বেশ কিছুদিন আগের কথা.
একদিন আমার বিজনেস ই-মেইল চেক করতে গিয়ে দেখি, আমাকে ৮০০ ডলারের স্প্ন্সর অফার দেওয়া হয়েছে। আমাকে শুধু তাদের সফটওয়্যার এর বিজ্ঞাপণ দেখাতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে, আর তারা এর বিনিময়ে $800 দিবে। আমি তো মহা খুশি।
আর মেইলটা পেয়েছিলাম Cloud Gaming টাইপের ওয়েবসাইট থেকে। আর এ ধরনের মেইল প্রায় চার থেকে পাঁচটার মতো পেয়েছিলাম।
এরপর এই অফার/স্প্ন্সর নিয়ে যতো ভাবি ততো মন খারাপ হয়। কারণ আমি ইন্টারনেট ঘেটে বা স্পেশালিস্ট দের থেকে যা জানতে পারলাম, এটা একটা স্প্যামিং মেইল ছিলো।
এমনকি এও জানতে পারি তাদের দেওয়া সফটওয়্যার/ গেইম আমার কম্পিউটারে যদি একবার ইন্সটল করি তাহলে আমার পুরো কম্পিউটার তাদের আওতায় চলে যাবে। তারা চাইলে আমার চ্যানেল হ্যাক করতে পারবে।
এ নিয়ে আরও ঘেটে জানতে পারলাম, ইতিমধ্যে অনেকের ইউটিউব চ্যানেল এ ধরনের স্প্যামিং মেইল থেকে অফার নিতে গিয়ে হ্যাকও হয়েছে।
ভাগ্যিস আমি অল্পের জন্য বেঁচে গেছি।
তাই এ ধরনের লোভনীয় অফার পেলে যাচাই বাচাই করে এরপর তাদের স্প্ন্সরশিপ গ্রহণ করবেন।
ভালো থাকবেন।
ফেইসবুকে আমি ⏩https://www.facebook.com/iamzakirhosain
আমি জাকির হোসেন জিহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।