ঘাম থেকেই উৎপন্ন হবে বিদ্যুৎ চার্জ হবে মোবাইলও

সম্প্রতি মার্কিন রসায়নবিদ ও গবেষকরা এক ধরনের ‘ট্যাটুর স্টিক’ তৈরি করেছেন যা দিয়ে শারীরিক পরিশ্রম বা ট্রেনিং-এর মাত্রা পরিমাপ করা যায়৷ শুধু তাই নয়, তার পাশাপাশি তৈরি করা যায় বিদ্যুৎও৷ তাও আবার কিনা ঘাম থেকে৷বিশ্বাস না হলেও এটাই সত্যি!
ধরুণ আপনি ‘জগার’ হিসাবে দৌড়াচ্ছেন৷ সেই সঙ্গে শুনছেন এমপিথ্রি প্লেয়ারে গান। আর এই জন্য যে বিদ্যুৎশক্তির প্রয়োজন, তা প্রস্তুত করছেন আপনি নিজেই৷ শুনে অবাক লাগছে? কথাটা কিন্তু সঠিক৷ শুধু ঘামের মাধ্যমেই তৈরি হয় বিদ্যুৎ৷ ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, সান ডিয়েগোর একদল গবেষক এই মজার আইডিয়াটা বাস্তবায়িত করেন৷ তাঁরা এর নাম দিয়েছেন ‘ট্যাটু বায়োব্যাটারি’৷ ‘‘ঘামের মতো শরীর থেকে নির্গত তরল পদার্থ দ্বারা যে শক্তি উত্পাদন করা যায় তার একটা দৃষ্টান্ত এটা৷”

আরোও বিস্তারিত জানতে দেখতে পারেন

ঘাম থেকেই উৎপন্ন বিদ্যুৎে চার্জ হবে স্মার্টফোন

ল্যাকটেট মাপা হয়

ঘামের ল্যাকটেট মাপা হয় একটি সেন্সর দিয়ে৷ল্যাকটেট হল এক প্রকার অণু, যা গ্লুকোজ থেকে মেটাবলিজমের মাধ্যমে প্রস্তুত হয়৷ শারীরিক পরিশ্রমের সময় কোষে ল্যাকটেট-এর ঘনত্ব দ্রুত বৃদ্ধি পায়৷ ট্রেনিং-এর সময় শারীরিক অবস্থা কেমন হয় সেটা মাপা যায় ল্যাকটেট-এর পরিমাণ দেখে, জানিয়েছেন ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, সান ডিয়েগোর ডক্টরেটের গবেষক ভেনঝাউ জিয়া৷ অতিরিক্ত ল্যাকটেট তৈরি হলে দেহে চাপ পড়ে৷

এতদিন চিকিত্সকরা খেলোয়াড়দের দেহে ল্যাকটেট-এর পরিমাণ মাপার জন্য রক্ত পরীক্ষা করতেন৷ এখন তো বেশ সহজ পদ্ধতি বের হলো৷ ত্বকের ওপর ঘামেও থাকে ল্যাকটেট-এর অণু৷ একটি নতুন সেন্সর দিয়ে এটি মাপা যায়৷ অন্যান্য আধুনিক যন্ত্রপাতির চেয়ে এটা বিশদভাবে ফিটনেসের মাত্রা পরিমাপ করতে পারে৷

আরোও বিস্তারিত জানতে দেখতে পারেন

ঘাম থেকেই উৎপন্ন বিদ্যুৎে চার্জ হবে স্মার্টফোন

নিচে আমার আরো কিছু লেখা শেয়ার করলাম প্রযুক্তি নিয়ে লেখা

অ্যান্ড্রয়েড ২০টি চিপ কোড সকল প্রকার অ্যান্ড্রয়েড ফোনের জন্য অতি সহজে সমাধান করুন আপনার সমস্যা

https://www.techtunes.io/android/tune-id/567708

আপনার কম্পিউটার ভাইরাস মুক্ত – একটি কম্পিউটারে ভাইরাসের উপস্থিতি কিভাবে বুজবেন ?

ইকমার্স ব্যবসা কি? কিভাবে আপনি ইকমার্স ব্যবসা করবেন। ইকমার্স সম্পর্কে সহায়ক টিপস

Level 0

আমি শিমুল খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 38 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 24 টিউনারকে ফলো করি।

I have practical experience based on IT. We are initiate www.mhitfirm.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস