নতুন রোবট কুকুর বানিয়েছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির এক দল শিক্ষার্থী

 

অন্যান্য চার পায়ের রোবটের মতো করেই নকশা করা হয়েছে ডগো। কিন্তু কম খরচ এবং অ্যাকসেসিবিলিটির জন্য এ ধরনের অন্যান্য রোবটের চেয়ে এগিয়ে এটি- খবর প্রযুক্তি সাইট ভার্জের।

এই ধরনের অন্যান্য রোবট বানাতে খরচ হয় লাখো ডলার। সেখানে ডগো বানাতে খরচ পড়বে তিন হাজার মার্কিন ডলারের কম।

রোবটটির নকশাও ওপেন-সোর্স করেছে শিক্ষার্থী দল। ফলে যে কেউ নকশা প্রিন্ট করে নিজেই ডগো রোবটটি অ্যাসেম্বল করতে পারবেন।

স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির যন্ত্র প্রকৌশল বিভাগের শিক্ষার্থী এবং এক্সট্রিম মোবিলিটি প্রধান নাথান কাউ বলেন, “আমরা গবেষণার কাজে অন্যান্য চার পায়ের রোবট দেখেছি, কিন্তু সেগুলো এমন কিছু না যেটি আপনার নিজের ল্যাবে নিয়ে আসতে পারবেন এবং নিজের প্রকল্পের জন্য ব্যবহার করতে পারবেন।

“আমরা ডগো রোবটটি ওপেন-সোর্স করতে চেয়েছি যাতে অপেক্ষাকৃত কম খরচে নিজেই এটি বানাতে পারেন। ”

নতুন এই রোবটটি বানানোর খরচ কম হলেও দামি রোবটগুলোর চেয়ে আরও ভালো কাজ করে ডগো। এর পায়ের নকশা এবং আরও সাশ্রয়ী মোটর ব্যবহার করায় তা সম্ভব হয়েছে বলে জানানো হয়েছে।

রোবোটিক বিপ্লবকে সামনে রেখেই এই রোবটটি বানানোর চিন্তা আসে গবেষকদের। পায়ে হেঁটে চলা রোবটগুলোও এখন আরও বেশি কার্যকর হয়ে উঠছে।

নজরদারি, পর্যবেক্ষণ, নিরাপত্তা এবং প্যাকেজ সরবরাহের কাজে এ ধরনের রোবটগুলো ব্যবহার করতে কাজ করছে বস্টন ডায়নামিকস, অ্যাজিলিটি রোবোটিকস এবং অ্যানিবটিকস-এর মতো প্রতিষ্ঠানও।

ডগো’র মতো কম খরচের রোবটগুলো গবেষণার কাজ আরও উন্নত করবে বলেই ধারণা করা হচ্ছে।

Level 0

আমি ইয়ামিন রাছেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস