"আসছালামুআলাইকুম "
আমাদের পায়ের নিচে তার আশেপাশে আমাদের ঘরে কিংবা বাহিরে বাস করে অতি ক্ষুদ্রকার এক প্রানী যার নাম পিপড়া। আল্লাহর সৃষ্টি জ্ঞান মহান। তারই এক নিদর্শন এই পিপড়া। পিপড়া ছোট হলেও তার ভিতরে আল্লাহ তার ভিতর কি জ্ঞান দান করেছেন নিচের প্রতিবেদনটি পড়লেই বুঝতে পারবেন --
"যখন কোন পিপড়া মারা যায়,তখন তার কোন এক সঙ্গী দ্রুত কলোনি থেকে দেহটা সরিয়ে নেয়। এতে পিপড়াঁ কলোনিতে রোগ সংক্রমনের ঝুকি কমে যায়।কিন্তু প্রশ্ন হল পিঁপড়ারা কিভাবে টের পায় কলোনির কোন বাসিণ্দা মারা গেছে? বিজ্ঞানী তত্ত্ব বলে,মৃত পিপড়া কোন রাসায়নিক সংকেত ছাড়ে,যা কলোনির জ্যান্ত পিঁপড়ারা টের পায়।কিন্তু আর্জেন্টাইন পিঁপড়া নিয়ে গবেষনা করা এক দল কীট বিজ্ঞানী জানিয়েছেন,পিঁপড়াদের মৃত সঙ্গীকে খুজে পাওয়ার কৌশল ভিন্ন। গবেষকরা বলেন,সব পিঁপড়া জ্যান্তই হোক আর মৃতই হোক,ক্রমাগত রাসায়নিক সংকেত দেয়।কিন্তু জ্যান্ত পিঁপড়াগুলি একটি বিশেষ রাসায়নিক বা "লাইফ কেমিক্যাল"নিঃসরন করে। যখন কোন পিঁপড়া মরে যায়,তখন তার দেহ থেকে এ রাসায়নিক প্রভাব কমে যায়।এ থেকেই সঙ্গী পিঁপড়ারা মৃত্যু টের পায় ।"
দেখুন বিজ্ঞানীদের কল্যানে কি তথ্যটাই না জানতে পারলাম সামান্য পিঁপড়ার এত ক্ষমতা।তাই বিজ্ঞানীদের নিয়েই আমরা প্রশংসা ও লাফালাফি করি। আর মহান আল্লাহপাক সামান্য একটা পিঁপড়াকেই এত বৈজ্ঞানিক ক্ষমতা দান করলেন,তার বেজ্ঞানিক কুদরতের কত সুন্দর নিদর্শন দেখালেন,তা কি আমরা উপলব্ধি করবোনা।
বিজ্ঞানীদের অব্যশই স্বীকার করা উচিত মহান আল্লাহই সর্বশ্রেষ্ট বিজ্ঞানী।আমরা তার সামান্য বাহক মাত্র।
বিঃদ্র তথ্যটি মাসিক আত-তাহরীক থেকে নেয়া,বাকীটা সংযোজন ও সংমিশ্রন করা
হয়েছে।
আমি shohel islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 139 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আলহামদুলিল্লাহ…