Video Link:- https://youtu.be/0Lq2zwK9BGo
আমাদের পৃথিবী কতটা রহস্যময়.? পুরো পৃথিবী জুড়ে এমন কিছু রহস্যময় জায়গা আছে যা আজও ভাবিয়ে তুলছে | একটা নয় দশটা নয় 100 টা নয় হাজারো রহস্যময় স্থান দিয়ে ভরা আমাদের এই প্রিয় পৃথিবী | যেগুলোর সঠিক ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি | বিজ্ঞানীদের অবিরাম প্রচেষ্টায় হয়তো একদিন সেই সব রহস্য উন্মোচন হবে আর আমরা সেই দিনের অপেক্ষায় | মজার ব্যাপার হলো আমরা প্রতিদিনই নতুন কিছু না কিছু জানছি এইসব বিষয়ে | আজকের এপিসোডে এমনই কিছু স্থান সম্পর্কে আপনাদের জানাবো | যেগুলো সম্পর্কে বিজ্ঞানীরা এখনো অসম্ভব বলে মনে করেন তাহলে | চলুন শুরু করা যাক |
Candy words সম্পূর্ণই ভিন্ন রকম একটি গেম | এই গেমটি খেলা অত্যন্ত সহজ কিন্তু মাস্টার লেভেলের দিকে আপনাকে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে | গেম পেজের ডান সাইটে আপনার বিভিন্ন ওয়ার্ড থাকবে | বা পাশে সাজানো থাকবে অক্ষরগুলোর শাড়ি | এবং এই অক্ষর গুলো আপনি ডানে-বামে নিচে যেখানে ইচ্ছে নিয়ে যেতে পারবেন | গেমটি অ্যান্ড্রয়েড এবং আইওএস এভেলেবেল | solve those riddle and improve your english skill. download link in the description below.
Darvaza crater
Turkmenistan এ এই অদ্ভুত জিনিসটি দেখতে পাওয়া যায় | এখানে এমন একটি স্থান আছে যেটা দেখতে শুধু ভয়ংকরই না বরণ এখানে দেখতে আসা পর্যটকদের বিভিন্ন প্রশ্ন মাথায় আসে. এটা কি? কেন এরকম? এটি এতটাই ভয়ঙ্কর যে এটাকে Door to Hell বা নরকের দরজা বলা হয়.|
প্রকৃতপক্ষে এই ঘটনাটির সূত্রপাত হয় 1971 সাল থেকে | এই crater এর ব্যাসরেখা 69 metres, গভীরতা 30 metres এবং 5, 350 m2 জুড়ে বিস্তৃত |
geologist Anatoly Bushmakin এর মতে 1971 সালে কিছু সোভিয়েত ইঞ্জিনিয়ার্স প্রথম এই স্থানটি দেখতে পান | তারা ধারণা করেন এখানে একটি গ্যাস ক্ষেত্র আছে | তাই সেই সব প্রকৌশলীরা এখানে কতটুকু গ্যাস আছে তারপরিমাণ নির্ধারণ করার জন্য একটি drilling rig পাঠিয়ে ছিলেন |
কিন্তু দুর্ভাগ্যজনক drilling rig টি এই গর্তে ধসে পড়ে | এবং সেখান থেকে অতি ক্ষতিকারক বিপদজনক মিথেন গ্যাস নির্গত হতে থাকে | যেটা সেখানে বসবাস করা স্থানীয় লোকদের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে | তাই প্রকৌশলীরা চিন্তা করলেন এটি কে পুড়িয়ে ফেলবে |
যেটা এক সপ্তাহের বেশি জ্বলবে না | কিন্তু আশ্চর্যজনক ভাবে এটি চার দশকেরও বেশি সময় ধরে জ্বলে যাচ্ছে | 2009 সাল থেকে 50 হাজারেরও বেশি পর্যটকদের এই স্থানে ভ্রমণ করেন |
haukadalur geyser valley
দুনিয়া জুড়ে শুধু মানুষই নিজেদের জন্য ফোয়ারা বানাতে পারে বিষয়টি কিন্তু তা নয় প্রকৃতি নিজে নিজে ফোয়ারা বানাতে পারে | আর এই স্থানটি কে বলা হয় geyser |
আর দুনিয়ার মধ্যে সবচেয়ে ফেমাস ফোয়ারা যেটা কিনা আইসল্যান্ডের haukadalur valley তে দেখতে পাওয়া যায় | যখন এটা থেকে পানি বের হওয়া শুরু করে হয়তো আপনি বিশ্বাস করবেন না কিন্তু সে পানি 70 মিটার পর্যন্ত উপরে উঠে যেতে পারে | আর যখন এটা শান্ত হয়ে যায় তখন একটি বড় আকৃতির পানির বেলুন দেখতে পাওয়া যায় যার রং পুরোটা নীল হয় |
প্রতি 5 থেকে 10 মিনিট পর পর পানি একটি সজোরে ধাক্কা দেয় আর সে পানি পুরো 70 মিটার পর্যন্ত উপরে উঠে যায় | চিন্তা করে দেখুন পানিকে 70 মিটার পর্যন্ত উপরে উঠে যাওয়ার জন্য প্রকৃতি কতটুকু জোরে ধাক্কা দেয় |
Caño Cristales
আপনি যদি কখনো কলম্বিয়ায় যান, তাহলে Caño Cristales এ যাওয়ার সুযোগ যেন হাতছাড়া না হয়ে যায় | কেননা পুরো দুনিয়া জুড়ে এই একমাত্র নদী যেখানে পাঁচটি ভিন্ন রকম রঙে দেখতে পাওয়া যায় | যেমনটি আপনি দেখছেন | আর এই জন্যই এই নদীটির নাম রাখা হয় Liquid Rainbow |
জুলাই থেকে নভেম্বর পর্যন্ত পাঁচটি ভিন্ন রকম রং দেখতে পাওয়া যায় হলুদ, সবুজ, নীল, কালো এবং বিশেষ করে লাল | যেটাকে উপর থেকে দেখলে ঠিক এরকম দেখাবে | এটা দেখতে এতটাই সুন্দর দেখায় সে আমরা চাইলেও এর দিক থেকে নজর সরিয়ে নিতে পারবো না |
এই রং টি হবার কারণ নদীর তলদেশে পাওয়া যায় প্রচুর সংখ্যক রঙ বে রঙের গাছ, বিভিন্ন প্রকার প্রবাল, আর পাথর | ধারণা করা হয় সেরানিয়া দেলা ম্যাকারেনা পাথরগুলি গঠিত হয়েছিল প্রায় 1.২ বিলিয়ন বছর আগে | এখানে দেখতে পাওয়া যায় 420 প্রজাতির পাখি 10 প্রজাতির উভচর প্রাণী, 43 প্রজাতির সরীসৃপ, এবং 69 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী | আর এখান থেকেই বোঝা যায় প্রকৃতির চেয়ে বড় চারুশিল্পী আর কেউ হতে পারে না |
তো বন্ধুরা পানির কোন রং নেই, তাহলে এই নদী কেন ভিন্ন রকম রূপ ধারণ করে? তা আমাকে টিউমেন্ট বক্সে জানিয়ে দিন 20 হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে, আপনাদের মধ্যে সঠিক উত্তরদাতাদের লটারির মাধ্যমে বেছে নিব একজনকে তার জন্য থাকবে আকর্ষণীয় গিফট হ্যাম্পার আর অবশ্যই এই কুইজ অংশ নেওয়ার জন্য টিউমেন্ট করে জানিয়ে দিন |
Waitomo Caves
নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডে অবস্থিত Waitomo Caves | যেখানে আপনার এক ভিন্ন রকম দৃশ্য নজরে আসবে | এখানে আপনি এমন এক গুহা দেখতে পারবেন যেটা পুরো তারা দিয়ে ভরা | প্রকৃতপক্ষে এটা কোন আসল তারা নয়, কিন্তু এটা দেখতে তারার থেকে কোন অংশে কম নয় |
তাহলে চলুন আমরা এটাকে তারা না বলি | কেননা এটা আসলে এক প্রকার জীবিত প্রাণী মানে এক প্রকার ফাঙ্গাস | যা কিনা পুরো দুনিয়া জুড়ে শুধু মাত্র এই গুহাতে পাওয়া যায় | আর সম্ভবত আপনি বিশ্বাস করবেন কিনা এই ছোট ছোট প্রাণী যতটা না ক্ষুধার্ত থাকে তার থেকে বের হওয়া উজ্জ্বল আলো তার চেয়ে বেশি আলোকিত করে | হাজারো ছোট ছোট প্রাণী মিলে এরকম নীল আলো বের করতে থাকে | যেটা দেখে সে কাউকেই বিস্মিত করে দেয় |
Lençóis Maranhenses National Park
ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলের Maranhão state এ অবস্থিত এই পার্কটি | বছরের ছয় মাস খুব একটা বেশি পরিবর্তন লক্ষ্য করা যায় না | শুধুমাত্র চতুর্দিকে মাটি, মাটি এবং মাটি দিয়ে পরিপূর্ণ থাকে যেখানে কোন ধরনের ফসলও জন্মায় না |
এই পার্কটি 43 মাইল বা 70 কিলোমিটার জুড়ে বিস্তৃত | জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত এখানে বৃষ্টিপাতের পরিমাপ প্রায় 70% হয়ে থাকে | ফলে এই জায়গাটি এক অন্যরকম রূপ ধারণ করে |
বৃষ্টিপাতের পানি জমিনের নিচে না যেয়ে 40 মিটার পর্যন্ত উপরে উঠে যায় বাতাসের কারণে | যা এক অপরূপ সুন্দর পুকুরে পরিণত করে | আর এই পুকুরটি সমুদ্রের যেকোনো Beach থেকে অনেক বেশি সুন্দর হয়ে থাকে | আর সে সময় এখানকার তাপমাত্রা 26 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যেই থাকে | দুনিয়াজুড়ে প্রতি বছর প্রায় 60 হাজার পর্যটক এখানে ভ্রমণ করেন | এটা সত্যিই খুবই চমৎকার |
Antelope Canyon
আমার ধারনা মতে আপনাদের অনেকেই এই Antelope Canyon সম্পর্কে শুনেছেন | কিন্তু এখানে এমন কিছু কারণ আছে যেটা সম্পর্কে অনেক কম মানুষই জানে | এই Canyon টি আমেরিকার দক্ষিণ-পশ্চিমাঞ্চল অ্যারিজোনা তে অবস্থিত |
আপনি এই দৃশ্য টি দেখুন | এটি কতটা smooth | এই সুন্দর জায়গাটি শুধু আমেরিকাতেই পাওয়া যায় | প্রকৃতপক্ষে Antelope Canyon দুটি অংশে বিভক্ত | একটি উপরের অংশ এবং অপরটি নিচের অংশ |
এখন আপনি নিশ্চয়ই চিন্তা করছেন এই পাথরের এত সুন্দর আকৃতি কিভাবে হল.? প্রকৃতপক্ষে প্রতি কয়েক বছর পর পর অতিমাত্রায় বন্যায় প্লাবিত হয় এই অঞ্চলটি | আর এই বন্যার পানির গতিবেগ পাথর গুলিকে ভেঙে টুকরো টুকরো করে দেয় | আর এরকম প্রায় কয়েক বছর ধরেই হয়ে যাচ্ছে |
যার ফলে আমরা এত সুন্দর একটি দৃশ্য দেখতে পাই |
আমি জামিউর রহমান জিসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।