আমরা মানুষেরা একটু বেশিই বুদ্ধিমান, আর এই বুদ্ধিমত্তারই আরেকটি ফিচার হলো মিথ্যা বলা বা সত্যকে লুকানো। মানুষেরা অনেক কারণে মিথ্যা বলে থাকে; নিজের জান বাঁচাতে, শাস্তি থেকে রক্ষা পেতে, জেল থেকে রক্ষা পেতে ইত্যাদি। কিন্তু ন্যায় বিচার কায়েম করার জন্য মিথ্যাকে চিহ্নিত করে সত্যকে খুঁড়ে বেড় করা অত্যন্ত প্রয়োজনীয়, কিন্তু ঠিক কিভাবে সঠিকভাবে সত্য/মিথ্যা যাচাই করা সম্ভব? প্রশিক্ষিত আইন অফিসারেরা বিভিন্ন প্রশ্ন করে কোন মিথ্যাবাদীকে বিভ্রান্ত করে দেয় এবং বুঝতে পারে সে মিথ্যা বলছে কিনা। তবে উপযুক্ত প্রমান এবং সাক্ষী ছাড়া কারো মিথ্যা পরিপূর্ণভাবে প্রমানিত করা সম্ভব নয়। ক্রিমিন্যাল বিভাগের বিজ্ঞানীরা অনেক বছর যাবত এমন কিছু আবিষ্কার করার চেস্টায় ছিলেন, যা সত্য, মিথ্যাকে যাচায় করার ক্ষমতা রাখে। আর পলিগ্রাফ(Polygraph) বা লাই ডিটেক্টর (Lie Detector) মেশিন আবিস্কারের পরে তারা তাদের আবিস্কারের অনেক কাছে পৌঁছে গিয়েছিল। ওয়েট… এক মিনিট ভাই… “লাই ডিটেক্টর? মানে যেটা হলিউড, বলিউড মুভিতে এতদিন দেখেছি?, কেন যে এগুলো টিউন লেখার চেষ্টা করেন? আরে ব্যস্তবে নেই এসব!!!” হ্যাঁ ভাই এটি সত্যিই রয়েছে, এটি মানুষের বিভিন্ন সেন্সরের তথ্য গুলোকে গ্রাফ আঁকারে প্রকাশ করে এবং সাধারনের চেয়ে বেশি উত্তেজিত রেজাল্ট প্রদান করলে আমরা মেনে নেই, ব্যক্তিটি মিথ্যা বলছে। তবে এটি কতটুকু নিশ্চয়তার সাথে কাজ করে এটিই আজকের মূল প্রশ্ন।
আর সেই প্রশ্নের উত্তর পেতে দেখুন ভিডিও-
ভিডিওতে যতটুকু পারি সহজ ভাবে ব্যাখ্যা করেছি।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
প্রতিনিয়ত টেকনোলজি এক্সপ্লানেশন নিয়ে হাজির হবো আমি 🙂
ধন্যবাদ।
আমি ইফতেখার আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।