ব্যাংক নিব।  জেনে নেই।

প্রথমত : আমি পেপাল সম্মন্ধে কিছু কথা বলে নেই।  পেপাল এমন একটি ব্যাংক সংস্থা। যা অনলাইনের আয় করা ডলার জমা বা উথড্রাও করা সহজ পন্থা।
আপনি যে কোন দেশের হোন না কেন?  যে দেশের পেপাল প্রযোজ্য আছে, সেই দেশে এই সুযোগ সুবিধা পাওয়া যায়।

 মুলত পেপাল চায় সকল দেশের জন্য প্রযোজ্য করতে, কিন্তু সরকারি প্রদত্ত হয় নি এখনও। তাই আমাদের বাংলাদেশের জন্য পেপাল প্রযোজ্য নয়। তবে আপনি অন্য পদ্ধতিতে  সেই কাজ করতে পারেন। যেমন আপনি পেপাল এর একাউন্ট খুলালেন আপনার আত্বীয় স্বজনদের দিয়ে। তারপর ভেরিফাই করে নিজে চালাতে পারেন নিজের দেশে বসে। আর এই জন্য আপনি যখন টাকা গুলা ট্রাসফার করতে যাবেন ব্যাংক এর মাধ্যমে। তখন সেটা সরাসরি করতে পারবেন না। আপনাকে ইনডায়রেকলি ট্রাসফার করতে হবে।

তাহলে চলুন বাংলাদেশি ভাই ও বোনরা কিভাবে ট্রাসফার করবেন পেপালের জমানো টাকা বা ডলার ব্যাংক এর মাধ্যমে। আরো দেখুন

Level 4

আমি দেলওয়ার হোসাইন। , Bangladesh। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 43 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

I am a freelancer web designer, I can give you a blogger website by designing a professional website and if you want to see what website I design, click on this link.Website Link here


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস