Soungle হচ্ছে একটি ফ্রি অনলাইন সাউন্ড ইফেক্ট লাইব্রেরি। যেখান থেকে আপনি বিভিন্ন কিওয়ার্ডস দিয়ে সাউন্ড ইফেক্ট খুঁজতে পাবেন। ওয়েব সাইটে বসেই সাউন্ডটি শুনতে পারবেন আর আপনার পছন্দ মত ডাউনলোড করতে পারবেন। এছাড়া কোন ইফেক্টের ফ্রিকোএন্সি কত, সময়সীমাকত এবং কত বিটের তাও আপনি জানতে পারবেন।
Soungle কিন্তু কোন মিউজিক লাইব্রেরি নয় বরং এটি হচ্ছে বিভিন্ন ধরনের প্রাকৃতিক, জীবজন্তু, বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে সৃষ্ট ইফেক্ট যেমন: গাড়ির শব্দ, বন্দুকের শব্দ, বিভিন্ন রকম বিড়ালের ডাক ইত্যাদির একটি অনলাইন ডেটাবেস যা ধীরে ধীরে সমৃদ্ধশালী হয়ে উঠছে। যারা সাউন্ড নিয়ে প্রফেশনাল কাজ করেন তাদের তো অবশ্যই আর যারা সখের বশে টুকটাক কাজ করেন তাদের জন্যও বুকমার্ক করে রাখার মত একটি সাইট।
আমি শফিউল আজম। Chief Software Architect, Interactive Inc., New Work। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 425 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 47 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 51 টিউনারকে ফলো করি।
ইন্টারনেট ঘুরে বেড়ানোই আমার কাজ। আমি ইন্টারনেট খাই, ইন্টারনেটে থাকি, ইন্টারনেটে ঘুমাই আর ইন্টারনেটই স্বপ্ন দেখি।
বুকমার্ক করে নিলাম।