টাইম ট্রাভেলে খপ্পরে পরে ৩৬ বছর এগিয়ে গিয়ে ছিলেন তিনি

ঘটনাটি ঘটেছিল ২০০৬ সালের ৩০শে আগষ্ট। তিনি সুইডিশ নাগরিক হাকান নর্ডকেভিষ্ট। তার বসয় তখন ৩৬ বছর। একদিন তিনি হঠাৎ তার বাড়িরে কিচেনে পানি ভাসতে দেখে। হকান নর্ডকেভিষ্ট ভেবেছিলেন হয়তো বা পানির লাইনে সামন্য লিক হয়েছে। তিনি এই ভেবে হামাগুড়ি দেয়ে সেটাকে ঠিক করতে গিছেছিল। সব থেকে অবাক করা ব্যপার হচ্ছে, তিনি তার কেবিনেটের অন্যপ্রন্তটি শেষ করতে পারচ্ছেনা।  তারপরও এগুতে থাকে। অন্য প্রান্ত দিয়ে বেড়িয়ে এসে দেখেন ২০৪২ সালে তিনি চলে এসেছেন।

টাইম ট্রাভেলে যিনি ভবিষ্যতে চলে গিয়েছিলেন।

গল্পটি কিন্তু এখানেই শেষ না। তিনি ভালো করে লক্ষ করে দেখেন তার মতই হুবুহু ৭২ বছর বয়সি এক ব্যক্তিকে। অর্থাৎ তিনি নিজেই খুঁজে পেয়েছেন। প্রমান হচ্ছে, ঐ ব্যক্তির হাতেও তার মত একটি ট্যাটু রয়েছে। তার সাথে তিনি ছবিও তোলেন এবং ভিডিও করেন। তার হাতের ট্যাটুটি একটু ফ্যাকাশে হয়ে গিছে। বিশ্বাসের ভারটা পাঠকের ওপরেই ন্যস্ত থাকল।

এটি আমার নিজের মত করে গল্প নয়। তার একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম দেখে নিন।

পোষ্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ঘুরে আসতে পারেন আমার টেক বাংলা ব্লগ সাইট থেকে।

Level 0

আমি সুমন খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস