বিজ্ঞানের যে শাখায় পদার্থ ও শক্তি নিয়ে বিশদ আলোচনা করা হয় তাকে বলা হয় PHYSICS বা পদার্থবিজ্ঞান।
না, এখনো বিষয়টা পরিষ্কার না। মুল ব্যপারটা হল বিজ্ঞানের যে শাখায় পর্যবেক্ষন, পরীক্ষণ ও বিশ্লেষণের আলোকে পদার্থ ও শক্তির রূপান্তর ও সম্পর্ক উদঘাটন এবং পরিমাপগতভাবে তা প্রকাশ করা হয় তাকে পদার্থবিজ্ঞান বলে।
পদার্থবিজ্ঞান হল বিজ্ঞানের চাবিকাঠি (PHYSICS IS THE KEY OF SCIENCE)। আমরা বিভিন্ন সময়ে বিজ্ঞানের আবিষ্কার দেখেছি। আরও যতগুলো আবিষ্কার দেখবো। তাঁর প্রতিটায় বিজ্ঞানের কোন না কোন মূলনীতির উপর ভিত্তি করে তৈরি হয়েছে। তেমনি পদার্থবিজ্ঞান বিজ্ঞানের অন্যতম মৌলিক শাখা। এর উপর ভিত্তি করেই পরমাণুর গঠন থেকে শুরু করে আবহাওয়া পুর্বাভাস দান পর্যন্ত কাজ করা হয়। শুধু কি তাই! আরও কি কি বিষয়ে পদার্থবিজ্ঞানের দৌড় শুনবেন না?
১। চিকিৎসা বিজ্ঞান
২। জোতির্বিজ্ঞান
৩। প্রকৌশলশাস্ত্রসমূহ
৪। সমুদ্রবিজ্ঞান
৫। জীববিজ্ঞান
৬। মনোবিজ্ঞান
আরও কত্ত কি!
পদার্থবিজ্ঞানের সীমা নির্ধারন করা আসলেই যে কতটা দুষ্কর তা পদার্থবিজ্ঞানীরাই জানেন। আবার পদার্থবিজ্ঞানকে ভাগ করাও বেশ মুশকিল। তবে পঠন-পাঠনের সুবিধার্থে আমরা কিছুটা ভাগ করতে পারি। যেমন-
১। বলবিজ্ঞান
২। তাপ ও তাপগতি বিজ্ঞান
৩। আলোকবিজ্ঞান
৪। শব্দবিজ্ঞান
৫। তড়িৎ চৌম্বকবিজ্ঞান
৬। কঠিন অবস্থার বিজ্ঞান
৭। পারমানবিক পদার্থবিজ্ঞান
৮। নিউক্লিয় পদার্থবিজ্ঞান
৯। কোয়ান্টাম পদার্থবিজ্ঞান
১০। ইলেক্ট্রনিক্স ইত্যাদি
পদার্থবিজ্ঞানের মুল উদ্দেশ্য হল প্রকৃতির রহস্য উদ্ঘাটন করা। এটি হচ্ছে বিজ্ঞানের অন্যতম মৌলিক শাখা। তাই এর নীতিগুলোর উপর ভিত্তি করেই চলছে অসংখ্য উদ্ভাবন। যদিও পদার্থ ও শক্তির আলোচনা এ শাখায় বেশি করা হয়ে থাকে। পদার্থবিজ্ঞানের গবেষণা প্রাকৃতিক ঘটনাগুলোকে যেমন বুঝতে সহজ করে তেমনি বিজ্ঞানের অন্যান্য শাখায় এর প্রয়োগে গুরুত্বপুর্ন অবাদান রাখে।
ব্যপারটা হাস্যকরভাবে সত্য, উনিশ শতকের শেষের দিকে ইলেকট্রন আবিস্কারের মাধ্যমে ইলেকট্রন মাইক্রোস্কোপের উদ্ভাবন ঘটিয়েছে। যা কিনা পরবর্তিতে বস্তুবিজ্ঞান ও কোষ-জীববিদ্যার বিপ্লব এনে দিয়েছে।
১। প্রকৃতির নিয়মগুলো বর্ননা করতে শেখায়
২। পদার্থবিজ্ঞানের মূলনীতি অনুসরণ করে প্রযুক্তির উন্নতি ঘটায়
৩। পদার্থবিজ্ঞান অধ্যয়ন একটি মানবিক প্রশিক্ষণ
৪। পদার্থবিজ্ঞান আমাদের গভীরভাবে পর্যবেক্ষন করতে শেখায়।
ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী পর্বে
মুহাম্মদ আলাউদ্দিন, Founder of HUGENEED
চাইলে আমার বাড়ী (HUGENEED) থেকে একবার ঘুরে আসতে পারেন
আমি মুহাম্মাদ আলাউদ্দিন। Founder & CEO, HUGENEED, DHAKA। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জানার আর জানানোর বশে টেকটিউনে আসা। চাইলে ঘুরে আসতে পারেন আমার বাড়ি HUGENEED (https://www.hugeneed.xyz/) থেকে। Favorite Quotes 1.আল্লাহকে ভয় করো, আল্লাহকে স্মরণ করো। 2.যদি কোনো লাইন না বোঝ তাহলে তার আগের ও পরের লাইন মনোযোগ দিয়ে পড়ো তবে নিশ্চিত বুঝবে। 3.তোমার ছোট্ট মেধা দিয়ে ছোট্ট কাজটি করে দেখাও, একদিন দেখবে...