আশাকরি আপনারা ভালো আছেন। আমার টিউনটি ভিউ করার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আজ আমি আপনাদেরকে সম্পর্কে কিছু কথা বলবো। চলুন তাহলে এলিয়েন সম্পর্কে জানা যাক.
অবশেষে ভারতের আকাশে এলিয়েনদের ৫বার দেখা গেল, জানাচ্ছে CIA রিপোর্টঃ অনেকেই দাবি করেন যে, তারা Alien কে দেখেছেন। কেউ বলেন যে, এলিয়েনদের পায়ের ছাপ মিলেছে। আবার কেউ বলেন যে, আকাশে নাকি এলিয়েনদেরকে উড়তে দেখা গেছে। তবে, এখনও কোন প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু, আমাদের এবার বিশ্বাস করার সময় হয়েছে। কারণ, আমাদের পৃথিবীতে ভিনগ্রহীদের (এলিয়েনদের) পা রাখার তথ্যপ্রমাণ এবার অনলাইনে declassify করলো মার্কিন গোয়েন্দা সংস্থা CIA । খবর জানিয়েছেন, ইন্ডিয়া টাইমস।
রিপোর্ট অনুযায়ী ভারতের লাদাখ সিকিমের পাশাপাশি নেপাল ও ভুটানের আকাশে ৬বার এলিয়েন দেখা গিয়েছিল। তথ্য অনুযায়ী ১৯৬৮ সালে উত্তর-পূর্ব নেপাল, উত্তর সিকিম এবং পশ্চিম ভুটানের আকাশে ভিনগ্রহীদের (এলিয়েনদের) মহাকাশ যান দেখা গিয়েছিল।
২১ ফেব্রুয়ারিতে দ্রুত গতিতে একটি নীল রঙের যান ভুটানের রাজধানী থিম্পুর আকাশে উড়তে দেখা যায়। স্থানীয়দের কানে যানটির আজব শব্দও আসে। ওই বছরের ৪ মার্চ সাদা আলোর সঙ্গে, ধোঁয়া দেখা যায় লাদাখের পূর্ব থেকে পশ্চিম অংশের আকাশে পরবর্তীতে ১৯৬৮ সালের ২৫ মার্চ এক এলিয়েনের দেখা যায় নেপালের কাসকি এলাকার আকাশে। চাকতির মতো ৪ ফিটের লোহার উড়ানযান থেকে আলোর ঝল্কানি বের হচ্ছিল। এছাড়াও ওই সময়ে লাদাখ ও সিকিমের পাশাপাশি নেপালের একাধিক জায়গায় Alien এর দেখা পাওয়ার দাবি রয়েছে।
এই রিপোর্টগুলির ভিত্তিতে বিশেষজ্ঞদের কি বক্তব্য রয়েছে, তা এখনও প্রকাশিত রিপোর্টে উল্লেখ করা হয়নি। শুধু ঘটনাগুলি এবং প্রত্যক্ষদর্শীদের বিবরণ প্রকাশ করা হয়েছে। রিপোর্টে ভারত ছাড়াও স্পেন, রাশিয়া এবং উরুগুয়ের আকাশে এলিয়েনদের দেখা গেছে, সে ঘটনার কথা উল্লেখ রয়েছে। Thank you for your time and patience. If you like my website then, please visit this link: https://www.ipostbd.com
আমি আব্দুল আলীম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।