উন্নয়নের অগ্রযাত্রায় পিছিয়ে নেই বাংলাদেশ। বিশ্বের সাথে তাল মিলিয়ে, বাংলাদেশেও গড়ে উঠেছে অত্যাধুনিক শপিংমল। এই বড় পরিশরের শপিংমলে রয়েছে হাজারও দোকানপাট। এই হাজারও দোকানপাটের ভিড়ে কাঙ্খিত দোকান খুঁজে পাওয়াই দায়। এই হাজারও দোকানপাটের ভিড়ে কাঙ্খিত দোকান খুঁজে বের করার সহজতর ব্যবস্থা হচ্ছে ইনফরমেশন কিওস্ক।
এবার বাজার ঘুরে জানানো হলো ইনফরমেশন কিওস্ক এ খোঁজখবর।
রকমভেদ:
বাজারে রকমভেদে বিভিন্ন ধরনের ইনফরমেশন কিওস্ক পাওয়া যায়। চাহিদামতো বেছে নিতে পারেন আপনার প্রতিষ্ঠানের জন্য একটি। বাজার ঘুরে দেখা গেলো 32” থেকে শুরু করে 96” পর্যন্ত বিভিন্ন সাইজের ইনফরমেশন কিওস্ক পাওয়া যায়। উত্তরা মডেল টাউনের GCTL নামক সিকিউরিটি এন্ড অটোমেশন আমদানী ও সরবরাহকারী দেশিও প্রতিষ্ঠান থেকে স্বনামধন্য একটি প্রতিষ্ঠানের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার দেখে নিচ্ছিলেন তাদের প্রতিষ্ঠানের জন্য একটি ইনফরমেশন কিওস্ক।
দরদাম:
মনিটরের সাইজ ও পিসি কনফিগারেশন অনুযায়ী ইনফরমেশন কিওস্ক এর দাম নির্ভর করে। বাজারে প্রচলিত ইনফরমেশন কিওস্ক 90, 000/ টাকা থেকে শুরু করে 350, 000/ টাকা পর্যন্ত হয়ে থাকে।
কোথায় পাবেন:
ঢাকা ও চট্রগ্রামের বিভিন্ন আমদানীকারক প্রতিষ্ঠান ইনফরমেশন কিওস্ক সরবরাহ করে থাকে। তবে আপনি GCTL এর উত্তরা শাখায় যোগাযগ করে পেয়ে যেতে পারেন আপনার পছন্দমত একটি ইনফরমেশন কিওস্ক।
ব্যবহারবিধি: এটি অবশ্য প্লাগ এন্ড প্লে সিস্টেম অনুসরন করে চালানো যায়। তবে প্রর্দশনীর পূর্বে আগে থেকে প্রয়োজনীয় তথ্য বিল্ট-ইন সফওয়্যার সিস্টেমে ইনপুট করে নিতে হবে।
আমি jakaria3804। Engineer, Technology, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।