মাঝরাতে হঠাৎ করে ঘুম ভেঙ্গে যাওয়ার পর দেখলেন অশরীরী কিছু একটা আপনার উপর বসে কিংবা খাটের কিনারে দাঁড়িয়ে আপনার মুখ চেপে ধরেছে। আপনি শরীরের সমস্ত শক্তি দিয়ে নড়াচড়া করতে চাচ্ছেন, চিৎকার করতে চাচ্ছেন, কিন্তু পারছেন না। কিংবা ঝড়বৃষ্টির রাতে প্রচণ্ড বজ্রপাতের মাঝে দেখলেন কিছু একটা দাঁড়িয়ে আছে আপনার সামনে। কিংবা ঘুমের ঘোরেই মনে হল হঠাৎ কে যেন নিচে ফেলে দিল ধাক্কা দিয়ে। এমন অনেক গল্পের নিয়মিত শ্রোতা আমরা। হয়তো ঘটেছে এমন ভূতুড়ে সব কাণ্ড আমাদের সাথেই। এমন ঘটনার সাথে ভূত-প্রেতের যোগাযোগ থাকাটা স্বাভাবিক।
ঠিক এমনই কিছু ঘটনা ঘটেছিল প্রতিষ্ঠিত কিছু বিজ্ঞানী এবং গবেষকের সাথে। যত যা-ই হোক, তাঁরাও তো মানুষ! তবে সমস্যা হচ্ছে, আর দশজন সাধারণ মানুষের মত ভয়ে কুঁকড়ে গিয়ে কিংবা ঘুরে উল্টোদিকে দৌড় না দিয়ে তারা করলেন পাগলামী, যেটা তাঁরা সবসময়ই করে থাকেন- ভূত নিয়ে নাড়াচাড়া করে দেখা। আর এ থেকেই “আবিষ্কৃত” হয়েছে কিছু ভূত প্রজাতির আদ্যোপান্ত।
পুরো লেখাতি পড়ুন - ভুতের খপ্পরে পড়া একজন বিজ্ঞানীর গল্প
আমি বিজ্ঞান ভুত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।