সূর্য গ্রহন একটি বিরল ঘটনা যা প্রায়শই ঘটে না, কিন্তু যখন ঘটে তখন বিজ্ঞানী সমাজ সহ আমাদের সকল সাধারন মানুষের মধ্যেই একটা উনমাদনা কাজ করে। আমরা অনেকেই সূর্য গ্রহন দেখেছি আবার অনেকেই দেখিনি। তবে আমরা যদি কাউকে জিজ্ঞেস করি "সূর্য গ্রহণ কী?" তখন মনের অজান্তেই এর উত্তর চলে আসে সূর্যে গ্রহণ লাগানোই হলো সূর্য গ্রহণ |
বাংগালী হিসেবে আমরা সহজ উত্তর দিতে পছন্দ করি। উত্তরটি যে ভুল, তাও কিন্তু না।
হ্যা, সূর্যে গ্রহণ লাগাই সূর্য গ্রহণ কিন্তু এই "গ্রহণটা" কী? এই প্রশ্নের উত্তর এবং সূর্য গ্রহণ নিয়ে বিস্তারিত এই লেখাটিতে বিশ্লেষণ করা হয়েছে।
সূর্য গ্রহণ হলো একটি বিশেষ সময় যখন চাঁদ, পৃথিবী এবং সূর্যের মধ্যবর্তী স্থানে অবস্থান করে।
এই সময় চাঁদের ছায়া পৃথিবীর পৃষ্ঠের উপর দিয়ে ভ্রমণ করে এবং পৃথিবীতে পড়ন্ত সূর্যের আলোকে আটকায়।
ফলে কিছু সময়ের জন্য সূর্য আংসিক অথবা পুরপুরি পৃথিবী থেকে অদৃশ্য হয়ে যায়।
এই সম্পূর্ন ঘটনাটিই হল সূর্য গ্রহণ। এখন পর্যন্ত আমরা ৪ ধরনের সূর্য গ্রহণের সাক্ষী হয়েছি।
পুর লেখাটি পড়ুন -
আরো পড়ুনঃ
আমি বিজ্ঞান ভুত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।