“টেক পরিবার” এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং আপনাদের জন্য আজকে ইন্টারেষ্টিং কিছু টেক আপডেট নিয়ে এলাম। তাহলে চলুন আপডেট গুলো জেনে নিই।
মাইক্রোসফট উইন্ডোজ ফটো অ্যাপ এর একটি নতুন এবং স্মার্ট ফিচার নেয়ে আসতেছে এবং সেটি হচ্ছে এই ফিচার ব্যবহার করে যে কোন ছবিকে বিভিন্ন পদ্দতিতে সার্চ করা যাবে যেমনঃ ছবির ক্যাটাগরি অনুসারে (এনিম্যাল, হিউম্যান, ফিস ইত্যাদি), কালার অনুসারে, শরীরের পার্ট অনুসারে (ফেস, লেগ) ইত্যাদি ইত্যাদি। এবং এটি উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের জন্য আসতেছে।
মাইক্রোসফট নিয়ে এসেছে কিবোর্ড এবং মাউস এর একটি বিশেষ কম্বো প্যাক। কিবোর্ডটির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এর মাধ্যমে বায়োমেট্রিক পদ্দতিতে ফিঙ্গারপ্রিন্ট লক সিস্টেম এর ফিচার রয়েছে। কম্বো প্যাকটির প্রাইস ধরা হয়েছে ১৮০ ডলার।
আমরা জানি অ্যাপল এর ১০ বছর পূর্তি উপলক্ষে আইফোন ৮ আসছে বছরের শেষ দিকে । অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি নোট ৮ আসতেছে আগস্ট মাসে। এর মাঝে হওয়াই ঘোষনা দিয়েছে যে এই সময়ের মাঝে তারা তাদের বহুল প্রতিক্ষিত “দি মেট ১০” মোবাইলটি মার্কেটে ছাড়বে এবং তারা আশবাদী যে তাদের এই ফোনটি আইফোনের চেয়ে ভাল মার্কেট দখল করবে। কারন তারা অলরেডি ঘোষনা দিয়েছে যে, তাদের মোবাইলটি ব্যাটারি লাইফ, ডিজাইন, ক্যামেরা ফিচার সবদিক থেকেই নাকি আইফোনে ৮ এর চেয়ে ভাল।
ডেল নিয়ে আসতেছে তারবিহীন (Wireless) চারজিং সিস্টেম ল্যাপটপ (মডেলঃ Latitude 7285) এবং এটি চার্জ করার জন্য কোন ওয়াইর অর্থাৎ তার এর প্রয়োজন হবে না। এবং এর জন্য অবশ্যই তারহীন মাউস + কিবোর্ড কিনতে হবে। ল্যাপটপটির দাম নির্ধারণ করা হয়েছে ১২০০ ডলার এবং মাউস + কিবোর্ড এর দাম নির্ধারণ করা হয়েছে ৫৫০ ডলার।
হোয়াটসঅ্যাপ ঘোষনা দিয়েছে যে প্রতি দিন তাদের এক্টিভ ব্যবহারকারী ১ বিলিয়ন ছাড়িয়ে গিয়েছে। কিছুদিন পূর্বেও হোয়াটসঅ্যাপ এর এক্টিভ ব্যবহারকারী মাসে ছিল ১ বিলিয়ন। এখন সেটা হয়ে গিয়েছে প্রতি দিন ১ বিলিয়ন।
অ্যাপল এই বছরের শুরুর দিকে 5G নিয়ে গবেষনা করার জন্য এফসিসি এর কাছে অনুমতি চেয়েছিল। এফসিসি অ্যাপলকে সেই অনুমতি দিয়ে দিয়েছে এবং অ্যাপল 5G নিয়ে গবেষনা শুরু করে দিয়েছে। আশা করা যায় অ্যাপল ই মার্কেটে প্রথম 5G মোবাইল নিয়ে আসবে।
আমরা জানি এই বছরেই ইউএসবি ৩.২ আসতেছে মার্কেটে এবং এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটি মাল্টিল্যান সিস্টেমে কাজ করতে পারে ইউসার এবং হোস্ট এর জন্য। কিন্তু এর সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে বর্তমানের কোন কম্পিটারই ইউএসবি ৩.২ সাপোর্ট করে না। হয়ত ভবিষ্যতে ম্যানুফেকচার কোম্পানিগুলো ইউএসবি ৩.২ এর কথা মাথায় রেখেই ডিভাইস বানাবে।
এই ছিল টেক পরিবারের পক্ষ থেকে আজকের টেক আপডেট। আরও বিস্তারিত জানার জন্য নিচের ভিডিওটি দেখতে পারেন।
ভিডিও:
আর আমি প্রতিদিন ২৪ ঘন্টার টেক আপডেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি। এজন্য প্রতি ২৪ ঘন্টার টেকনোলজি আপডেট পেতে আমাকে ফলো করুন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ টিউনটি পরার জন্য। ভাল থাকবেন, সুস্থ থাকবেন আর আপনার নিজের খেয়াল রাখবেন।
আমি টেক পরিবার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।