কম্পিউটারের সামনে বসে খুটখুট করা যাদের কাছে বোরিং লাগে তারা ধারণাও করতে পারে না ঐ এক খুটখুটানিতেও পুরো পৃথিবী নিমিষেই বদলে দেওয়া যায়। খারাপ দিকেও যায়, ভালো দিকেও যায়। বন্ধুরা আজকে এই কম্পিউটারের সামনে বসে খুটখুট করা বিশ্বের সেরা হ্যাকিং নির্ভর সিনেমা নিয়েই আপনাদের সামনে হাজির হয়েছি। হ্যাকিং মুভি নিয়ে এই লিস্ট এমনভাবে করা হয়েছে, এই ১০ সিনেমা দেখলে হ্যাকিং সম্পর্কে আর কিছু বাকি থাকবে না. চলুন শুরু করা যাক,
7.Anonymous (2016)
6.Black-hat (2015)
5.Live Free or Die Hard (2007)
4.The Fifth Estate (2013)
3.Who Am I (2014)
2.Hackers (1995)
1.The Matrix (1999)
যদি আপনাদের জানা কোন Movie থাকে অবশ্যই টিউমেন্ট করবেন।
ধন্যবাদ
আমি এস এম মাসুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
Bsc in EEE