কোন একটি শাখার স্রষ্টা বিবেচিত একেবারেই বোকামী। কারণ, সে যেই হোক তার সৃষ্টির পূর্ব দাবিদার তার পূর্বপুরুষ অর্থাৎ, যারা সে শাখায় কাজ করে গেছেন। আর কম্পিউটার বিজ্ঞানের এমনি একটি রেভোলুশন যার শুরু হয়েছে আজ থেকে ৫০০০ বছর পূর্ব এবাকাস নামক যন্ত্রের মাধ্যমে।
তবে হ্যা, সে সময় কম্পিউটার মানে ভিডিও দেখা, গান শুনা, গেইম খেলা এগুলো মিন করত না। শুধু সাংখ্যিক যোগ, বিয়োগ বিভাজনে সীমাবদ্ধ ছিল। বর্তমানে একটি সাধারণ কম্পিউটার (1Giga Hz processor) প্রতি সেকেন্ডে (1 cycle) ১ বিলিয়ন ড্যাটা নিয়ে কাজ করতে পারে। তাহলে বুঝুন একটি কম্পিউটারের কার্যক্ষমতা।
অষ্টম শ্রেণির ছাত্র একজনকে ICT বিষয়টি পড়াতে গিয়ে আমি হঠাৎ থমকে যায়। সেখানে বলা আছে আধুনিক কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ। যুক্তিতে গেলে কার্যপোযোগী পৃথিবীর প্রথম কম্পিউটিং মেশিনের কর্ণধার ধরা যায় জনাব ব্যাবেজ সাহেবকে। তাই বলা উচিৎ ছিলো কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ। আর আধুনিকতার আলো এনেছেন বিশেষ করে উল্লেখ্যযোগ্য " অ্যালেন ট্যুরিং"। যিনি কম্পিউটারের কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligent) ও কৃত্রিম জীবন (Artificial Life) তৈরী করেছে। আর আধুনিকতা মানেই কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তার সাধারণর্থে অর্থ হলো যে যন্ত্র নিজে নিজে ডিশিসন নিতে পারে। আর মানব নির্ভর কম্পিউটার এখন অর্থহীন। কম্পিউটার স্বতস্ফূর্থ। বর্তমানের তথাকথিত ভবিষ্যৎ সম্পূর্ণটাই নির্ভর করে এই কৃত্রিমতার উপর। অর্থাৎ, ভবিষ্যৎ সকল আবিষ্কারের মূল ভাবাংশ থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তার উপর। তাই আধুনিক কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজকে ধরা ঠিক না।
কম্পিউটার ব্যাবেজের মাধ্যমেই সর্বোসমক্ষে উঠে এসেছে। তাই তাকে কম্পিউটারের জনক বলা উচিৎ। কিন্তু আধুনিক কম্পিউটারের জনক বলে দাবি করা আমার মনে হয় উচিৎ নয়। আধুনিক কম্পিউটারের জনক " অ্যালেন ট্যুরিং"।
আমি সুরজিত সিংহ সৌর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
একজন বিজ্ঞান ও প্রযুক্তি প্রেমী... :)