জেনে নিন এ বছর সদকাতুল ফিতরের পরিমাণ কত টাকা নির্ধারণ করা হয়েছে কোন জিনিস দ্বারা ফিতরা দেওয়া সুন্নত

প্রকাশিত
জোসস করেছেন

এ বছর ফিতরার পরিমাণ নির্ধারণ করা হয়েছে

সর্বোচ্চ ২২০০ টাকা ও সর্বনিম্ন ৭০ টাকা

ইসলামিক ফাউন্ডেশন থেকে ২০২০ সালের রামাদান মাসের যাকাতুল ফিতর এর পরিমাণ নির্ধারন করে দেয়া হয়েছে। এ বছর জনপ্রতি ফিতরা আদায়ের জন্য সর্বোচ্চ পরিমান ২২০০ টাকা ও সর্বনিম্ন পরিমান ৭০ টাকা। কেন এই তারতম্য হয়? এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে অ্যাপের "আর্টিকেল ও মাসআলা" অপশনের একদম শেষ আর্টিকেলে। সেখানে আমরা ফিতরা বিষয়ে বিস্তারিত বলার চেষ্টা করেছি।

এ বছর ফিতরার পরিমাণ নির্ধারণ করা হয়েছেলুন দেখে নিই কোন পণ্য দিয়ে ফিতরা আদায়ের জন্য কত মূল্য পরিশোধ করতে হবে।

॥॥ আটা ॥॥ - ৭০ টাকা

আটা দিয়ে আদায় করলে অর্ধ সা তথা ১ কেজি ৬৫০ গ্রাম আটা ফিতরা হিসাবে দিতে হবে। এর মূল্য দিতে চাইলে বাজার দর অনুযায়ী আসে ৭০ টাকা।

॥॥ যব ॥॥ - ২৭০ টাকা

যব দিয়ে আদায় করলে ১ সা তথা ৩ কেজি ৩০০ গ্রাম প্রদান করতে হবে। যার বাজারমূল্য ২৭০ টাকা।

॥॥ গম ॥॥ - ৭০ টাকা

যব দিয়ে আদায় করলে অর্ধ সা তথা ১ কেজি ৬৫০ গ্রাম প্রদান করতে হবে। যার বাজারমূল্য ৭০ টাকা।

॥॥ কিসমিস ॥॥ - ১৫০০ টাকা

কিসমিস দিয়ে আদায় করলে ১ সা তথা ৩ কেজি ৩০০ গ্রাম প্রদান করতে হবে। যার বাজারমূল্য ১৫০০ টাকা।

॥॥ খেজুর ॥॥ - ১৬৫০ টাকা

খেজুর দিয়ে আদায় করলে ১ সা তথা ৩ কেজি ৩০০ গ্রাম প্রদান করতে হবে। যার বাজারমূল্য ১৬৫০ টাকা।

॥॥ পনির ॥॥ - ২২০০ টাকা

পনির দিয়ে আদায় করলে ১ সা তথা ৩ কেজি ৩০০ গ্রাম প্রদান করতে হবে। যার বাজারমূল্য ২২০০ টাকা।

ইসলামিক ফাউন্ডেশনের প্রেস বিজ্ঞাপ্তিঃ
http://www.islamicfoundation.gov.bd/site/notices/131ad2ae-2cf1-4897-be5a-61100f0d0080/

ইসলামিক ফাউন্ডেশন থেকে আরো বলা হয়েছে পণ্যগুলোর স্থানীয় বাজারমূল্যে তারতম্য হতে পারে। সে অনুযায়ী নিজ নিজ এলাকার বাজারমূল্য অনুযায়ী প্রদান করলেও আদায় হয়ে যাবে। এছাড়াও এখানে পণ্যগুলোর যে মূল্য দেয়া আছে সেগুলোর ক্ষেত্রে পণ্যের মান অনুযায়ী মূল্যের তারতম্যও হওয়া সম্ভব। যেমন ৩ কেজি ৩০০ গ্রাম খেজুরের মূল্য ধরা হয়েছে ১৬৫০ টাকা। আমরা জানি উন্নত জাতের আজওয়া খেজুরের প্রতি কেজির দামই আছে প্রায় ২০০০ টাকা। সেক্ষেত্রে আমাদের যাদের সামর্থ্য আছে তিনি ইসলামিক ফাউন্ডেশনের খেজুরের মূল্যকে আদর্শ না ধরে আজওয়া খেজুরের দাম হিসাব করে ৬৬০০ টাকা ফিতরা প্রদান করতে পারেন।

ফিতরা খাদ্য দিয়েই দিতে হবে নাকি মূল্য প্রদান করলেও আদায় হবে এ নিয়ে ফিকহবিদদের মধ্যে মতপার্থক্য রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে অ্যাপের বাম পাশে থাকা নেভিগেশন ড্রয়ারের "আর্টিকেল ও মাসআলা" মেনুতে ক্লিক করুন। এরপর লিস্টের সর্বশেষ আর্টিকেলটি পড়ুন। ইনশাআল্লাহ এ বিষয়ে একটা পরিষ্কার ধারণা পাওয়া যাবে।

আল্লাহ আমাদের সকলকে ঈদের আগেই সাধ্য অনুযায়ী বেশি মূল্যমানের পণ্য দিয়ে ফিতরা আদায় করার তাওফিক দান করুন। আমীন।

Level 1

আমি মিজানুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

কারো কাছে আমি মহৎ, কারো কাছে আমি তুচ্ছ! যার মানসিকতা যেমন, তার কাছে আমিও তেমন!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস