ফেসবুকের উদ্দেশ্য সৎ না। সাম্প্রতিক সময়ে Facebook কোন কারন ছাড়াই অনেকে ID disabled করে দিচ্ছে আর ID active করার জন্য National ID card / Passport চাচ্ছে।
অনেকে জমা দিচ্ছে, অনেকে আবার নতুন Facebook ID খুলছেন।
আবার এমন অনেকেই আছেন যারা মনের কষ্টে Facebook চালানো বন্ধ করে দিয়েছেন আমার মতো, কারন আমার প্রায় ২০+ ফেসবুক পেজ আর গ্রুপ হারিয়েছি। কিছু পেজের সাথে আমার গার্লফ্রেন্ডে Admin হিসেবে ছিলো, সেই পেজগুলো ফেরেত পাবো, আর বাকি Page আর group গুলো হারিয়েছি।
আমার কষ্ট এখানেই যে আমি এই পেজেইর লাইকগুলো কিনেছিলাম, প্রায় ৫০০ ডলারের মতো খরচ করেছি ফেসবুকে। কিন্তু এতো বছরের পুরানো ফেসবুক ID আমার, সেটাকে কিভাবে Ban করলো! এমন না যে আমার ID তে কেউ report করেছিলো, এমন কিছুই হয়নি। কারন আমার ID তে আমার পরিবারের লোকজন আর আত্বীয় ছাড়া অন্য কেউই নেই, আমার আমার ফেসবুকে ফ্রেন্ড ছিলো মাত্র ৩০+ জন।
যাই হোক, যারা ব্যবসায়িক উদ্দেশ্যে ফেসবুক চালাচ্ছেন, কষ্ট করে ফেসবুকে টিউন করে Page আর group জনপ্রিয় বানাচ্ছেন, তারা একদিন বুঝতে পারবেন যে আপনাদের সময় নষ্ট করেছেন, কারন একদিন না একদিন ফেসবুক আপনাদের থেকে সব কিছু কেড়ে নেবে। কথাটা আজকের বিশ্বাস হবে না, যেদিন কেড়ে নেবে, সেদিন বিশ্বাস হবে।
অনেক বড় বড় মাপের মানুষগুলো অনেক আগেই ফেসবুক ত্যাগ করেছে। কারন তারা বুঝতে পেরেছিলো যে ফেসবুকের উদ্দেস্য অসৎ। আপনি আপনার Facebook ID ফেরত পাবার জন্য যে National ID card এর ছবি তুলে ফেসবুককে পাঠাচ্ছেন, সেই ID card এর তথ্য কিন্তু ফেসবুকের কাছে থাকছে, আর বেশি কিছু বলতে চাচ্ছি না।
ফেসবুকের উদ্দেশ্য সবার National ID card এর তথ্য সংগ্রহ করা। আর তাই এখন ফেসবুক সবাই ID disabled করে সেটা active করার জন্য National ID card / Passport চাচ্ছে।
কারন ছাড়াই Website block, কারন ছাড়াই ID ban, এসব চলতে থাকলে এমন একদিন আসবে, যখন আর কেউ ফেসবুক চালাবে না।
আমি মোঃ রাহিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 65 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।